মৃত্যুর এক বছর পর এখলাছ পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি
দেশের জন্য যুদ্ধ করে স্বাধীনতার জন্য জীবন বাজী রেখেও বীর মুক্তিযোদ্ধা এখলাছ স্বাধীনতার ৫২ বছর গত হওয়ার পরেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি মেলেনি। স্বীকৃতি না পাওয়া আক্ষেপ নিয়ে বছরের গত ২ফেব্রুয়ারী তিনি এক বুক হতাশা নিয়ে পৃথিবী থেকে বিদায় নেন । বীরমুক্তিযোদ্ধা এখলাস জীবিত থাকা অবস্থায় প্রশাসনের এ দপ্তর থেকে অন্য দপ্তরে সারা জীবন ঘুরেও সরকারি স্বীকৃতি আদায় করতে পারেনি।
জানা গেছে, স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর স্বাক্ষরিত ১৯৭১ সালে মহান মুদ্ধিযুদ্ধে অংশ নিয়ে বীরমুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেট দেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধো সংসদের পরিচয় পত্র। এরপরেও অজ্ঞাত কারণে মুক্তিযোদ্ধার তালিকায় ছিল না জাতির এই সূর্য সন্তানের নাম। স্বাধীনতা যুদ্ধের পর উনার কর্মক্ষেত্র ছিল কর্ণফুলী উপজেলার দৌলতপুর স্কুলের দপ্তরী হিসেবে, আমৃত্যু তিনি এই পদে দায়িত্ব পালন করেছেন । ব্যক্তি জীবনে সহায় সম্বলহীন নির্লোভ, সৎ এবং সাদামাঠা অভাব অনটনের মধ্যে জীবন যাপনকরেন।
এই মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তথ্য প্রমাণাদি সহ প্রেরণ করেছিলেন উক্ত এলাকার সমাজসেবক ও কলামিস্ট এম.এ . মাসুদ । তিনি মুক্তিযোদ্ধা এখলাসের থাকার জন্য দিয়ে ছিলেন একখণ্ড জমিও ।
দুর্ভাগ্য জীবিত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমানের কপালে যে স্বীকৃতি জোটে নি, মৃত্যুর এক বছর পর গত ১৮ জানুয়ারী ২০২৩ পাওয়া এই স্বীকৃতি একজন বীর মুক্তিযোদ্ধার দেশের জন্য জীবন বাজী রাখার সাহস ও ত্যাগের প্রতি অবমাননা বলে মনে করছেন বীর মুক্তিযোদ্ধা সহ অত্র এলাকার জনগণ। সাবেক পটিয়া বর্তমান কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রামের এই বীর মুক্তিযোদ্ধা ছিলেন একজন ভূমিহীন এবং শেষ বয়সে আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন যাপন করেছেন।
মৃত্যুর পর তার ললাটে জোটেনি রাষ্ট্রীয় গার্ড অব অনার। মৃত্যুর পরবর্তী এই স্বীকৃতি পাওয়ার পর তাঁর সমাধিতে দেওয়া হোক রাষ্ট্রীয় গার্ড অব অনার এবং মুক্তিযোদ্ধা হিসাবে তার প্রাপ্য সকল সম্মানী ভাতা । এটি এখন বীর মুক্তিযোদ্ধা সহ অত্র এলাকার জনগণের দাবী। এ বিষয়ে দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাহবুবুর রহমান চৌধুরী জানান, এখলাসের মত সারা দেশে এখনো হাজার হাজার প্রকৃত বীরমুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি, প্রভাব খাটিয়ে অনেকে অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে প্রকৃত মুক্তিযোযোদ্ধারা অনেকে টাকার অভাবে এখনো স্বীকৃতি পাননি বলে। এখলাসুর রহমান দীর্ঘদিন পর মৃত্যুর পর হলেও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ায় উনার পরিবার কিছুটা হলেও উপকৃত হবে বলে তিনি জানান।
এ প্রসঙ্গে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, এখলাসুর রহমান নামের এক ব্যক্তি বীরমুক্তিযোদ্ধা হিসেবে নতুন তালিকাভুক্ত হওয়ার বিষয়টি তিনি জেনেছেন, তবে তিনি তালিকাভুক্ত হওয়ার আগে মারা গেছে বলে তিনি জানতে পেরেছেন বলে জানান।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত