ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সাতকানিয়ার যুবলীগ নেতার বাড়িতে গুলিবর্ষণ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৩-১-২০২৩ দুপুর ৩:১

সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা  শাকিল আহমেদের বাড়িতে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা গ্রামের মুন্সী বাড়িতে শাকিলের ঘরে এ ঘটনা ঘটে। শাকিল উপজেলা যুবলীগের সাবেক সদস্য। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসা, স্প্রিন্টার ও জানালার ভাঙা কাঁচ উদ্ধার করেছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন সাতকানিয়া থানার  অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত। 

তিনি বলেন, পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। শাকিল থানায় এজাহার দাখিল করেছেন। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে হবে।
 
যুবলীগ নেতা শাকিল আহমেদ অভিযোগ করে বলেন, আমি বৃহস্পতিবার রাতে বাড়ি এসেছি নির্মাণাধীন স্কুল ভবনের কাজ দেখাশোনা করার জন্য। শনিবার সকালে শহরে চলে যাওয়ার কথা। প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে পড়ি ১১টার দিকে। রাত সাড়ে ১২ টায় বিকট শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেলে পাশের রুমে মায়ের চিৎকার শুনতে পাই। ছুটে গিয়ে দেখি জানালার কাঁচ ভাঙা। ঘটনার আকস্মিকতা বুঝে উঠতে না পেরে ভয়ে পেয়ে যাই। বিষয়টি সাথে সাথে সাতকানিয়া থানার ওসিকে ফোন করে অবহিত করি। কিছুক্ষণ পর ঢেমশা তদন্তকেন্দ্র থেকে পুলিশ এসে বাড়ির বাহির থেকে গুলির খোসা উদ্ধার করেন। এলাকায় দীর্ঘদিন থেকে কিছু প্রভাবশলী বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা সচেতন অনেকেই তাদের এসব অন্যায় ও অপরাধমূলক কাজের প্রতিবাদ করায় তারা আমাদের নানাভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছিল। তারাই মূলত এই হামলা করতে পারে। এ পরিস্থিতিতে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

শাকিল আরও বলেন, এ ঘটনা পরিকল্পিত। যা ঘটনার ধরণ দেখে বুঝা যায়। আমি সাধারণত গ্রামের বাড়িতে থাকি না। এসে দুয়েকদিন থেকে স্কুল ভবনের কাজ তদারকি করে শহরে চলে যাই। হামলাকারীরা আমি বাড়িতে আছি নিশ্চিত হয়েই এ হামলা করতে পারে। আমি ওই রুমে থাকি ভেবেই তারা আমার মায়ের রুমে গুলি করেছে আমাকে হত্যার উদ্দেশ্যে। প্রবাসী ফখরুদ্দিন মিন্টুর নির্দেশে কামাল উদ্দিনের পরিকল্পনায় তাদের অনুসারী শিবির ক্যাডার জামশেদ, কানা মনজুর, ডাকাত ফাহিম, মৌলভী জোবায়ের, কালো জাবেদরা আমার বাড়িতে গুলিবর্ষণ করতে পারে।

ঢেমশা তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ ওমর জানান, আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গেছি। গুলিতে ঘরের দুটি জানালার কাঁচ ভেঙ্গে গেছে। অবস্থা দেখে মনে হলো খুব কাছ থেকে গুলি করা হয়েছে। বাড়ির পূর্ব পাশ থেকে চারটি গুলির তাজা খোসা, বেশ কিছু স্প্রিন্টার ও কাঁচের টুকরো আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত