হকার্সলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ঢাকা জেলার সাভারে বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ শে) জানুয়ারী বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডে পুরাতন ওভারব্রিজের পূর্ব পাশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ৩বছরের জন্য হকার্সলীগের উপজেলা শাখার সভাপতি ও আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা এবং পৌর শাখার সভাপতি নজরুল ইসলাম ও কামাল হোসেন পুনরায় সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের কথা তুলে ধরেন। আওয়ামীলীগ সরকারের আমলেই মেগা প্রকল্প ছাড়া বিভিন্নমুখী উন্নয়ন কর্মকান্ডে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার দিক নির্দশনায় শৈত্য প্রবাহে গরীব অসহায়দের মাঝে দেশের বি্ভিন্ন জেলা উপজেলাতে কম্বল বিতরন করে জনগনের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। সাভারে হকার্স লীগের আলোচনা সভায় হকার্সদের পনর্বাসনের জন্য নির্ধারিত জায়গা বরাদ্দ দেওয়ার কথা বলেন। এছাড়া হকার্স দের পুনর্বাসন বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাশ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা,সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান (জিএস মিজান), ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা ও পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী নিউটন,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, বাংলাদেশ হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জমাদার, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য এমএ কাশেম। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার সহ-সভাপতি জাকির হোসেন,পৌর শাখার সভাপতি নজরুল ইসলাম, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলার অন্তর্গত সকল ইউনিটের নেতা-কর্মীবৃন্দ।
সম্মেলনের আলোচনার পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
