কর্মীদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন আ.লীগ নেতা তারেক শামস্ খান হিমু
                                    কনকনে শীতকে উপেক্ষা করে নাগরপুরের সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন দক্ষিণ টাঙ্গাইলের গর্ব, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, সদ্য বিদায়ী বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির অন্যতম সদস্য, ৯০'র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের রাজপথে কাঁপানো সাবেক তুখোর ছাত্র ও যুবনেতা, মস্কো ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আ.লীগ টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলা শাখার সদস্য, জননন্দিত কর্মীবান্ধব নেতা তারেক শামস্ খান হিমু।
বুধবার সন্ধ্যা সাতটা থেকে এলাসিন শামসুল হক সেতুর টোল প্লাজায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ সময় তিনি ওখানে উপস্থিত সকল সাধারণ মানুষের সাথে তাদের বিভিন্ন কুশলাদি নিয়ে আলোচনা করেন।
এরপর নলসন্ধ্যা কালিবাড়ি প্রাঙ্গনে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এরপর নাগরপুরস্হ ভারড়া শাখাইল কবরস্থান নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে উক্ত মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এক বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তারেক শামস খান হিমু বলেন- "নাগরপুর আমার, আমি নাগরপুরের" আমি নাগরপুরের সন্তান, আপনাদের সন্তান। আপনাদের মাঝে আমাকে আসতেই হবে। এখান থেকে দূরে চলে যাওয়ার কোন সুযোগ নাই। বারবারই আপনাদের মাঝে ফিরে আসব। আমাদের উন্নয়ন চলমান। এরপরও এই এলাকার বিভিন্ন রাস্তাঘাটে দুরবস্থা। শেখ হাসিনার প্রতি, আমাদের প্রতি আস্থা রাখুন। তিনি যে কথা দেন সেই কথা তিনি রাখেন। আমরা ধলেশ্বরী সেতু চেয়েছিলাম, আমরা পেয়েছি। আমরা কেদারপুরের সেতু চেয়েছি, তা পেয়েছি।
তিনি আরো বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আ.লীগ পুনরায় সরকার গঠন করতে পারে, আপনাদেরকে আমি কথা দিয়ে গেলাম এই এলাকার যতগুলো রাস্তায় সমস্যা আছে সকল সমস্যা সমাধান করা হবে। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর নাগরপুর দিয়ে যেতে চাই। অতীতে যেরকম পাশে ছিলাম, এখনো যে রকম আছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ এভাবেই আপনাদের সাথে থাকবো।
মাহফিল শেষ করে ডাঙ্গা একটি সামাজিক অনুষ্ঠান বাউল গানে অংশগ্রহণ করে সেখানকার উপস্থিত সকল সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
উপস্থিত সকল সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে বরণ করে নেন।
সুজন / সুজন
                মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ
                নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু
                শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি
                মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব
                বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা
                গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
                কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা
                চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী
                শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম
                প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন
                মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন
                মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু