দুইদিন ব্যাপী পিপিবি'র পোল্ট্রি কনভেনশন-২০২৩ শুরু ২৮ জানুয়ারি
'নিরাপদ প্রোটিন-সুস্বাস্থ্যের সোপান’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো দু'দিন ব্যাপী পোল্ট্রি কনভেনশন ও মেলার আয়োজন করছে পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ (পিপিবি)। রাজধানী ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসির অডিটোরিয়ামে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি ‘বাংলাদেশ পোল্ট্রি কনভেনশন ২০২৩’ ও মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পোল্ট্রি কনভেনশন ২০২৩ কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন মজুমদার।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কমিটির সভাপতি কামাল উদ্দিন আহমেদ, কো-চেয়ারম্যান ডা.এন.সি.বণিক ও খন্দকার মহসীন, পিপিবি স্টুডেন্ট ভলেন্টিয়ার কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার টিএআইএম জাহিদুর রাহিম জোয়ার্দার এবং কনভেনশন সেমিনার কমিটির সেক্রেটারি ড. তাপস ঘোষ।
সংবাদ সম্মেলনে বলা হয়, পোল্ট্রি কনভেনশন-২০২৩ উপলক্ষে পোল্ট্রি পেশা বিষয়ে সক্রিয় পিপিবি নানা কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ পোল্ট্রি পেশাজীবী সংগঠন। এর অংশ হিসেবে ৭১ সদস্য বিশিষ্ট কনভেনশন কমিটি ও ৩৯ সদস্য বিশিষ্ট সেমিনার কমিটি গঠন করা হয়েছে। উক্ত কনভেনশনে মোট ৬০০জন চুড়ান্ত অংশগ্রহণকারী অংশ নিবেন।তার মধ্যে খামারী ৩০০ জন,শিক্ষার্থী ১০০জন,এবং অন্যান্য পোল্ট্রি পেশাজীবি ২০০ জন।
দু'দিন ব্যাপী কনভেনশন ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, ইউনিডো বাংলাদেশের প্রতিনিধি ড. জাকি উজ জামান এবং পিপিবির উপদেষ্টা মোছাদ্দেক হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিপিবি কেন্দ্রীয় সমন্বয় কমিটির মুখপাত্র ডা. এন.সি. বণিক, পিপিবির উপদেষ্টা ইঞ্জিনিয়ার টিআইএম জাহিদুর রাহিম জোর্যাতদার এবং অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগ।
আর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার এবং ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান।
এছাড়াও সমাপনী দিনে ‘পোল্ট্রি পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য: দক্ষিণ এশিয়ায় পোল্ট্রি ও পোল্ট্রি পণ্যের বাণিজ্যিক সম্ভাবনা, পোল্ট্রি সাপ্লাই চেইন, নিরাপদ ডিম ও মাংস উৎপাদনের জন্য জৈব প্রযুক্তির প্রয়োগ: বাংলাদেশে প্রেক্ষিত’ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
হিজাব শুধু অধিকার নয়, এটি সভ্যতার উপাদানও বটে: উপাচার্য কামরুল আহসান
বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির সভাপতি ড. ইলিয়াস, সম্পাদক কাইয়ুম
জাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত প্রশাসনের
পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাবিতে হিজাব দিবসের র্যালি ও সিম্পোজিয়াম আগামীকাল
গবিতে প্রথমবার সরস্বতী পূজা: আশীর্বাদ প্রার্থনা শিক্ষার্থীদের
সাশ্রয়ী পদ্ধতিতে আলু চাষ- কমবে খরচ, বাড়বে উৎপাদন
নারী পুরোহিত করলেন সরস্বতী পূজা
রাবি হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান 'টিম ঝালমুড়ি'
ইবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষক আহত, আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা
বাঁশ দিয়ে তিতুমীরের সামনের রাস্তা আটকে দিলেন শিক্ষার্থীরা
রাবিতে ৮ম 'আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা' শুরু
তৃতীয় দিনে গড়িয়েছে অনশন, দাবি পূরণে বিকেল ৪টা পর্যন্ত আল্টিমেটাম
Link Copied