১১ জানুয়ারি খুলনায় বিভাগীয় গণ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি
আগামী ১১ জানুয়ারি খুলনা ডাকবাংলো সোনালী ব্যাংক চত্ত্বরে বিভাগীয় গণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিএনপি। আজ শনিবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় বিএনপি কার্যালয়ে খুলনা বিভাগীয় গণ অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেন, আগামীতে এক দফা আন্দোলনের জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আওয়ামী সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনে সারাদেশের মানুষ আজ অতিষ্ঠ। দেশের জনগণ এ জুলুমবাজ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। সারাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ইনশাআল্লাহ নআন্দোলনের মাধ্যমেই আওয়ামী দুঃশাসনের বিদায় হবে।
তিনি আরও বলেন, যে কোন অবস্থাতেই আগামী ১১ জানুয়ারির গণ অবস্থান কর্মসূচি সফল করতে হবে। এ জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে প্রস্তুত থাকতে হবে। সারাদেশের মানুষের কল্যানের জন্য বিএনপি রাষ্ট্র মেরামতের জন্য ২৭ দফা আর আন্দোলনের জন্য ১০দফা কর্মসূচি দিয়েছে, দলের নেতাকর্মীদের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
এই সরকারের আমলে গণতান্ত্রিক ও মানবাধিকারসহ জনগণের সকল ধরণের অধিকার হরণ করা হয়েছে। শুধু দুর্নীতি ও লুটপাট নয়, এ সরকারের আমলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও হুমকির মুখে। তারা এখন দেশ বিক্রি করে খাচ্ছে।
তারা পুনরায় ক্ষমতায় আসলে দেশের স্বার্থ বিক্রী করে দিয়ে সার্বভৌমত্ব বিনষ্ট করবে।
সভা থেকে গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি সফল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সহায়তা করার আহবান জানানো হয়। সভা থেকে গণ অবস্থান কর্মসূচি সফল করতে ১১টি উপ কমিটি গঠন করা হয়। ৭, ৮ এবং ৯ জানুয়ারির মধ্যে সকল থানা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা করার নির্দেশ প্রদান করা হয়।
সভা থেকে গায়েবী মামলা কারাবন্দি যুবনেতা ইয়াকুব পাটোয়ারীর নবজাতক সন্তানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভা থেকে সাদা পোষাকে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হয়রানি করা থেকে বিরত থাকার আহবান জানানো হয়।
প্রীতি / প্রীতি
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫