ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

কাপাসিয়ায় অবৈধ ইটভাটায় বিপন্ন পরিবেশ হুমকিতে ফসলি জমি


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ৯-১-২০২৩ দুপুর ৪:১২

কাপাসিয়ায় আইনের তোয়াক্কা না করে ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে ইটভাটা। এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবেশ।একইসঙ্গে উজাড় হচ্ছে বন ও ফসলি জমি। বছরের পর বছর এভাবে চললেও মাথা ব্যথ্যা নেই প্রশাসনের।আশপাশের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছে। উপজেলার বিভিন্ন ইটভাটায় পুড়ছে হাজার হাজার মণ কাঠ। ফলে উজাড় হচ্ছে বিপুল পরিমাণ ফলজ, ঔষধিসহ নানা প্রজাতির গাছ। লোকালয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি  ভাটায় ইট পোড়ানো হচ্ছে পুরোদমে।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ তে বলা আছে, 'আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার ও ফসলি জমির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। ' কিন্তু কাগজের নিয়মনীতির সঙ্গে বাস্তবের চিত্রের মিল পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে আড়াল এলাকার কয়েক জন কৃষক বলেন, এই সকল  অবৈধ ইটভাটার কারণে এ এলাকার ফসলি জমি ব্যাপক হুমকির মুখে পড়েছে আশপাশের বসতবাড়ির গাছপালা মরে যাচ্ছে। এলাকায় শিশু থেকে বৃদ্ধ প্রায় মানুষের মধ্যে শ্বাসকষ্ট রোগ দেখা দিয়েছে। কিন্তু ভাটার মালিকরা খুব প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারছেন না।

তাছাড়া এর আগেও কয়েকবার ভাটা মালিককে নামমাত্র জরিমানা করেই দায় সেরেছেন প্রশাসন। অবৈধ ইটভাটা গিলে খাচ্ছে কৃষি জমির টপ সয়েল ও খালের তীরের এবং টেক টিলার লাল মাটি  দিনরাত প্রায় ২০ থেকে ২৫ টি ড্রাম ট্রাকে করে এ মাটি পরিবহণ করে জনগণের চলাচলের রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। ভূমিদস্যুদের হাত থেকে রাস্তা, কৃষি জমির টপ সয়েল ও খালের তীরের মাটি রক্ষার দাবিতে কিছু দিন আগে উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান।

আবেদন সূত্রে জানা যায়, উপজেলার কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া কবিরের বাজার বেইলি ব্রিজ থেকে উত্তর দিকে মাটিকাটাগামী ইটের সলিং রাস্তাটি গত এক সপ্তাহে অধিক বোঝাইকৃত মাটিবাহী ড্রাম ট্রাকের বেপরোয়া যাতায়াতে জনগণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া দুটি মাধ্যমিক বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ও কয়েকটি গ্রামের জনগণ দিনের বেলা ড্রাম ট্রাকের বেপরোয়া গতির কারণে তাদের জীবনের ঝুঁকি নিয়ে এ পথ দিয়ে চলাচল করছেন। এদের বিকট শব্দের কারণে রাতের বেলা বাড়িতে স্বস্তিতে ঘুমাতে পারছেন না স্থানীয় সাধারণ মানুষ। তাছাড়া স্থানীয় প্রভাবশালী মহলের চাপে পড়ে অনেকেই তাদের কৃষি জমির টপ সয়েল বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। গত বছর খনন করা স্থানীয় একটি খালের তীরের মাটি জোর করে কেটে নিয়ে যাচ্ছে ওই প্রভাবশালী মহল। সাধারণ জনগণ মাটি কাটতে ও রাস্তা নষ্ট করতে বাধা দিলে রাতেরবেলা বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রভাবশালী মহলটি। তাই নিরুপায় হয়ে তারা উপজেলা প্রশাসনের কাছে এ বিষয়ে প্রতিকার চেয়ে একটি লিখিত আবেদন করেছেন।

স্থানীয় শিক্ষক হরিদাস সূত্র ধর জানান, সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজার এলাকার তিনটি ইটভাটায় মাটি সরবরাহ করতে একটি প্রভাবশালী মহল তাদের এলাকার কৃষি জমির টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছে এবং সরকারি খাল ও রাস্তা নষ্ট করে দিচ্ছে। উপজেলায় আবেদন করার কারণে ভূমিদস্যুরা তাদের প্রকাশ্যে গালিগালাজ করছে এবং প্রাণনাশের হুমকিধামকি দিচ্ছে।

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান জানান, বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার তদন্তের ভিত্তিতে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে কড়িহাতা ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মোড়ল জানান, অবৈধভাবে এসব মাটি কাটার কারণে কৃষি জমি নষ্ট হচ্ছে, রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাস্তায় চলাচলে ও রাতে ঘুমাতে না পেরে এলাকাবাসী ভীষণ কষ্ট পাচ্ছেন। এলাকার লোকজনকে নিয়ে তিনি গত কয়েকদিনে বার বার মাটি কাটতে নিষেধ করেছেন। কিন্তু প্রভাবশালী ওই মহল তাদের কথায় কর্ণপাত করছে না। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তিনি উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলেছেন।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী (রহঃ) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অখণ্ড বিজয়নগর রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিককে হুমকি

ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ: বাগান থেকে মটর সাইকেল উদ্ধার

সাংবাদিক জগতের নক্ষত্র ছিলেন প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনঃ সিআরএ

কাপ্তাইয়ে ১৪ হাজার ৭শত ৪২ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

কসবায় বিদেশি মদসহ নারী আটক

লালমাইতে বিয়ে করতে এসে ১৫ লক্ষ টাকা জরিমানা দিলো বর

কুতুবদিয়ায় এনসিপি নেতা হেলালিসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা

লায়ন নুর ইসলামের নির্বাচনী এলাকা নড়াইল ২ এ ভি,পি নূরকে ফুলের শুভেচ্ছা

বোদায় যৌথবাহিনীর অভিযানে জরিমানা ও হাসপাতাল সিলগালা

শালিখায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান