ঢাকা রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

রাবিতে নিজ বিভাগের ‘শ্রেষ্ঠত্ব’ নিয়ে তর্ক-বিতর্কের জেরে মারামারি, আহত ১


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ১৬-১-২০২৩ বিকাল ৫:৯
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভাগের ‘শ্রেষ্ঠত্ব’ নিয়ে তর্ক-বিতর্কের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মারামারির ঘটনা ঘটেছে। মার্কেটিং ও ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে ফাইন্যান্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল ফারাবি আহত হয়েছেন। সোমবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে অভিযোগ দিয়েছেন আহত ওই শিক্ষার্থী।
 
ফারাবি লিখিত অভিযোগপত্রে বলেন, গতকাল সন্ধ্যা ৬টায় টুকিটাকি চত্বরে চা খাচ্ছিলাম। এসময় সেখানে উপস্থিত ছিলেন ২০২১-২২ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের জয়, ফরহাদ ও রাফি। সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম। আড্ডার একপর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। এসময় তারা নিজেদের রাজশাহীর ‘লোকাল’ দাবি করে আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। আমি ভীত হয়ে বিভাগের বড় ভাই কাইয়ুমকে কল দিই। তারা ঘটনাস্থলে এসে আমার ও তাদের মধ্যে মীমাংসা করে দেন।
ভুক্তভোগী জানান, ওইদিন মেসে চলে আসার পর রাত সাড়ে ৮টার দিকে গ্রাফিক্স ডিজাইন বিভাগের (চারুকলা অনুষদের) অন্তর কল দেয় তাকে। সে ভুল বোঝাবুঝির বিষয়টা মেটাতে ও চা খেতে মন্ডলের মোড়ে আসতে বলেন। তিনি আমজাদের মোড়ের মেস থেকে নেমে মন্ডলের মোড়ে যান। এসময় সেখানে আগে থেকেই জয়, ফরহাদ, রাফিসহ কয়েকজন বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলো। অন্তরসহ কিছু লোকাল ‘টোকাই’ পোলাপান বিষয়টিকে কেন্দ্র করে ফারাবিকে এলোপাতাড়ি কিল, ঘুষি এবং বাঁশের লাঠি দিয়ে পেটান। পরে পাশে থাকা কয়েকজন তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান।
 
নাম প্রকাশে অনিচ্ছুক ফাইন্যান্স বিভাগের এক শিক্ষার্থী বলেন, ফেসবুক গ্রুপে বিভাগের শ্রেষ্ঠত্ব নিয়ে তর্কাতর্কিতে জড়ায় দুই বিভাগের শিক্ষার্থীরা। পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য টুকিটাকি চত্বরে তারা বসেন। কিন্তু সেখানেও তারা তর্কে জড়ায়। পরে এই ঘটনা মারামারিতে গড়ায়।
 
এ বিষয়ে ‘কোন ধরনের মন্তব্য করতে বাধ্য নন’ বলে জানান অভিযুক্ত শিক্ষার্থী জয়।অভিযুক্ত অন্তর বলেন, আমি টুকিটাকিতে চা খাচ্ছিলাম। ওইসময় মার্কেটিং ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তখন ফারাবি মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের দিকে ডিম ছুড়ে মারতে গিয়ে আমার গায়ে মারে। এতে আমি রেগে গিয়ে তাকে আঘাত করি, সেও পাল্টা আঘাত করে।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, অভিযোগ পেয়ে যাচাই বাছাই চলছে। দুইপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবো।

এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি