ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

গ্লোবাল চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড পেলেন মাদারীপুরের মেহেদী হাসান শুভ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৫-১-২০২৩ দুপুর ১২:০
ফ্রিল্যান্সিং এ প্রশিক্ষণ দিয়ে তরুণ প্রজন্মকে জনশক্তিতে রূপান্তর করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মাদারীপুরের মেহেদী হাসান শুভ পেয়েছেন গ্লোবাল চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড-২০২৩। মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহীনবাগে ইমপরিয়াল হোটেলে কসোভো দূতাবাসের রাষ্ট্রদূত এইচ ই. গুনার উরেয়ার হাত থেকে তিনি এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
এ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি কাজি আসমা আজমেরি, নানজিবা ফাতেমা, বিনয় কুমার চক্রবর্তী, সাদরুল আহম্মদ খানসহ আরও ৬ বিদেশী তরুণকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
গত তিন বছর ধরে ভারতভিত্তিক সংগঠন ‘গ্লোবাল চেঞ্জমেকার্স’ তরুণদের ভাল কাজে উৎসাহ দিতে সম্মানজনক এই অ্যাওয়ার্ড দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে এই প্রথম বারের মত সংগঠনটি এই অ্যাওয়ার্ডের অনুষ্ঠান আয়োজন করে। এর আগে নেপাল ও ভারতে এই ধরণের অনুষ্ঠান হয়েছে। 
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চেয়ারম্যান ও সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, ব্রুনাই এর রাষ্ট্রদূত এইচ ই. হারিস বিন অথমা, নেপালের রাষ্ট্রদূত এইচ ই. ললিতা সিলিওল, সাবেক নির্বাচন কমিশনার মো. শওকত হোসেন প্রমুখ। 
মেহেদী হাসান শুভ মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকার আব্দুল কাদের সরদারের ছেলে। তিনি ২০১৮ সাথে ফ্রিল্যান্সিং সেক্টরে টপরেটেট ফ্রিল্যান্সারের ব্যাচ অর্জন করেন। এখন টপরেটেট প্লাস ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটপ্লেসে কাজ করছেন। এ ছাড়াও বাংলাদেশ সরকারের লার্নিং অ্যান্ড অর্নিং প্রোজেক্টের প্রশিক্ষক হিসেবে ইতোমধ্যে প্রায় চার হাজার ব্যক্তিকে অনলাইনে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ শেষ করেছেন মেহেদী হাসান শুভ। বর্তমানে তিনি ‘ফিউচার আইটি ইনস্টিউট’ একটি কোম্পানিতে প্রতিদিন ৪টি ব্যাচে ২৪০ শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস করান। নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন নামে আরও একটি ফেসবুক গ্রুপের সঙ্গে যুক্ত থেকে সেখানেও মেহেদী হাসান বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং এ প্রশিক্ষণ দিয়ে বহু তরুণকে ডিজিটাল উদ্যোক্তা তৈরি করে ব্যাপক সুনাম অর্জন করেছেন। এর আগেও মেহেদী হাসান ফ্রিল্যান্সার হিসেবে ‘রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড’ লাভ করেন।
অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে মেহেদী হাসান শুভ সকালের সময়কে বলেন, ‘এই সম্মান আমার জন্য অনেক গর্বের। দেশের জন্য আগামীতে আরও অনেক স্বীকৃতি আনতে চাই। সেই লক্ষ্য মাথায় রেখে ফ্রিল্যান্সিং সেক্টরে আরও বেশি মনোযোগী হবো। তরুণ সমাজে বেকারত্ব দূর করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে তাদের এগিয়ে নিতে আমাদের আরও অনেক কিছু করার রয়েছে।

এমএসএম / এমএসএম

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক