ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

৬৭৯ শিক্ষকের নাস্তা একাই গিলছে সাতকানিয়া উপজেলা মাধ্যমিক অফিসার


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৪-১-২০২৩ দুপুর ৪:০
সাতকানিয়ায় প্রায় এক হাজার শিক্ষকের নাস্তার বরাদ্ধ ও খাতা কলমের টাকা এমন কী দুপুরের খাবার যাচ্ছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরীফের পেটে। এমন অভিযোগ করেছেন সাতকানিয়া লোহাগাড়া উপজেলার ৬৭৯ জন শিক্ষক-শিক্ষিকা।
 
খোঁজ নিয়ে জানা গেছে, সাতকানিয়ার ৫৪৬ জন এবং লোহাগাড়া উপজেলার ১৩৩ জন শিক্ষক-শিক্ষিকাকে নতুন মাধ্যমিক কারিকুলাম শিক্ষা পাঠদানের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পেয়েছেন সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরীফের। সাতকানিয়ার মডেল হাইস্কুলে এ প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে।
 
এদিকে প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের জন্য সরকারি ভাবে নাস্তার বিল এসেছে দৈনিক ৮০টাকা এবং প্রশিক্ষণ চলবে মোট ৫দিন। এই ৫দিনের খাতা কলমের জন্য খরচ বাবদ ১০০টাকা, গাড়ী ভাড়া দৈনিক ২৫০টাকা, লান্স বাবদ দৈনিক ৩০০টাকা।
 
শনিবার (১৪ই জানুয়ারি) স্কুলে সরেজমিনে পরিদর্শন করতে গেলে শিক্ষকদের খাতা কলম বাবদ বাবদ দিতে দেখা যায় একটি ২৫টাকার প্লাষ্টিকের ফাইল একটা ৫টাকা দামের কলমও একটি ১০টাকার দামের খাতা সর্বমোট ১০০টাকা থেকে ব্যয় করা হয়েছে ৫দিনের জন্য ৪০টাকা, অপরদিকে দৈনিক নাস্তার বিল বাবদ দৈনিক ৮০টাকা থেকে ব্যায় করা হলো সকাল বেলার ১টি সাগরকলা ১টি ডিম,১টি সমুছা,১কাপ রং চা,২৫০গ্রামের একটি ৮টাকার পানির বোতল,আবার লান্সের পর একটি ৪টাকা দামের লেক্সাস বিস্কুট আরেকটি রং চা  সবমিলিয়ে  প্রকৃত পক্ষে নাস্তার বিল প্রতিজনের জন্য ব্যায় করা হচ্ছে  ৪০টাকা।
 
লান্স বাবদ আর টিএ ডিএ নগদ পেমেন্ট করা হবে বলে জানান সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিসার আজিম শরীফ।
এদিকে  আজিম শরীফ শিক্ষকদের নাস্তা থেকে দৈনিক ইনকাম করছেন  ২৭ হাজার ১৬০টাকা, আর শিক্ষকদের জন্য বরাদ্ধকৃত ১০০ টাকা থেকে কৌশলে দৈনিক ইনকাম করে যাচ্ছে ৪০ হাজার ৭৪০টাকা।
 
এদিকে প্রশিক্ষন নিতে আসা  নাম প্রকাশ না করার শর্তে অন্তত শতাধিক শিক্ষক শিক্ষিকা প্রতিবেদককে সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিসার আজিম শরীফের এই দূর্নীতির কথা তোলে ধরেন।
 
এদিকে এদিকে মীর্জাখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বড়ুয়া হলেন খাবার বিতরণ কমিটির আহ্বায়ক। তিনি খাবারের হিসাব দিতে গিয়ে পাইকারী ৪টাকা দামের লেক্সাস বিস্কুট  ১০টাকা দাম বলে হিসাব বাড়াতে থাকলেও মোট ৮০টাকা হচ্ছেনা, তখন আজিম শরীফসহ  তিনি বলেন আবার সাড়ে ১০ শতাংশ ভ্যাট দিতে হবে। এখানে দূর্নীতির কোন কিছু নেই, আমরা চন্দনাইশ উপজেলা থেকে ভালো আছি ওরা দিছে শুধু জিলাপি আমরা ডিমও দিলাম। খাতাকলমের বিষয়েও দূর্নীতি হয়েছে বল্লে তিনি বলেন ভ্যাট বাদ দিয়ে হিসাব করেন কোন টাকা অবশিষ্ট থাকবে না।
 
এদিকে খাবার কমিটির আহ্বায়ক সুমন বড়ুয়া তার খাবারের দামের বিষয়ে ব্যাপক গর্মিল বক্তব্য দিলে তিনি বলেন ডিম প্রায় ১৮টাকা পড়েছে একটা বাজার থেকে অফিস পর্যন্ত আসতে। তবে তিনি বলেন আমি মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরীফের নির্দেশেই কাজ করে যাচ্ছি আপনি কোথাও আমার নাম দিয়েন না।
 
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার ফরিদুল আলম বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

এমএসএম / এমএসএম

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা