নতুন কারিকুলামের মাধ্যমে আমরা সোনার মানুষ গড়তে চাই : শিক্ষামন্ত্রী

নতুন কারিকুলামের মাধ্যমে আমরা সোনার মানুষ গড়ে তুলতে চাই। এ বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হওয়া নতুন পাঠ্য পুস্তকের মাধ্যমে শিক্ষার্থীদের , যোগ্য, সৃজনশীল ও বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলা হবে। আর শিক্ষার্থীদের পাঠদানকে শুধু শ্রেণিকক্ষের সীমাবদ্ধ না রেখে শ্রেণি শ্রেণিকক্ষের বাইরে নিয়ে আসা হয়েছে। এতে করে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা নিয়ে কোনো ভীতি থাকবে না।
অভিভাবক, শিক্ষাবিদ ,বিশেষজ্ঞ সকলের পরামর্শ নিয়ে সকল কারিকুলামের মধ্য দিয়ে এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরী করেছি যেখানে শিক্ষা জিনিসটা তাদের কাছে আনন্দ দায়ক হবে। গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠেূ রোববার দুপুরে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার ২০২৩ সালের জাতীয় পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন। এ সময় উপজেলার ৭২ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৭টি মাদ্রাসার ও ৬ হাজার শিক্ষার্থীদের মাঝে ২০২৩ সালের পাঠ্য বই বিতরণ করা হয়েছ।
কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বই বিতরণ পূর্ববতী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। স্বাগত বক্তব্য রাখেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি। বছরের প্রথম দিন জাতীয় পর্যায়ের এমন একটি অনুষ্ঠানে হাজির হয়ে নতুন বই পাওয়ার আনন্দময় অনুভূতি ব্যক্ত করেন কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইলমা ইসলাম সিমি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, কারিগরি অধিদপ্তরের মহা পরিচালক ড. মো. ওমর ফারম্নক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক মো. হাবিবুর রহমান, গাজীপুরের জেলা পশাসক মো. আনিসুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন মোল্লা, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম গোলাম মোর্শেদ খান প্রমূখ।
এ বছর সারাদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ২৩ কোটি ৮৩ লাখ ৭০হাজার ৫৮৮টি বই বিতরণ করা হবে। অপরদিকে প্রাথমিকের ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি বই বিতরণের কেন্দ্রীয় অনুষ্ঠান ঢাকা বিশ্ব বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
প্রীতি / প্রীতি

কুতুবদিয়ায় আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী (রহঃ) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অখণ্ড বিজয়নগর রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিককে হুমকি

ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ: বাগান থেকে মটর সাইকেল উদ্ধার

সাংবাদিক জগতের নক্ষত্র ছিলেন প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনঃ সিআরএ

কাপ্তাইয়ে ১৪ হাজার ৭শত ৪২ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

কসবায় বিদেশি মদসহ নারী আটক

লালমাইতে বিয়ে করতে এসে ১৫ লক্ষ টাকা জরিমানা দিলো বর

কুতুবদিয়ায় এনসিপি নেতা হেলালিসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা

লায়ন নুর ইসলামের নির্বাচনী এলাকা নড়াইল ২ এ ভি,পি নূরকে ফুলের শুভেচ্ছা

বোদায় যৌথবাহিনীর অভিযানে জরিমানা ও হাসপাতাল সিলগালা
