ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

সাপ্তাহিক ও বড়দিনের টানা ছুটিতে পর্যটকে পরিপর্ন কুয়াকাটা সমুদ্র সৈকতে


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৪-১২-২০২২ বিকাল ৫:২৩

সাপ্তাহিক ও বড় দিনের ছুটিতে এবং পদ্মা সেতু চালু হওয়ায় পর্যটকদের সেবায় সড়ক পথে বিলাশ বহুল গাড়ি যুক্ত হওয়ায় সরাসরি ৬ ঘন্টায় ঢাকা সহ সকল জেলা থেকে কুয়াকাটা আসতে পারায় হাজারো পর্যটকদের মিলন মেলা হয়েছে কুয়াকাটায়। তাই দেশের অপরাপর পর্যটন কেন্দ্র গুলোর চেয়ে সার্বিক নিরাপত্তায় এগিয়ে থাকা কুয়াকাটায় বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ।

পর্যটকদের পদচারনায় এখনই মুখরিত হয়ে উঠেছে সুর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। সমুদ্রের ঢেউ, সবুজ বনানীর আপার ছোয়া আর গঙ্গামতির চরে লাল কাকড়ার অবাধ বিচরনের জন্য সাগরকন্যা কুয়াকাটা দিনদিন হয়ে উঠেছে পর্যকদের প্রিয় স্থান। রয়েছে উপজাতি রাখাইন সম্প্রদায়ের জীবনাচর ও সংস্কৃতির সেতুবন্ধন, সুন্দরবনের একাংশ টেংরাগিরি বনের দৃশ্য উপভোগের সুযোগ। সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটার দীর্ঘ বেলাভুমি মুখরিত হয়ে ওঠে পর্যটকদের পদচারনায়। সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে আগমন ঘটে বিভিন্ন ধর্ম ও পেশার ভ্রমণ পিপাসু মানুষের। কেউ সাতার কাটছেন, এবং ঘুরছেন ঘোড়ায় চরে, অনেকে আবার সৈকতের সাউন্ড বক্স বাজিয়ে নাচে গানে মেতে উঠেছেন, কেউবা খেলা করছেন সৈকতের বালু নিয়ে।সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ দৃশ্য। 

সাপ্তাহিক ছুটি ও বড় দিন সহ সরকারী তিন দিনের ছুটিতে পর্যটন নগরী কুয়াকাটায় আগমন ঘটেছে রেকর্ড সংখ্যক পর্যটকের। আগত পর্যটকরা এভাবেই সৈকতের বালিয়াড়িতে উন্মাদনায় মেতেছেন। শুধু সমুদ্র সৈকতের জিরো পয়েন্টই নয় এখন পর্যটকদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো শুটকী পল্লী, লেম্বুর চর, তিন নদীর মোহনা, ঝাউবন, লাল কাঁকড়া, গঙ্গামতি ও রাখাইন মার্কেট, রাখাইন তাঁত পল্লী, চর বিজয়, কুয়াকাটার কুয়া সহ সকল পর্যটন স্পট গুলো।ব্যস্ত সময় পার করছেন হোটেল-মোটেল, রেস্তোরাঁ, মার্কেটসহ পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীরা। পর্যটকের এমন ভীড়ে বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল ও রিসোর্ট। প্রানচাঞ্চল্য হয়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের মুখে। তবে আগত পর্যটকদের কাছে খাবার মূল্য ও হোটেল ভাড়া বেশি রাখা হচ্ছে বলে দাবি তাদের।

কুয়াকাটা সৈকত সংলগ্ন  ঝিনুক ও বাজার ব্যবসায়ী শিমুল দৈনিক সকালের সময়কে জনান, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই পর্যটকের আনাগোনা বাড়ে। তবে আজ পর্যটকে পরিপূর্ন কুয়াকাট সৈকত। আমাদের বিক্রি আগের তুলনায় অনেকটা বেড়েছে।

সৈকত সংলগ্ন চা বিস্কুট বিক্রেতা ইদ্রিস জানান, বড়ো দিনের ছুটিতে পর্যটকের সংখ্যা অনেক বেশি। বিক্রিও করেছি অনেক ভালো। এভাবে থাকলে আমরা পিছনের লোকসান পুষিয়ে উঠতে পারবো।

ঢাকা থেকে আসা পর্যটক দম্পতি সিমা আক্তার ও ফারুক দৈনিক সকালের সময়কে জানান, কুয়াকাটার প্রকৃতির সঙ্গে আমরা মিশে গেছি। বেশ আনন্দ উপভোগ করছি। তবে হোটেলের ভাড়াটা এটু বেশি মনে হয়েছে। যে হোটেলের রুম অন্য সময় ২৫ শ' টাকায় পাওয়া যায়, সেই রুম এখন ৪ হাজার টাকায় নিতে হয়েছে। ভোলা থেকে আসা অপর পর্যটক নিলয় জানান, আমরা ১০ বন্ধু মিলে কুয়াকাটায় এসেছি। সৈকতে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ করেছি। বেশ ভালই লাগছে। তবে একপিছ পরাটা কিনতে হয়েছে ১৫ টাকায়। এ প্লেট ভাতের দাম ২০ টাকা। খাবারের মূল্য আমার কাছে মনে হয় অনেক বেশি রাখা হচ্ছে।

গ্রীনলাইন পরিবহনের ম্যানেজার দিবাকর সরকার দৈনিক সকালের সময়কে বলেন, পর্যটকদের আসা-যাওয়ায় কোন ধরনের সমস্যা না হয়, সে জন্য আমরা সেবা দেওয়ার জন্য সড়ক পথে বিলাশ বহুল গাড়ি সর্বদা প্রস্তুত রেখেছি।

কুয়াকাটা আবাসিক হোটেল মোটেল অর্নাস অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: মোতালেব শরিফ দৈনিক সকালের সময়কে বলেন, যোগযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে দিনদিন কুয়াকাটায় বাড়ছে পর্যটক। ইতিমধ্যে অধিকাংশ হোটেল-মোটেল-কটেজ অগ্রীম বুকিং হয়ে গেছে। তবে পর্যটকদের আগমনের তুলনায় আবাসন সমস্যা হয়েছে।  

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক দৈনিক সকালের সময়কে বলেন, বড় দিন সহ সরকারী ৩ দিনের ছুটি উপলক্ষে কুয়াকাটায় ব্যাপক পর্যটকের সমাগম ঘটেছে। পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে কোন পর্যটক কুয়াকাটায় বেড়াতে এসে হয়রানির শিকার না হয়। পাশাপাশি থানা পুলিশ ও নৌ-পুলিশও কাজ করছে। কুয়াকাটার পর্যটন স্পট গুলোর মান উন্নয়নের দাবি জানান ঘুরতে আসা আগত পর্যটকরা।

 

প্রীতি / প্রীতি

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার