ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

এসএসসি ও পঞ্চম শ্রেণি পাশ করেই ওরা ডাক্তার !


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৪-১-২০২৩ দুপুর ১০:১৭

এসএসসি পাশ করা সাইফুল (৩২)  ও পঞ্চম শ্রেণি পাশ করা কামরুল ইসলাম (৩১) নামের ২ ভুয়া দন্ত চিকিৎসকের খবর পাওয়া গেছে। লেখা-পড়ায় বেশি দুর এগোতে না পারলেও প্রতারণায় কম যায়নি ওরা দুইজন। দন্ত চিকিৎসক পরিচয়ে প্রায় ৪  বছর  যাবত  চেম্বার খুলে দিচ্ছেন চিকিৎসা । সকাল ৯ টা থেকে রাত ৮ টা  পর্যন্ত রোগী দেখছেন। ৪/৫ শ টাকা কওে ফিও আদায় করছেন। দিচ্ছেন ব্যস্থাপত্র। সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারের প্রাণকেন্দ্র বাড়বকুণ্ড ডেন্টাল কেয়ারে বসে রোগীর সাথে প্রতারণা কওে চলছেন প্রতিনিয়ত।
আইন অনুযায়ী বাংলাদেশে চিকিৎসা প্রদান করতে পারবে এমন ডেন্টাল সার্জনের ডিগ্রি বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জরি) থাকা অত্যাবশ্যক। এই বিডিএস ডিগ্রিধারী কেবল চিকিৎসা দিতে পারবেন। বিডিএস নয় তো ডেন্টিস ও চিকিৎসা নয়। বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল এণ্ড ডেন্টাল কাউন্সিল)  এর একমাত্র  অনুমোদিত ডিগ্রি হলো বিডিএস। এই ডিগ্রি যার আছে বাংলাদেশে তারাই ডেন্টাল চিকিৎসা দিতে পারবেন। তারাই রেজিষ্ট্রাট ও অনুমোদিত।  তবে কোন ধরণের ডিগ্রি ও নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই  নিজেদের দন্ত চিকিৎসক (ভূয়া) পরিচয় দিয়ে দীর্ঘ ৪ বছর ধরে এমন প্রতারণা করে আসছেন মো: সাইফুল ও কামরুল ইসলাম নামের এই মানিকজোড়। 

 

অনুসন্ধানে  জানা যায় , সাইফুল (৩২) নামের ব্যক্তি  দন্ত চিকিৎসক পরিচয়ে প্রায় ৪  বছর  যাবত  চেম্বার খুলে দিচ্ছেন ভূল চিকিৎসা । সকাল ৯ টা থেকে রাত ৮ টা  পর্যন্ত রোগী দেখেন ও ভিজিট হিসেবে নেন ৪০০-৫০০ টাকা। সাইফুল  সীতাকুণ্ড পৌরসভার ৩ নং ওয়ার্ড পন্থিছিলা এলাকার জয়নাল আবেদিনের পুত্র। মূলত চেম্বারের মালিক তার বাড় ভাই আব্দুল্লাহ। ২০১৮ সালে ছোট ভাইকে চেম্বারের দায়িত্ব দিয়ে সে বিদেশ পাড়ি দিলে ভাগ্যবদল হয়ে আলাদীনের চেরাগ পায় সাইফুল। মাধ্যামিকের গন্ডি পেড়িয়েই  সাইফুল  রাতারাতি বনে যায় ডাক্তার। চেম্বারের মালিক ও নিজেকে ডেন্টাল টেকনোলজিষ্ট পরিচয় দিয়ে অন্য ডাক্তারের প্যাড  ও সাদা কাগজে রোগীদের প্রেস্কাইব করছেন রীতিমত। মছজিদ্দা উচ্চবিদ্যালয়ের  মানবিক শাখা থেক এসএসসি (সেকেন্ডারি  স্কুল সার্টিফিকেট) পাশ করেই আনুষ্ঠানিক বিদ্যার সমাপ্তি ঘটান সাইফুল। পরে ভাইয়ের চেম্বার দিয়ে বপণ করেন  প্রতারণার বীজ। শুরু হয় তার ভেলকিবাজি। বসিয়েছেন মানুষ প্রতারণার ফাঁদ। একপর্যায়ে অকপটে সাইফুল নিজে স্বীকার করেছেন তার এই প্রতারণার কথা। 
বিভিন্ন রোগিদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাইফুল বসে আছে চেম্বারে  আর  এক বৃদ্ধ রোগির  দাঁত পরিক্ষা করছেন তার সহযোগী আরেক ভূয়া চিকিৎসক পরিচয়ের কামরুল (৩১) । ম্যাক্স প্যান্ট ও গায়ে গেঞ্জি পড়া কামরুল বৃদ্ধের দাঁতের খুঁটিনাটি এমন ভাবে দেখছেন  ভাবসাব দেখে মনে হবে তিনি মস্তবড় ডিগ্রিধারী চিকিৎসক। কিছুক্ষ পর্যবেক্ষনের  পর চোখে পড়ে আরো নানা অসঙ্গতি। সাংবাদিক পরিচয় দিলে মুহুর্তেই বিড়বিড় করে পালায় কামরুল। কুমিরা এলাকাবাসীর তথ্যমতে  ইউনিয়নের আকিলপুর এলাকার আবু তাহেরের ছেলে কামরুল বিদেশ থেকে এসে বন্ধুর সুবাধে সেও এখন এলাকায় চিকিৎসক  হিসাবে পরিচিত। প্রাইমারির গন্ডি পেড়িয়েই  এখন ডেন্ডাল সার্জন। পঞ্চম শ্রেণী পাশ করা কামরুলের এমন প্রতারণার কথা শুনে অবাক এলাকাবাসী। 
হামিদুর রহামান নামের  ডাক্তারের সীল ও  প্যাড ব্যবহার করে রোগিদের প্রেস্কাইব করেন তারা। ভিজিটিং কার্ড থেকে হামিদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ৫ বছর পূর্বে এই চেম্বার ছেড়েছে বলে জানান।  বর্তমানে তিনি  কুমিল্লার একটি চেম্বারে  ডেন্টাল সার্জন হিসাবে কাজ করছেন। তার পরিচয় ব্যাবহার করে এমন অনৈতিক কাজের জন্য ক্ষোভ প্রকাশ করে সাইফুলের  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
বাড়বকুণ্ড এলাকায় অনেক মানুষ এসব ভূয়া ডেন্টিস দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের মধ্যে একজন মিয়াজী বাড়ির মো:নূর উদ্দীন(৩৮)। দাঁতের অসহ্য ব্যাথা নিয়ে যান এই ভূয়া ডাক্তারের কাছে। চারটি দাঁত রুট ক্যানেল করেন মাত্র ২০০০ টাকা দিয়ে। অথচ একটি দাঁত রুট ক্যানেল করতে লাগে ৩-৪  হাজার টাকা। ব্যবস্থাপত্র লিখে দেন সাদা কাগজে।  রুট ক্যানেলের কিছুদিন পর তার শুরু হয় ব্যাথা। হতে থাকে ইনফেকশন। একপর্যায়ে তাকে অন্য ডাক্তারের কাছে যেতে হয়। এখনো তিনি ভূল চিকিৎসার খেসারত দিচ্ছেন। চারটি দাঁতই নষ্ট। এছাড়াও আরো অসংখ্য অভিযোগ রয়েছে তাদের ভূল চিকিৎসার বিরুদ্ধে।
ভূয়া চিকিৎসক সাইফুলের কাছে তার এমন প্রতারণার কথা জানতে চাইলে, সে তার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তার বৈধতার  কথা জানতে চাইলে নিজেকে টেকনোলজিষ্ট হিসাবে  দাবি করেন, অবশ্যই পরে  স্বীকার করে নেন এটিও সম্পূর্ন ভূয়া।  চেম্বারেরও নেই কোন  প্রয়োজনীয় কাগজপত্র। ভবিষতে সে এমন প্রতারণা না করে দ্রুত রেজিষ্ট্রাট ডাক্তার বসার ব্যাবস্থার  কথা জানান সাইফুল। 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড: নূরউদ্দীন রাশেদের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই ভাবে কেউ চেম্বার করতে পারেনা। তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার