ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ডেলিভারি জটিলতায় ১৬ দিনের শিশু রেখে  মায়ের মৃত্যু


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৬-১২-২০২২ বিকাল ৬:৪৯

খালার কোলে ষোল দিনের শিশু। পাশে হাসপাতালের বিছানায় মায়ের লাশ। এ যেন এক হৃদয় বিদারক দৃশ্য। চারদিকে নিস্তব্ধতা। ক্ষণে ক্ষণে কান্নার শব্দ। কারও মুখে কোন কথা নেই। মাঝে মধ্যে সদ্য ভূমিষ্ঠ শিশুর নানি কিছু যেন বলছিলেন। 

কথা বলে জানা গেছে, কিছুক্ষণ আগেও মায়ের সাথে কথা বলেছে রিনা। দীর্ঘ ১৬ দিন ডেলিভারি জটিলতায় ভোগে মারা যান রিনা। রেখে যান কোলের শিশু। একজন চিকিৎসক বলেছেন রিনা করোনা আক্রান্ত ছিলেন।

ষোল দিন আগে বাড়িতে নরমাল ডেলিভারিতে এক ফুটফুটে শিশুর জন্ম দেন রিনা আকতার। কিছুদিন না যেতে শারিরীক দুর্বলতা দেখা দিলে ২৩ ডিসেম্বর শরণাপন্ন হন চিকিৎসকের। চিকিৎসকের পরামর্শ মতে চলতে থাকে চিকিৎসা কার্যক্রম।

২৬ ডিসেম্বর (সোমবার) রোগীর  শারীরিক অবস্থার অবনতি হলে  চিকিৎসকের সাথে যোগাযোগ করে রোগীকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার ১২টার দিকে মারা যান রিনা আকতার। 

রোগীর স্বামী নেজাম উদ্দিন জানান, আলী আকবর ডেইল ইউনিয়নের কাজির পাড়ায় তার বাড়ি। পেশায় মৎস্যজীবী। চার বছর আগে রিনাকে পারিবারিকভাবে বিয়ে করেন। ষোল দিন আগে রিনার বাপের বাড়িতে সন্তান ভূমিষ্ঠ হয়। এটা তাদের প্রথম সন্তান। সন্তানের আগমনে পরিবারের সকলের আনন্দের শেষ ছিল না। কিন্তু হঠাৎ জটিলতা দেখা দিলে ডাঃ শাহ ইমরানের শরণাপন্ন হন। তাঁর ব্যবস্থাপত্রমতে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যান।

কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ রেজাউল হাসান বলেন, রোগীকে খারাপ অবস্থায় হাসপাতালে আনা হয়। শ্বাসকষ্ট মনে করে রোগীকে অক্সিজেন, নেভোলাইজার, কটসনসহ আরও বিভিন্ন পাওয়ারের ওষুধ সেবন করানোর কারণে রোগীর শারীরিক অবনতি হতে পারে। 

জানা যায়, চিকিৎসা চলাকালীন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু মায়ের বুকের দুধ পাচ্ছিলো না। যে কারনে চিকিৎসকের দেয়া কয়েকটি ওষুধ ও ইনজেকশন বন্ধ রাখেন। তাই হয়তো রোগীর অবনতি হয়েছে এমন ধারণা চিকিৎসকের। তাছাড়া রোগী করোনা আক্রান্ত ছিলেন বলেও মন্তব্য করেন ডাঃ শাহ ইমরান।

এদিকে, রিনার মরদেহ জানাজা শেষে পৈত্রিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সুজন / সুজন

টাঙ্গাইলে হত্যা মামলার সাড়ে ৩ বছর পর রহস্য উদঘাটন করলো পিবিআই

কাউনিয়ায় রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাচ্ছে সাধারণ মানুষ

সিলেট ওসমানী বিমানবন্দরের ম্যানেজার হাফিজ চক্রের দূর্নীতি

ঝিনাইদহে মা-মেয়েকে পিটিয়ে হত্যার চেষ্টা

সন্দ্বীপে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় স্কুল পর্যায়ে সচেতনতা কর্মসূচি

পড়াশুনার পাশাপাশি সমন্বিত সবজি চাষে সফল দুমকির মাঈনুল

আত্রাইয়ে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের দুর্ভোগ

শার্শায় নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

শার্শায় নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাটহাজারীতে ফার্মেসিতে অভিযান : তিন প্রতিষ্ঠানকে ৪৫হাজার টাকা জরিমানা

ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চিতলমারী এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়

মুরাদনগরে কুরআনের আলো ছড়াতে ২৬ শিক্ষার্থীর হিফজ সমাপন