মৎস্য চাষে অন্তরায় পরিবেশ দূষন

মানুষের বাঁচার জন্যে যেমন অক্সিজেন প্রয়োজন, তেমনি প্রনিদেরও বাঁচার জন্যে অক্সিজেন অনস্বীকায্য। মানুষ বাস করে পৃথিবীর অভ্যন্তরে স্থলে সীমাহীন জায়গাজুড়ে। প্রয়োজনবোধে স্থানান্তরিত হয়ে নিজের বাঁচার পরিবেশ তৈরী করে নিতে পারে কিন্তু মৎস্যকে তার নিজের জায়গা বেছে নিতে পরাধীনতার আশ্রয় নিতে হয়। পক্ষান্তরে মানুষকেই তাদের বাঁচার পরিবেশ নির্ধারন করে দিতে হয়।
বংশী নদী সাভারের পশ্চিম পার্শ্ব ঘেষে উত্তরদিকে শিমুলিয়া ইউনিয়ন হয়ে প্রায় ০৯ কি.মি. ব্যাপী (গড় প্রশস্ততা প্রায় ৫৮০ ফিট এবং সাকুল্যে আয়তন প্রায় ৩,৫০০ হেক্টর) এঁকেবেঁকে প্রবাহিত হয়ে দক্ষিণদিকে ভাকুর্তা ইউনিয়নের চুনারচর পর্যন্ত গিয়ে পৌছেছে। অন্যদিকে তুরাগ নদী সাভারের পূর্বদিকে ইয়ারপুর ইউনিয়নে শুরু হয়ে দক্ষিণদিকে টঙ্গী খাল, উত্তরা, কাউন্দিয়া ও আমিনবাজার ছুঁয়ে প্রায় ১০ কি.মি প্রবাহিত হয়েছে যার আয়তন প্রায় ৪৫০০ হেক্টর। অর্থাৎ ৮,০০০ হেক্টর আয়তনের নদীতে ২০২০ সালে মাছের উৎপাদন ছিল মাত্র ৪৭৩.৬১ মে. টন।
তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরে ট্যানারীর বর্জ্যসহ নদী তীরবর্তী যত্রতত্র গড়ে ওঠা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) অনুশীলনবিহীন অসংখ্য কল-কারখানার অপরিশোধিত বর্জ্য এবং সমগ্র উপজেলাব্যাপী ছড়ানো-ছিটানো বিভিন্ন খাল, ড্রেনেজ ও সুয়ারেজ সংশ্লিষ্ট পয়োনিষ্কাশন এর সংযোগ মূলত এইসব নদীতে হওয়ায় বছরের ০৯ মাস পানি সর্বোচ্চ দূষিত থাকে বিধায় এরূপ চরম প্রতিকুল ভাবাপন্ন পরিবেশ-প্রতিবেশে মাছের বসবাস একেবারেই অসম্ভব হয়ে পড়ে। মাত্র ০৩ মাস এসব নদীতে মূলতঃ কম অক্সিজেনযুক্ত পানিতে বেঁচে থাকতে সক্ষম এমন মাছই পাওয়া যায়। সাভারে নদীতীরবর্তী প্রায় ১০ টি গ্রামে ২৭৫৮ জন নিবন্ধিত জেলে আছে যাদের জীবন-জীবিকা এসব নদীর উপরেই নির্ভরশীল।
সাভারের ২৮০.১২ বর্গ কি.মি. আয়তনে জনসংখ্যা প্রায় ১৪,৪২,৮৮৫ জন। গার্মেন্টস কর্মীসহ ভাসমান মানুষ মিলিয়ে এ সংখ্যা প্রায় ৩৫ লক্ষ প্রায়। এই বৃহৎ জনগোষ্ঠীর জন্য এখানে মাছের চাহিদা প্রায় ৩২,৯৫৭.৯৩ মে. টন এবং মোট উৎপাদন প্রায় ৬,৭৬০.০১ মে. টন মাত্র। অর্থাৎ মাছের ঘাটতি প্রায় ২৭,১৯৭.৯২ মে. টন। এখানে ০১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নে মোট মৎস্য আড়তের সংখ্যা ০৫ টি (যথা- নয়ারহাট, বাইপাইল, উলাইল, রাজফুলবাড়িয়া ও তেঁতুলঝোড়া) এবং বাজারের সংখ্যা ৫৫ টি।
ঢাকা জেলায় মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প" এর জন্য- সাভার উপজেলার আওতাধীন প্রায় ৩৫০০ হেক্টর আয়তনের বংশী নদীসহ এর অববাহিকা জুড়ে বর্ষাপ্লাবিত বিল ও নিম্নাঞ্চলে পর্যাপ্ত পরিমাণে মাছের পোনা অবমুক্ত করা যেতে পারে। এছাড়া অত্র উপজেলার ভাকুর্তা ইউনিয়নে চাইড়া ব্রীজ সংলগ্ন বংশী নদীতে 'খাঁচায় মাছ চাষ' অর্থনৈতিকভাব সাবলম্বী হওয়ার একটা প্রকৃষ্ট মাধ্যম বলে বিবেচিত হতে পারে। এতদউদ্দেশ্যে সরকারিভাবে/ব্যক্তিগত উদ্যোগে মৎস্যবীজ উৎপাদন খামার স্থাপন কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। ভাকুর্তা ইউনিয়নের মুশুরিখোলা বিল, পাথালিয়া ইউনিয়নের পাথালিয়া বিল এবং ইয়ারপুর ও আশুলিয়া ইউনিয়নের একাধিক বিল/উন্মুক্ত জলাভূমিতে যথোপযুক্ত 'বিল নার্সারি স্থাপন' করা যেতে পারে।
কিছু কিছু নিম্নাঞ্চল/জলাভূমি পুনঃখননপূর্বক বিল নার্সারি কার্যক্রম জোরদার করাসহ স্থায়ী অভয়াশ্রম স্থাপন, রক্ষণাবেক্ষন ও পরিচর্যা করা যেতে পারে এবং এর ফলে সুফলভোগী গ্রুপের সমন্বয়ে সিবিএফএম পদ্ধতিতে মাছ চাষ জনপ্রিয় হয়ে উঠতে পারে। বিশেষ করে পাথালিয়া ইউনিয়নের গোকুলনগরে বর্তমান পেন কালচারের আদলে জাতীয় স্মৃতিসৌধের উত্তর-পশ্চিম দিকের বিস্তীর্ণ খাল/নিম্নাঞ্চলে এ ধরনের পেন কালচার মৎস্যচাষের এক নতুন দিগন্ত সূচনা করতে পারে।
স্মৃতিসৌধ সংলগ্ন লেকসহ আরও কতিপয় লেক/খাল যদি সমন্বিত উদ্যোগের মাধ্যমে দূষণ ও দখলমুক্ত করত: পরিবেশবান্ধব ও স্বাস্থসম্মত মাছ চাষের আওতায় আনা সম্ভব হয়, তাহলে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জাতির জন্য সেটা এক যুগান্তকারী সিদ্ধান্ত বলে প্রতীয়মান হতে পারে।
সর্বোপরি আমরা যদি জাতীয় পানি নীতির বাস্তবায়নসহ সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে 'জলাভূমি ও জীববৈচিত্র্য' সংরক্ষণ করতে চাই, তাহলে আমাদের মিল-কারখানাগুলোতে শতভাগ এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) চালু ছাড়াও কেন্দ্রীয়ভাবে Waste Water Recycling/Management জরুরিভিত্তিতে এখনই অত্যাবশ্যক; নইলে অবশ্যম্ভাবী ফলস্বরূপ আমাদের জীবন ও জীবিকার অস্তিত্ব সংকটে পড়তে বাধ্য। উল্লেখ্য যে, মাইক্রোফাইটস উদ্ভিদের মাধ্যমে একোফনিকস্ পদ্ধতি ব্যবহার করে ওয়াটার গার্ডেন তৈরী করা যেতে পারে যা প্রাকৃতিকভাবে দূষিত পানি ফিল্টার করবে এবং সেই জলাশয়গুলোর পানির গুণাগুন ঠিক হলে পরবর্তীতে পুনরায় মাছ চাষ করা যেতে পারে।
প্রীতি / প্রীতি

কবি নজরুল সকল ধর্মের বিষয় নিয়ে লিখেছেন : কবি নিজামী

রাণীশংকৈলে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

গাজীপুরে আবাসিক এলাকায় গরুর খামার বর্জ্যের স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

রাণীশংকৈলে পূজা উদযাপন বিষয়ে পুলিশের মতবিনিময় সভা

যানজট নিরসনে চাটখিল পৌর প্রশাসকের পরিকল্পিত উদ্যোগ

মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার
