ঢাকা বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

পোশাক কারখানায় শ্রমিকদের কোভিড-১৯ টিকা প্রদান শুরু


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৮-৭-২০২১ দুপুর ২:২৮
ক্রমবর্ধমান হারে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সকল নাগরিককে টিকা প্রদানের অংশ হিসেবে পোশাক কারখানার শ্রমিকদের টিকা প্রদান শুরু হয়েছে। নিবন্ধন ছাড়াই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেখে ১২ হাজার পোশাক শ্রমিককে দেয়া হচ্ছে এ ভ্যাকসিন। রোববার (ে১৮ জুলাই) সকালে কোনাবাড়ী এলাকার তুসুকা ডেনিম লিমিটেড কারখানায় গাজীপুর সি‌টি মেয়র  জাহাঙ্গীর আলম এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় গাজীপু‌রের জেলা প্রশাসক এসএম ত‌রিকুল ইসলাম, সি‌ভিল সার্জন ডা. মোহাম্মদ খাইরুজ্জামান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপ‌স্থিত ছিলেন। 
 
সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, প্রথম পর্যায়ে স্থানীয় চারটি পোশাক কারখানার শ্রমিকদের সরাসরি কারখানায় এই টিকা প্রদানের কাজ শুরু করা হয়েছে। রোববার সকালে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর তুসুকা ডেনিম অ্যান্ড ওয়াশিং লিমিটেড, তুসুকা ট্রাউজার লিমিটেড, গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্প্যারো এপারেলস লিমিটেড ও ভোগড়া এলাকার রোজ ভ্যালি এপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের এ ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে ।
 
তালিকানুয়ায়ী তুসুকা ডেনিম অ্যান্ড ওয়াশিং ও তুসুকা ট্রাউজার কারখানায় ৬ হাজার ২০০, স্প্যারো এপারেলস ৪ হাজার এবং রোজ ভ্যালি এপারেলস কারখানার ২ হাজার ৭০০ শ্রমিককে ভ্যাসসিন প্রদান করা হচ্ছে বলেও জানান সিভিল সার্জন।
 
গাজীপুর জেলা প্রশাসক ও জেলা কোভিড-১৯ নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এসএম তরিকুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সম্মতি নিয়ে রোববার থেকে গাজীপুরে এ ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু করা হচ্ছে। ঈদের আগে ১৯ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে। পরে পোশাক কারখানা ছাড়াও অন্যন্য কারখানার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের এ টিকার আওতায় আনা হবে বলে তিনি জানান।
 
গাজীপুর সিটি করপোশেনের মেয়র মো. জাহাঙ্গীর আলম জানান, সম্মুখসারির লোকজন বলেই রেজিস্ট্রেশন ছাড়াই টিকা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে গাজীপুর সিটির সকল নাগরিককেই টিকার আওতায় আনা হবে।
 
বিজিএমইএর সভাপতি ফারুক হাসান জানান, দেশের অর্থনীতিতে শ্রমিকরা বিশেষ ভূমিকা পালন করছে। তাদের ভ্যাকসিনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এমএসএম / জামান

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ