ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জাহাঙ্গীর নগরের সেই স্মৃতি


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ২২-১-২০২৩ দুপুর ২:৪৫
রঙিন বেলুন, ব্যানার, লোগো আর সাজসজ্জায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেজেছিল উৎসবের রঙে। সারাদিন এর প্রাঙ্গনে ছিল বন্ধুদের উচ্ছ্বাস আর উল্লাস। হই-হুল্লোড়, কেক কাটা, বৃক্ষরোপন, ক্রীড়া প্রতিযোগিতা, ফানুস উড়ানো, আলোচনা সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠান এসব উৎসবের মাধ্যমে গত শুক্রবার (২০ জানুয়ারি ২০২৩) জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফ্রেন্ডস’ ইনিসিয়েটিভ (জুফি) ২৫ ব্যাচের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন হলো। এবারের উৎসবের মূল শ্লোগান ছিলো “বন্ধুত্বে পঁচিশ-হৃদয়ে রাখিস”। 
 
শুক্রবার সকালে কেন্দ্রিয় ক্যাফেটরিয়ার সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালির মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নূরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করেন।
 
বিকেলে জাবির মুক্তমঞ্চে দ্বিতীয় পর্বের আলোচনা সভা অনুষ্ঠিত হয় ব্যাচের বন্ধুদের স্মৃতিচারণের মাধ্যমে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফ্রেন্ডস’ ইনিসিয়েটিভ (জুফি) এর বর্তমান সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জুফির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ সানি সহ সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সাদিক হাসান মনন এবং আনোয়ারুল হক রাজু উপস্থিত ছিলেন। 
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্ধুত্ব শুধু একটি শব্দ নয়, শুধু একটি সম্পর্ক নয়, এটা একটা নিরব প্রতিশ্রুতি। আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকবো জীবনের শেষ দিন পর্যন্ত। 
 
দিনব্যাপী অনুষ্ঠিত রজত জয়ন্তী উৎসবের শেষ পর্বে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে ২৫ ব্যাচের নিজস্ব পরিবেশনার পাশাপাশি দেশের জনপ্রিয় শিল্পী ফকির সাহেব, লিজা এবং পিন্টু ঘোষ সংগীত পরিবেশনা করেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্ল্যাক ওয়ার চলচিত্রের নায়ক আরিফিন শুভ, সুমিত এবং নায়িকা সাদিয়া নাবিলা। এর আগে জুফির ২৫ বছর পূর্তি উপলক্ষে ব্যাচের বন্ধু ও জনপ্রিয় চিত্র পরিচালক দিপঙ্কর দীপনের পরিচালনায় নির্মিত প্রামাণ্যচিত্র “রজতে ২৫” প্রদর্শন করা হয়। দিনব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠানে ২৫ ব্যাচের বন্ধুদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। 

এমএসএম / এমএসএম

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

জ্ঞানার্জন করো কিন্তু জ্ঞানপাপী হইও না: বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম