এঁওচিয়ায় পাহাড়ের মাটি কেটে বনের কাঠ পুঁড়িয়ে ইটভাটা

চট্টগ্রামের সাতকানিয়ার এঁওচিয়ার পাহাড়ের মাটি কেটে সরকারি বনের কাঠ পুড়িয়ে ইট তৈরি হচ্ছে। এসব ইটভাটায় প্রকাশ্যে পাহাড় কেটে বনের কাঠ পোড়ানো হলেও এর বিরুদ্ধে স্থানীয় প্রশাসন, বন বিভাগ বা পরিবেশ অধিদপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সরেজমিন দেখা যায়, সাতকানিয়ায় এঁওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা ও হালুয়াঘোনা এলাকায় নুরুল আলম কোম্পানির ওয়ান ষ্টার ও ছনখোলায় স্থানীয় দফাদার আলতাফ মিয়ার ছেলে নজরুল ইসলাম মানিকের মালিকানাধীন কেবিএম ব্রিকফিল্ড।স্থাপিত এই ইটভাটার কোনো সরকারি অনুমোদন নেই। অবৈধ এই ইটভাটায় ব্যবহার করা হচ্ছে পরিবেশের জন্যে মারাত্মক ক্ষতিকর ড্রাম চিমনি। পোড়ানো হচ্ছে সরকারি বনের মূল্যবান কাঠ। এছাড়া ইট তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে পাহাড় কেটে নিয়ে আসা মাটি।
গত কয়েক বছর ধরে ড্রাম চিমনির নির্গত কালো ধোঁয়ায় পাশের জনবসতি, স্কুল ও স্থানীয়রা অবস্থানকারীরা সীমাহীন দুর্ভোগ পোহালেও ইটভাটার মালিকদের ভয়ে প্রতিবাদ করতে কেউ সাহস পাচ্ছে না।স্থানীয়রা জানান, পরিবেশ অধিদপ্তর লোকদেখানো কয়েকবার অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুঁড়িয়ে দিলেও মাসোহারা দিয়ে তারা আবার কার্যক্রম শুরু করে।
পাশাপাশি সেপ্টেম্বর মাসের ৫তারিখে পরিবেশও জেলা প্রশাসন কর্তৃক গুঁড়িয়ে দেয়া এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক দফাদার আলতাফ মিয়ার ছেলে নজরুল ইসলাম মানিকের অবৈধ কেবিএম ব্রিকফিল্ড নামক ইটভাটা দুটি আবারো মাথাচাড়া দিয়ে ওঠে আইনের শাসনকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বলে মনে করছে সচেতন মহল।পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন কর্তৃক গুঁড়িয়ে দেয়ার পরেও কেন আবারও সেই ইটভাটা পুনরায় চালু করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম মানিকের ছোট ভাই মমতাজ বলেন— মহামান্য হাইকোর্ট থেকে আগামি ৬মাসের অনুমোদন নিয়ে এসব করা হচ্ছে। পরে হাইকোর্টের কাগজপত্র দেখাতে পারবেন কিনা বললে কথা থেকে সরে গিয়ে বলেন, আসলে আমার মানিক ভাই চালু করার জন্য সচিবালয়ে একটা চিঠি দিয়েছেন সেই চিঠির প্রেক্ষিতে আমরা গুঁড়িয়ে দেয়া ইটভাটা পুনরায় চালু করেছি।
পরক্ষণে প্রতিবেদক সেই চিঠিটা দেখতে চাইলে তিনি হোয়াটসএ্যাপে পাঠাচ্ছেন বলে বক্তব্য শেষ করেন। পরে ডকুমেন্টসের জন্য হোয়াটসএ্যাপে ম্যাসেজ করা হলে একটু পর তিনি এই প্রতিবেদককে হোয়াটসএ্যাপে ব্লক করেন।
ইটভাটা আইন অনুযায়ী কোন শিক্ষাপ্রতিষ্ঠান এবং পাহাড়ের পাদদেশে ইটভাটা স্থাপন করা না গেলেও মানিকের গুড়িয়ে দেয়া ইটভাটার গাঁ ঘেষে রয়েছে মাদ্রাসা পাশে রয়েছে ৫শতাধিক মানুষের বসতবাড়ি।জনশ্রুতি রয়েছে মানিকের ভাটার কারণে অনেক শিশু বিকলাঙ্গ হিসেবেও জন্মগ্রহণ করছেন।
এসব বিবেচনয় মূলত পরিবেশ অধিদফতর গেল সেপ্টেম্বর মাসে এটা গুঁড়িয়ে দিয়েছিলো। কিন্তু প্রভাবশালী ও স্থানীয় দফাদার পুত্র মানিক অদৃশ্য শক্তির ইশারায় তা আবারো চালু করে পরিবেশের বারোটা বাঁজিয়ে যাচ্ছে।এ প্রসঙ্গে উপজেলা ভূমি সহকারি কর্মকর্তা মো:আরাফাত বলেন খুব শীঘ্রই পাহাড় কাটার বিষয়ে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন-তালিকা চূড়ান্ত পর্যায়ে অবৈধ ভাটাগুলি গুড়িঁয়ে দেয়া হবে।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা চালু করার জন্য কৃষি ছাড়পত্র নজরুল ইসলাম মানিক এর মালিকানাধীন (কেবিএম) পেল কিনা জানতে চাইলে সাতকানিয়া উপজেলা কৃষিকর্মকর্তা প্রতাপ চন্দ্র বলেন-আমি ২বছর আগে একবার দিছিলাম এর ভেতর আর কোন ছাড়পত্রের জন্য বা নবায়নের জন্য নজরুল ইসলাম মানিক আবেদন করেনি।
এই বিষয়ে আপনি উপজেলা নির্বাহি কর্মকর্তার সাথে আলাপ করেন।
এমএসএম / এমএসএম

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত
Link Copied