রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ
চিকিৎসায় অবহেলা জনিত কারনে একদিনে দুইবার অপারেশনের দুদিন পর পপি আক্তার নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের (এসএমসিএইচ) তিন চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের নিদের্শ দিয়েছে আদালত। বিবাদী ৩ চিবিৎসক হলেন, নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. মোহাম্মদ ইমরান হোসেন (৪৫), সহকারী অধ্যাপক ডা. আদনান বাচা (৪০) ও অধ্যক্ষ ডা. জয়ব্রত দাশকে (৫৫)।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. সাদ্দাম হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অধ্যক্ষকে এই আদেশ দিয়েছেন। সার্জারী বিভাগের বিভাগীয় প্রধানকে প্রধান করে, একজন মেডিসিন বিভাগের ও একজন অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকের (সহকারী অধ্যাপকের নিম্নে নহে) সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে, আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে গত ১৮ ডিসেম্বর নিহতের স্বামী নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার বাসিন্দা মীর আবদুল পিরু বাদী হয়ে অভিযোগটি দেন।
অভিযোগকারীর দাখিলী নালিশী দরখাস্ত ও আদালত সুত্রে জানা যায়, অভিযোগকারীর স্ত্রী পপি আক্তারকে পেটের ব্যাথার কারণে গত ২২ অক্টোবর দুপুর ১২ টায় সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তারের পরামর্শে, সার্জারী বিভাগের ৩নং বেডে ভর্তি করেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে এপেন্ডিসাইটিসের ব্যাথা সনাক্ত করেন এবং দ্রুত অপারেশনের কথা বলে ২৬ অক্টোবর সকাল ৯ টায় অপারেশন রুমে নিয়ে যান, সাউদার্ন মেডিকেলের রেজিস্ট্রার ডাঃ ইমরান হোসেন ও তার টিম অপারেশন কার্যক্রম সম্পাদন করেন। অপারেশনের পরেও অভিযোগকারীর স্ত্রী পেটে প্রচন্ড ব্যাথা অনুভব করেন এবং ব্লিডিং হতে থাকে। একপর্যায়ে ডাক্তার রোগীর জন্য রক্ত সংগ্রহ করিতে বলিলে অভিযোগকারী ২ ব্যাগ রক্ত সংগ্রহ করেন। একই দিনে রাত ১১টায় অভিযোগকারীর স্ত্রীকে পুনরায় অপারেশন রুমে নিয়ে ২য় বার অপারেশন করেন এবং সাউদার্ন মেডিকেলে সহকারী অধ্যাপক ডাঃ আদনান বাচা ও তার টিম অপারেশন কার্যক্রম সম্পাদন করেন। এতে করে অভিযোগকারীর স্ত্রীর অবস্থা আরো খারাপ হওয়ায় অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হয়।
অভিযোগকারীর স্ত্রীর শারীরিক অবস্থা আরো খারাপ হওয়ায় এবং রেসপন্স না থাকায় পরের দিন অর্থাৎ ২৭ অক্টোবর সকাল সাড়ে ৬ টায় দায়িত্বরত ডাক্তার চমেক হাসপাতালের রেফার করে ডিসচার্জ সার্টিফিকেট প্রদান করেন। অভিযোগকারী সকাল ৭.২৯ মিনিটে তার স্ত্রীকে পার্শ্ববর্তী মেরিন সিটি কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার স্ত্রীকে আইসিইউ-তে ভর্তি করালে আইসিইউ কনসালটেন্ট সাউদার্ন মেডিকেলের রেজিস্ট্রার ডাঃ ইমরান হোসেনের সাথে ফোনে কথা বলেন। পরের দিন ২৮ অক্টোবর সকাল ৬.৫৪ ঘটিকায় আইসিইউ কনসালটেন্ট রোগীকে মৃত ঘোষণা করেন। আসামিরা ভুল ও অবহেলার সহিত রোগীর অপারেশন করে রোগীর অপরাধজনক প্রাণনাশ ঘটান বলে উক্ত বিষয়ে সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ জয়ব্রত দাশকে ঘটনা বিষয়ে অবহিত করেন। তিনি ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করলেও কমিটির কোন রিপোর্ট সম্পর্কে অদ্যাবধি অভিযোগকারীকে অবহিত করা হয়নি।
এবিষয়ে বাদীপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল হেলাল বলেন, সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুতে, গত ১৮ ডিসেম্বর অভিযোগ দেওয়া হয়েছিল। সমস্ত কাগজপত্র ও অভিযোগকারীর জবানবন্দী শুনে তদন্ত করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত