ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

'এই শীতে মইরা গেলে একটা কম্বল পেচায়া দাফন দিও'


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৪-১-২০২৩ দুপুর ১০:৫

সারাদেশে জেঁকে বসেছে তীব্র শীত। শৈত্য প্রবাহের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, রাজধানীর নিকটবর্তী শিল্পাঞ্চলখ্যাত সাভার উপজেলার নিম্ন আয়ের শ্রমিক, গরীব অসহায় দিনমজুরের অবস্হা তীব্র শীতে কাতর।

তীব্র শীতে জনগনের স্বাভাবিক চলাচল হ্রাস পাওয়ায় বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষরা। কমতে শুরু করেছে তাদের আয়।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এমন অসহায়ত্বের বাস্তব চিত্র।

সাভারের রেডিও কলোনী বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে গিয়ে চোখে পরে ফজর আলী নামে সত্তরঊর্ধ্ব এক বৃদ্ধ গায়ে গামছা পেচিয়ে শীতে কাঁপছে। তার কাছে গিয়ে কথা বলতেই তিনি বলে উঠেন 'বাবা এত জার আর সইয্য হয়না। এই শীতে মইরা গেলে আমারে একটা কম্বল পেচায়া দাফন কইরো।'

তার সম্পর্কে জানতে চাইলে বলেন, 'আমাগো গেরামের বাড়ি পদ্মার পাড়ে, সর্বনাশা নদী ঘরবাড়ি, জমি জিরাত বেবাক কিছু ভাইঙ্গা নিছে। বউ মরছে আইজ ৩ বছর। দুই পোলা বিয়া কইরা শশুর বাইত্তে থাকে। তাই আমি একলা ঘুড়তে ঘুড়তে এহানে আইসা পরছি ভিক্ষা কইরা খাই। আমার হাঁপানী রোগ আছে নিঃশ্বাস টানতে কষ্ট হয় শীত আইলে গ্যাস লওয়া লাগে। এই একলা জীবন আর সইয্য হয়না এখন মরতে পারলেই মুক্তি।'

ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে চোখে পরে কাগজ, খড়কুটো ও গাছের ডালপালা পুড়িয়ে আগুন পোহাতে দেখা যায় বেশ কিছু পরিবহন শ্রমিকদের।

তাদের সাথে কথা বলে জানা যায় কুয়াশার কারনে রাস্তায় পরিবহন কিছুটা কম অনেক চালক দেরি করে রাস্তায় গাড়ি নামাচ্ছে। তাই এখানে বসে অলস সময় পার করছেন তারা।

গেন্ডা বাসস্ট্যান্ড এলাকার ভাসমান পান-সিগারেট  বিক্রেতা শহিদ মিয়া বলেন, দুইদিন যাবৎ চারিদিকে এত কুয়াশা যে রাস্তায় মানুষই নাই। আমার বেচাকেনাও খারাপ যাচ্ছে। অন্য সময় আমার বিক্রি হতো দুই থেকে তিন হাজার টাকা। শীতের কারনে এখন বিক্রি হয় এক থেকে দেড় হাজার টাকা।

সাভার থানা রোড এলাকার চা বিক্রেতা রহিম কাজী বলেন, শীতকালে চায়ের দোকানে বেচাকেনা কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু গত দুদিনে হঠাৎ করে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মানুষজন ঘর থেকে বাইরে বের হচ্ছেনা। এতে আমার বেচাকেনা খুবই কমে গেছে। আগে প্রতিদিন দোকানে ৪ থেকে ৫ হাজার টাকার বেচাকেনা করতাম। এখন বিক্রি হয় দুই থেকে তিন হাজারের মতো।

সাভার থানা বাসস্ট্যান্ডে কথা হয় রিকশা চালক শুক্কুর আলীর সাথে তিনি বলেন, বাবা আমরা দিন আনি দিন খাই। আমাদের রোদ, বৃষ্টি, শীত বা গরম বলে কিছু নেই। তাই যত কষ্টই হোক প্রতিদিনই রিকশা নিয়ে বের হতে হয়। নাহলে পরিবারের লোকজনকে না খেয়ে বসে থাকতে হবে তার উপর আছে কিস্তির প্রেশার। কিন্তু শীতের কারনে রাস্তায় লোকজন কম তাই বেশি ভাড়া মারতে পারিনাই। এখন বাজে দুপুর ১টা অন্যদিনে সকাল থেকে এখন পর্যন্ত মুটামুটি ৩০০/৪০০টার ভাড়া মারতাম কিন্তু আজকে এখন পর্যন্ত কেবল ১২০টাকার ভাড়া মারছি।

নামা বাজার এলাকায় কথা হয় জুতা সেলাই কর্মী হারানাত কর্মকারের সাথে তিনি বলেন, এখন আর মানুষ আগের মতো ছেড়া জুতা মেরামত করেনা তাই ইনকামও নাই। তবুও এই শীতের মধ্যেও পরিবারের আহার জুটাতে আমাদের বসে যেতে হয় পথে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি) সাভারের আশুলিয়ায় বাইপাইলে বেসরকারী পেয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন কালে এ কথা জানান, ইতিমধ্যে সারাদেশে ২৬ লাখ কম্বল বিতরণ করা হয়েছে। নতুন করে শীতার্তদের জন্য আরও ৩২ কোটি টাকার কম্বল কেনা হবে । আগামী সপ্তাহ থেকে দেশের শীতপ্রবণ এলাকায় এসব কম্বল বিতরণ করা হবে।

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

নেত্রকোনার মদনে দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার