পোশাক কারখানায় শ্রমিকদের কোভিড-১৯ টিকা প্রদান শুরু
ক্রমবর্ধমান হারে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সকল নাগরিককে টিকা প্রদানের অংশ হিসেবে পোশাক কারখানার শ্রমিকদের টিকা প্রদান শুরু হয়েছে। নিবন্ধন ছাড়াই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেখে ১২ হাজার পোশাক শ্রমিককে দেয়া হচ্ছে এ ভ্যাকসিন। রোববার (ে১৮ জুলাই) সকালে কোনাবাড়ী এলাকার তুসুকা ডেনিম লিমিটেড কারখানায় গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খাইরুজ্জামান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, প্রথম পর্যায়ে স্থানীয় চারটি পোশাক কারখানার শ্রমিকদের সরাসরি কারখানায় এই টিকা প্রদানের কাজ শুরু করা হয়েছে। রোববার সকালে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর তুসুকা ডেনিম অ্যান্ড ওয়াশিং লিমিটেড, তুসুকা ট্রাউজার লিমিটেড, গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্প্যারো এপারেলস লিমিটেড ও ভোগড়া এলাকার রোজ ভ্যালি এপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের এ ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে ।
তালিকানুয়ায়ী তুসুকা ডেনিম অ্যান্ড ওয়াশিং ও তুসুকা ট্রাউজার কারখানায় ৬ হাজার ২০০, স্প্যারো এপারেলস ৪ হাজার এবং রোজ ভ্যালি এপারেলস কারখানার ২ হাজার ৭০০ শ্রমিককে ভ্যাসসিন প্রদান করা হচ্ছে বলেও জানান সিভিল সার্জন।
গাজীপুর জেলা প্রশাসক ও জেলা কোভিড-১৯ নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এসএম তরিকুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সম্মতি নিয়ে রোববার থেকে গাজীপুরে এ ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু করা হচ্ছে। ঈদের আগে ১৯ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে। পরে পোশাক কারখানা ছাড়াও অন্যন্য কারখানার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের এ টিকার আওতায় আনা হবে বলে তিনি জানান।
গাজীপুর সিটি করপোশেনের মেয়র মো. জাহাঙ্গীর আলম জানান, সম্মুখসারির লোকজন বলেই রেজিস্ট্রেশন ছাড়াই টিকা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে গাজীপুর সিটির সকল নাগরিককেই টিকার আওতায় আনা হবে।
বিজিএমইএর সভাপতি ফারুক হাসান জানান, দেশের অর্থনীতিতে শ্রমিকরা বিশেষ ভূমিকা পালন করছে। তাদের ভ্যাকসিনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এমএসএম / জামান
ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুন : অস্ত্র হাতে ঘাতক থানায় আত্মসমর্পণ
লাকসামে হিরু-হুমায়ুন গুম এর ১২ বছর উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ির অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী উপহার দিলো সেনা রিজিয়ন
বেনাপোল ইমিগ্রেশনে চোরাচালান পণ্যসহ ৩ আনসার আটক
শেরপুরে মাছ চাষের পুকুরে ফাঁদ পেতে পাখি হত্যার অভিযোগে আটক ২: মুচলেকায় ছাড়া
ত্রিশালে মৃত্যুর আট বছর পর কবর থেকে নারীর মরদেহ উত্তোলন
এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠাতা দুর্জয়ের পিতার অষ্টম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা
কুতুবদিয়া সমুদ্র সৈকত থেকে উখিয়ার যুবক হোসেন শরীফের মরদেহ উদ্ধার
ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপের উদ্যোগে ৮ শতাধিক পরীক্ষার্থী দিলো বৃত্তি পরীক্ষা
কাউনিয়ায় ২০০ পরিবারকে টিউবওয়েল ও নগদ অর্থ দিল ছওয়াব বাংলাদেশ
মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত ১০; বাড়িঘর ভাঙচুর
আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর ধানের শীষের গণসংযোগ
Link Copied