গাইবান্ধা ৫ আসনে উপনির্বাচনে দ্বিতীয় দফায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
ফুলছড়ি-সাঘাটা ৩৩-গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা।এর আগে ১২ই অক্টোবর নির্বাচনে অনিয়ম হওয়ায় ভোট স্থগিত করে নির্বাচন কমিশন তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়ার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামি ৪ঠা জানুয়ারি নতুন করে ভোটের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। ডেপুটি স্পিকার ফজলের রাব্বী মিয়ার মৃত্যুর পর শূন্য ঘোষিত গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচন হয় গত ১২ ই অক্টোবর। ঢাকা থেকে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করেন নির্বাচন কমিশন। অনিয়ম দেখে মাঝপথে স্থগিত করে দেয়া হয় ভোট গ্রহণ। তদন্ত করে অনিয়মে জড়িতদের সনাক্ত করে শাস্তির মূলক ব্যবস্থা করে নির্বাচন কমিশন। নতুন করে ৪ঠা জানুয়ারি ভোট গ্রহণের দিন ঘোষণা করা হয়। এরি ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় দফায় প্রচলনায় নামেন প্রার্থীরা। ভোটের লড়াই আছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিকল্প ধারাসহ চার প্রার্থী।
নাঙ্গল মার্কার কর্মী ছবের আলী বলেন, এই এলাকা নাঙ্গলের এলাকা সুষ্ঠু নির্বাচন হলে আগামী ৪ জানুয়ারি ভোটের মাধ্যমে নাঙ্গল মার্কার জয়ী হবে।নৌকা মার্কার কর্মী মঞ্জু হাসান মিঠু বলেন, ফুলচুরি শাখাটা লোক জোট বেঁধেছে রিপন ভাইয়ের নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ইনশাআল্লাহ আবারো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকা। উপহার দিব
কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকলেও ভোট নিয়ে তেমন উত্তেজনা নেই সাধারণ ভোটারদের। দক্ষিণ বুড়াইয়ের ভোটার সাদা মিয়া, বলেন, নিরপেক্ষ ভোট হলে আমাদের জন্যও সুবিধা প্রার্থীর জন্য সুবিধা হবে। আমরা এমন একজন এমপি চাই যিনি এই নদী ভাঙ্গা ঠেকিয়ে আমাদের এলাকার উন্নয়ন করবে। নৌকা মার্কার প্রার্থী সাবেক ছাত্রনেতা মাহমুদ হাসান রিপন বলেন, নৌকা মার্কার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমার বিশ্বাস আগামী চৌঠা জানুয়ারি নৌকা মার্কা বিপুল ভোটে নির্বাচিত হবে।
নাঙ্গল মার্কার প্রার্থী এ এইচ এম গোলাম সহিত রঞ্জু বলেন, গত ১২ই অক্টোবরের নির্বাচনে যেমন নাঙ্গল এর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছিল। এবারো জোয়ার আছে কিন্তু মানুষের মধ্যে একটি নেতিবাচক মনোভাব আদৌ কি ভোট কেন্দ্রে যাওয়া যাবে কিনা। সুষ্ঠু ভোট করতে সব প্রস্তুতির শেষ করার কথা জানান নির্বাচন কর্মকর্তা ভোটের পরিবেশ স্বাভাবিক করতে এবং লেবেল প্লেইং ফিল্ড তৈরি করতে বাংলাদেশ নির্বাচন কমিশন জেলা প্রশাসন পুলিশ সুপার গোয়েন্দা সংস্থার র্যাব বিজিবি সবাই এখন মাঠে কাজ করছে। গাইবান্ধা পুলিশ সুপার কালাম হোসেন বলেন, সুন্দর একটা নির্বাচন আমরা উপহার দিতে পারব এই প্রত্যাশা এবং প্রত্যয়ে নির্বাচন কমিশন কর্তৃক সকল নির্দেশনা প্রতিপালন সাপেক্ষ আমাদের রয়েছে।
ফুলছড়ি- সাঘাটা ৩৩- গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ১৪৫ টি কেন্দ্রে ইভিএমে ভোট দিবে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার।
এমএসএম / এমএসএম
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
Link Copied