খুলনার খুচরা বাজারে সবজির দাম বেড়েছে
খুলনার বাজারে শীতকালীন সবজির দাম বেড়েছে। সাতদিনের ব্যবধানে প্রায় সব ধরনের সবজিতে ৫-১০ টাকা দাম বেড়েছ। খুলনা মহানগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজার, গল্লামারী বাজার, নতুন বাজার, রূপসা বাজার, মিস্ত্রিপাড়া বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজারে সবজি বিক্রেতা খোকন মিয়া জানান, শীতের শেষ সময়ে হঠাৎ সবজির দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে অন্যান্য সবজির দামও। গত সপ্তাহেও ফুলকপি, বাঁধাকপি, মুলা ও শিম বিক্রি হয়েছে ২০ টাকা কেজি দরে। বেগুন ৩০ টাকা, বরবটি ৩০ টাকা, কাঁচামরিচ ৬০-৮০ টাকা, লাল শাকের আঁটি ১০ টাকা, লাউ শাক ২০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু পাইকারী বাজার থেকে বেশী দামে সবজি কিনতে হচ্ছে বলে খুচরা বাজারে দাম বেড়েছে।
এ বাজারে সবজি কিনতে আসা শফিক বলেন, এক দিনের ব্যবধানে সব সবজির দাম বেশি চাইছেন বিক্রেতা। কিন্তু বাজারে সবজির কোনো ঘাটতি দেখছি না। কিন্তু দাম বেড়েছে কেনো তা বলছেন না কেউ।
নতুন বাজারের সবজি বিক্রেতা হাবিব জানান, বাজারে আলু এসেছে অনেক। তাই দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। ১ কেজি আলু মিলছে ২৫/৩০ টাকায়। এছাড়া পেঁয়াজ ৩০- ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। দেশি মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, পান বরজের মরিচ বিক্রি হচ্ছে ১৪০ টাকা আর এলসির মরিচ ১০০ টাকায়।
নতুন বাজারের মুরগির বিক্রেতা রমজান হোসেন জানান, লেয়ার মুরগি ২২০ টাকা, কক ২২০ টাকা, ব্রয়লার ১৪৫ টাকা, সোনালী ২২০ টাকায় বিক্রি হচ্ছে।ময়লাপোতা সন্ধ্যা বাজারের মুদি দোকানি খান হাসানুর রহমান বলেন, বর্তমানে পাঁচ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। যা সরকার নির্ধারিত দামের চেয়ে কম। তিন লিটার বিক্রি হচ্ছে ৫৪০ টাকায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক শিকদার শাহিনুল আলম বলেন, নিয়মিত অভিযানের ফলে এখন বাজারে সহজে কেউ দাম বাড়াতে পারছে না। যেখানে বা যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে সেখানেই অভিযান চলছে। তবে সবজির বিষয়টি সহজে অভিযানের আওতায় আনা সম্ভব হয় না।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫