পোশাক কারখানায় শ্রমিকদের কোভিড-১৯ টিকা প্রদান শুরু
ক্রমবর্ধমান হারে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সকল নাগরিককে টিকা প্রদানের অংশ হিসেবে পোশাক কারখানার শ্রমিকদের টিকা প্রদান শুরু হয়েছে। নিবন্ধন ছাড়াই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেখে ১২ হাজার পোশাক শ্রমিককে দেয়া হচ্ছে এ ভ্যাকসিন। রোববার (ে১৮ জুলাই) সকালে কোনাবাড়ী এলাকার তুসুকা ডেনিম লিমিটেড কারখানায় গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খাইরুজ্জামান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, প্রথম পর্যায়ে স্থানীয় চারটি পোশাক কারখানার শ্রমিকদের সরাসরি কারখানায় এই টিকা প্রদানের কাজ শুরু করা হয়েছে। রোববার সকালে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর তুসুকা ডেনিম অ্যান্ড ওয়াশিং লিমিটেড, তুসুকা ট্রাউজার লিমিটেড, গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্প্যারো এপারেলস লিমিটেড ও ভোগড়া এলাকার রোজ ভ্যালি এপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের এ ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে ।
তালিকানুয়ায়ী তুসুকা ডেনিম অ্যান্ড ওয়াশিং ও তুসুকা ট্রাউজার কারখানায় ৬ হাজার ২০০, স্প্যারো এপারেলস ৪ হাজার এবং রোজ ভ্যালি এপারেলস কারখানার ২ হাজার ৭০০ শ্রমিককে ভ্যাসসিন প্রদান করা হচ্ছে বলেও জানান সিভিল সার্জন।
গাজীপুর জেলা প্রশাসক ও জেলা কোভিড-১৯ নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এসএম তরিকুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সম্মতি নিয়ে রোববার থেকে গাজীপুরে এ ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু করা হচ্ছে। ঈদের আগে ১৯ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে। পরে পোশাক কারখানা ছাড়াও অন্যন্য কারখানার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের এ টিকার আওতায় আনা হবে বলে তিনি জানান।
গাজীপুর সিটি করপোশেনের মেয়র মো. জাহাঙ্গীর আলম জানান, সম্মুখসারির লোকজন বলেই রেজিস্ট্রেশন ছাড়াই টিকা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে গাজীপুর সিটির সকল নাগরিককেই টিকার আওতায় আনা হবে।
বিজিএমইএর সভাপতি ফারুক হাসান জানান, দেশের অর্থনীতিতে শ্রমিকরা বিশেষ ভূমিকা পালন করছে। তাদের ভ্যাকসিনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা
Link Copied