খুলনায় তরমুজ চাষের জন্য কৃষি অর্থনৈতিক জোন ঘোষণার দাবীতে কৃষকদের স্মারকলিপি

খুলনায় তরমুজ চাষের জন্য কৃষি অর্থনৈতিক জোন ঘোষণার দাবীসহ তরমুজ চাষ ও বাজারজাতকরণে সরকারি পৃষ্ঠপোষকতার দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন মৈত্রী কৃষক ফেডারেশন ও দাকোপ বটিয়াঘাটা অঞ্চলের কৃষকরা।
সোমবার জেলা প্রশাসকের স্মারকলিপিটি খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাদিকুর রহমান খান-এর হাতে তুলে দেবার সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক গৌরাঙ্গ নন্দী ও তরুণ সাংবাদিক শেখ আওয়াল। স্মারকলিপি প্রদানের সময় কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন লোকজ মৈত্রী কৃষক ফেডারেনের সভাপতি রবীন্দ্রনাথ ম-ল, সাধারণ সম্পাদক বিভাষ ম-ল, সহসাধারণ সম্পাদক ফজলুর রহমান লাভলু, প্রসেন রায়, বটিয়াঘাটা উপজেলা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম শেখ, দাকোপ-বাজুয়ার তরমুজ চাষি সিদ্ধার্থ চৌকিদার, লোকজ-এর সমন্বয়কারী পলাশ দাশ, আকবর হোসেন ও মিলন কান্তি ম-ল প্রমুখ।
এ সময় বক্তরা তরমুজ চাষ, পরিবহন ও বিপননের ক্ষেত্রে যে সকল সমস্যা রয়েছে তা তুলে ধরে খুলনার দাকোপ ও বটিয়াঘাটা উপজেলাকে তরমুজ চাষের জন্য কৃষি অর্থনৈতিক জোন ঘোষণা করা, কীটনাশক কম লাগে এমন উচ্চফলনশীল ইনব্রিড বীজ উদ্ভাবন করে বাজারে বীজের সহজলভ্যতা নিশ্চিত করা, নদী-খাল লিজ, অবুমক্ত ও খনন করে চাষের জন্য সেচের ব্যবস্থা করা, প্রকৃত তজমুজ চাষীদের তালিকা করে প্রশিক্ষণ প্রদান, অভিজ্ঞ কৃষক ও কৃষিবিদদের নিয়ে কর্মশালা আয়োজনের মাধ্যমে তরমুজ চাষের গাইড লাইন তৈরি, প্রকৃত চাষীদের বিনাসুদে ঋণ দেওয়ার ব্যবস্থা, সকল ধরণের বীজের ন্যায্য দাম নির্ধারণ করতে হবে এবং ন্যায্যমূল্যে যাতে কীটনাশক বিক্রি হয় তার ব্যবস্থা, উপজেলা ভিত্তিক সঠিকভাবে চাহিদা নিরুপন করে ডিলারদের কাছে পর্যাপ্ত সার সরবরাহ এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কী না তা কঠোরভাবে তদারকি করা, তরমুজ চাষের আগে সরকারী উদ্যোগে মাঠে এসে মাটি পরীক্ষা ও সার সুপারিশ করার ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় তরমুজ বিক্রির জন্য আড়ত স্থাপন এবং সরকারি ব্যবস্থাপনায় ঘাট ও ট্রাক ভাড়া নির্ধারণ ও তা কার্যকর হচ্ছে কী না তা তদারকি করা, তরমুজ পরিবহন ও বিপনন ব্যবস্থাকে মধ্যসত্ত্বভোগীদের হাত থেকে রক্ষা করা এবং সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও কৃষক প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং টিম-কমিটি তৈরি করে উপরোক্ত বিষয়াবলী কঠোরভাবে পর্যবেক্ষণ করার দাবী তুলে ধরেন।
এছাড়া তরমুজের সঠিক দাম পেলে এই অঞ্চলে গ্রামীণ অর্থনীতিতে নতুনকরে প্রায় ৫০০ কোটি টাকা যোগ হতে পারতো বলে বক্তরা মতামত প্রকাশ করেন।
সুজন / সুজন

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
