বাগেরহাটের শরণখোলায় শহীদ মনিরুজ্জামান বাদলের ৩১তম শাহাদাৎ বার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন
শরণখোলা ,বাগেরহাট প্রতিনিধি।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ৩১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শরণখোলা উপজেলা ছাত্রলীগের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ৯ জানুয়ারী সকাল ১০ টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি শোক র্যালী রায়েন্দা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারস্থ মনিরুজ্জামান বাদলের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে শহিদ মিনার চত্বরে স্মরণসভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক আল ইমরান শেখ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-সাংস্কৃতিক সম্পাদক তানজিন আল আমিন ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান স্বপন।
শহীদ মনিরুজ্জামান বাদলের রাজনৈতিক ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ ,যুব লীগ ,কৃষক লীগ, শ্রমিকলীগ ও উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেত্রীবৃন্দ।
পরে শহীদ মনিরুজ্জামান বাদলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম