ডেলিভারি জটিলতায় ১৬ দিনের শিশু রেখে মায়ের মৃত্যু

খালার কোলে ষোল দিনের শিশু। পাশে হাসপাতালের বিছানায় মায়ের লাশ। এ যেন এক হৃদয় বিদারক দৃশ্য। চারদিকে নিস্তব্ধতা। ক্ষণে ক্ষণে কান্নার শব্দ। কারও মুখে কোন কথা নেই। মাঝে মধ্যে সদ্য ভূমিষ্ঠ শিশুর নানি কিছু যেন বলছিলেন।
কথা বলে জানা গেছে, কিছুক্ষণ আগেও মায়ের সাথে কথা বলেছে রিনা। দীর্ঘ ১৬ দিন ডেলিভারি জটিলতায় ভোগে মারা যান রিনা। রেখে যান কোলের শিশু। একজন চিকিৎসক বলেছেন রিনা করোনা আক্রান্ত ছিলেন।
ষোল দিন আগে বাড়িতে নরমাল ডেলিভারিতে এক ফুটফুটে শিশুর জন্ম দেন রিনা আকতার। কিছুদিন না যেতে শারিরীক দুর্বলতা দেখা দিলে ২৩ ডিসেম্বর শরণাপন্ন হন চিকিৎসকের। চিকিৎসকের পরামর্শ মতে চলতে থাকে চিকিৎসা কার্যক্রম।
২৬ ডিসেম্বর (সোমবার) রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের সাথে যোগাযোগ করে রোগীকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার ১২টার দিকে মারা যান রিনা আকতার।
রোগীর স্বামী নেজাম উদ্দিন জানান, আলী আকবর ডেইল ইউনিয়নের কাজির পাড়ায় তার বাড়ি। পেশায় মৎস্যজীবী। চার বছর আগে রিনাকে পারিবারিকভাবে বিয়ে করেন। ষোল দিন আগে রিনার বাপের বাড়িতে সন্তান ভূমিষ্ঠ হয়। এটা তাদের প্রথম সন্তান। সন্তানের আগমনে পরিবারের সকলের আনন্দের শেষ ছিল না। কিন্তু হঠাৎ জটিলতা দেখা দিলে ডাঃ শাহ ইমরানের শরণাপন্ন হন। তাঁর ব্যবস্থাপত্রমতে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যান।
কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ রেজাউল হাসান বলেন, রোগীকে খারাপ অবস্থায় হাসপাতালে আনা হয়। শ্বাসকষ্ট মনে করে রোগীকে অক্সিজেন, নেভোলাইজার, কটসনসহ আরও বিভিন্ন পাওয়ারের ওষুধ সেবন করানোর কারণে রোগীর শারীরিক অবনতি হতে পারে।
জানা যায়, চিকিৎসা চলাকালীন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু মায়ের বুকের দুধ পাচ্ছিলো না। যে কারনে চিকিৎসকের দেয়া কয়েকটি ওষুধ ও ইনজেকশন বন্ধ রাখেন। তাই হয়তো রোগীর অবনতি হয়েছে এমন ধারণা চিকিৎসকের। তাছাড়া রোগী করোনা আক্রান্ত ছিলেন বলেও মন্তব্য করেন ডাঃ শাহ ইমরান।
এদিকে, রিনার মরদেহ জানাজা শেষে পৈত্রিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সুজন / সুজন

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

'মাছে ভাতে বাঙালি' প্রবাদটি বর্তমানে শুধুমাত্র বইপুস্তকেই সীমাবদ্ধ

তালায় বিএনপি'র ত্যাগী ও পরীক্ষিত এক যোদ্ধার নাম আব্দুর রকিব সরদার

অপরিকল্পিত সড়ক নির্মাণে জলাবদ্ধতায় শত একর জমি চাষের অনুপযোগী

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়নে বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়বঃ নবাগত ওসি

ফলন বিপর্যয়ের শঙ্কা" তানোরে আমন খেতে সাতরা পোকার আক্রমণ

কুমিল্লার মহাসড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঈশ্বরদীতে মৎস্য পোনা অবমুক্ত করণ করা হয়েছে

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

মাতাশমঞ্জিল মুক্ত খেলাঘরের উন্নয়নকল্পে ১ লক্ষ টাকা অনুদান দিলেন ছাত্রনেতা শামীম হোসেন
