ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কুতুবদিয়ায় যুক্ত হলো ফায়ার সার্ভিস স্টেশন


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৩০-১-২০২৩ দুপুর ১১:৫৯
স্বাধীনতার বায়ান্ন বছর পরে কক্সবাজারের দ্বীপ উপজেলায় কুতুবদিয়ায় যুক্ত হলো আধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। সরকারের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে কক্সবাজার গণপূর্ত বিভাগ এটি বাস্তবায়ন করে। দীর্ঘদিন পরে হলেও দ্বীপে এ সেবা যুক্ত হওয়ায় লক্ষাধিক মানুষের স্বপ্ন পূরণ হলো। 
 
স্থানীয় সাংবাদিকদের লেখনী এবং সরকার দলীয় সাংসদসহ জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে বলে মনে করেন সচেতন মহল। তাঁরা মনে করেন ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু হওয়ায় দ্বীপে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমে আসবে। খুব সহজে আগুণ নিয়ন্ত্রণও সম্ভব হবে।
 
জানা যায়, ২০১৯ সাল থেকেই কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনে লোকবল নিয়োজিত রয়েছেন। শুরু থেকে এ স্টেশনে কর্মরত আছেন সংকু বড়ুয়া নামের একজন লিডার। কিন্তু ফেয়ার সার্ভিস স্টেশন নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন না হওয়ায় কার্যক্রম শুরু করা যায়নি। 
 
গতবছরের ৭ ডিসেম্বর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার আসলে ভার্চুয়ালি কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন ঘোষণা করা হয়।বর্তমানে এই স্টেশনে ১জন সহকারী স্টেশন অফিসার, ২জন লিডার, ৫ জন ফায়ার ফাইটার,১জন গাড়ি চালক ও ১জন বাবুর্চিসহ মোট দশজন কর্মকর্তা/কর্মচারী নিয়োজিত রয়েছেন। যদিও এ স্টেশনের জনবল কাঠামো অনুযায়ী ২৭ জনের তথ্য পাওয়া যায়। তারমধ্যে ১ জন স্টেশন অফিসার, ১জন সহকারী স্টেশন অফিসার, ২জন লিডার,১৬ জন ফায়ার ফাইটার, ৪জন ড্রাইভার, ১ জন বাবুর্চি, ১ জন মশালচি,১ জন পরিচ্ছন্নতা কর্মী।
 
উদ্বোধনের পরের মাসে কুতুবদিয়ায় বিভিন্ন স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অর্ধ শতাধিক ঘরবাড়িসহ দোকানপাট পুড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়। পরে স্থানয়ীয় এমপি আশেক উল্লাহ রফিকসহ কুতুবদিয়া উপজেলা পরিষদের
চেয়ারম্যান,কক্সবাজার জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থানসমূহ পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতা করেন। এসময় তাঁরা দ্রুত সময়ের মধ্যে কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন চালু করার আশ্বাস প্রদান করেন।
 
উদ্বোধনের দেড়মাস পরে কুতুবদিয়া পৌঁছে ১৮শ লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ফায়ার সার্ভিসের একটি গাড়ি। আরও একটি গাড়ি আসার অপেক্ষায়। সেটি যুক্ত হলে কুতুবদিয়া ফায়ার সার্ভিস একটি স্বয়ংসম্পূর্ণ সেবা প্রতিষ্ঠানে পরিণত হবে।
 
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মোঃ শফিউল আলম জানান, ২৪ জানুয়ারি থেকে তাঁকে পেকুয়া অফিস থেকে  সংযুক্তিতে কুতুবদিয়ায় অফিসে দেয়া হয়েছে।তিনি জানান, কুতুবদিয়া দ্বীপে অগ্নি নির্বাপণ  কার্যক্রম চালিয়ে নিতে তেমন কোন অসুবিধা হওয়ার কথা নয়। রাস্তাগুলো গাড়ি প্রবেশের মত প্রসস্থ হলে সব জায়গায় মুহুর্তেই পৌছানো যাবে। যেকোনো জরুরি মুহূর্তে নিচের জরুরি নাম্বার (০১৩২৭-০৮৮১৯৯) এ কল করার অনুরোধ জানান তিনি। 

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ