ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামে ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদে প্রধান শিক্ষককে জুতাপেটা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১-১-২০২৩ বিকাল ৫:৮

চট্টগ্রামে ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে জুতাপেটা করার ঘটনা ঘটেছে। নগরীর কাপাসঘোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এই ঘটনা ঘটেছে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরুদ্ধে উঠেছে ছাত্রীদের যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ। যেখানে যৌন হয়রানির বিরুদ্ধে তারই বলিষ্ঠ উদ্যোগ নেওয়ার কথা, সেখানে তিনি নিজেই সন্তানতুল্য ছাত্রীদের বিভিন্ন প্রলোভনে যৌন হয়রানি করে আসছেন দীর্ঘদিন ধরে। ছাত্রী, শিক্ষক, স্কুল কর্তৃপক্ষ, কর্মচারী সকলেই বিষয়টি জানেন, তবে প্রতিবাদ করার সাহস পায় না কেউই।

চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে তাকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রবিবার (১ জানুয়ারি) স্কুলের ফটকে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে। বিক্ষোভে শিক্ষার্থীদের সাথে অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। বিক্ষোভ শুরুর কিছুক্ষণ পর প্রধান শিক্ষক আলাউদ্দীনকে তার অফিস কক্ষে গিয়ে জুতা নিক্ষেপ করে ছাত্রীরা। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাকে অফিসের সামনে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের নিরাপত্তা চাই। আমাদের সাথে প্রতিনিয়ত প্রধান শিক্ষক (আলাউদ্দীন) যে কুকর্ম করে বেড়ায় আমরা তার প্রতিবাদ করছি। তিনি আমাদের বিরক্ত করেন ফেসবুক মেসেঞ্জারেও। বিভিন্ন আয়া, পিয়ন দিয়ে ক্লাস রুম থেকে ডেকে উনার রুমে নিয়ে যায়। তারপর আমাদের সাথে বিভিন্ন কুকর্ম করে। এমনকি আমাদের টাচ করে, খারাপ… করে। আমরা সেটার প্রতিবাদ করলে হয় টিসি, না হয় ফেল। যেসব ছাত্রীরা ভয় পেয়ে লুকিয়ে থাকে তাদের ফেসবুকে বিরক্ত করেন। যারা উনার এসব কাজে সম্মতি দেয় না, তাদের শাস্তি দেয়। আমরা তার বিচার চাই, বিচার চাই। 

স্কুলের প্রাক্তন একাধিক শিক্ষার্থী জানায়, উনি অনেক বছর ধরে মেয়েদের সাথে যৌন হয়রানিমূলক কাজ করে যাচ্ছেন। আমরা এতদিন মুখ খুলিনি। আমরা চাইনা আমাদের ছোট বোনরা উনার হাতে নির্যাতিত হোক। উনাকে বহিষ্কার করা হোক। 

সচেতন নাগরিক কমিটি (সনাক) চট্টগ্রাম চ্যাপ্টারের সহ-সভাপতি রওশন আরা চৌধুরী বলেন, ঘটনাটা অনেক বছর ধরে চলছে। কিন্তু বাচ্চাদের ভয়ে তাদের পিতা-মাতারা কথা বলে না। কারণ উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। ওদেরকে বলা হয়, তোমাদের রেজাল্ট আটকে দেওয়া হবে।তোমাদের রেজাল্ট খারাপ করা হবে কিংবা তোমাদের বহিষ্কার করা হবে। এ ধরনের বিভিন্ন রকমের ভয়ভীতি দেখায়। এ ঘটনাটা আজকে নতুন না, অনেক বছর ধরে ঘটাচ্ছেন। আমাদের দাবি- এই মুহূর্তে উনাকে বহিষ্কার করতে হবে। উনাকে প্রত্যাহার করতে হবে। উনাকে চাকরিচ্যুত করতে হবে। উনি যেহেতু অন্য কোথায় চাকরি না পান। প্রত্যেকটা গার্লস স্কুল এবং কলেজে প্রধান শিক্ষককে নারী হতে হবে। আমরা বাচ্চাদের সাথে নিরঙ্কুশ সমর্থন দিচ্ছি কারণ একেকটা বাচ্চা কোমায় চলে যাচ্ছে। তারা মানসিক বিপর্যস্ত অবস্থায় আছে। এটা ওয়ান স্টপ সার্ভিসের মত সলিউশন হতে হবে। 

বিক্ষোভে উপস্থিত হয়ে চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনু বলেন, আমি শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি। আগামীকাল উনাকে প্রত্যাহার করা হবে। আমি উনাকে ওএসডি করার জন্য অনুরোধ করেছি। উনার বিরুদ্ধে কিছু অভিযোগ আমার কাছে এসেছে। এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। 

 এ প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এ নতুন নয়। ৮ বছর আগে— ২০১৩ সালে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করে হয়েছিলেন বরখাস্ত। ৫ বছর পর একই বিদ্যালয়ে ফের প্রধান শিক্ষক ফিরে আসার সুবাদে এবং চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়ার সহপাঠী পরিচয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, ছাত্রীরা তো বটেই, এমনকি মহিলা শিক্ষকরা সঙ্গী ছাড়া প্রধান শিক্ষকের কক্ষে ঢুকতে ভয় পান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক— এই চেহারার আড়ালে বারবারই ধামাচাপা পড়ে যায় যৌন হয়রানির সবগুলো ঘটনা। সম্প্রতি বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ হয়ে পড়লে আড়ালে অনেকেই মুখ খুলতে শুরু করেছে।

প্রীতি / প্রীতি

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার