ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কুতুবদিয়ায় কবরস্থানের জায়গা বিক্রি


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৩১-১-২০২৩ দুপুর ১১:৪৯

কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ ইউপি সংলগ্ন মিয়ার পাড়া নতুন কবরস্থানের জায়গা  এলাকার প্রভাবশালী ভূমিদস্যু চক্র বিক্রির পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে ।এলাবাসীর অভিযোগ, জাল জালিয়াতির আশ্রয় নিয়ে  মিথ্যা তথ্য দিয়ে সত্য গোপন করে ভুয়া  খতিয়ান সৃষ্টিপূর্বক অতিগোপনে জমি বিক্রি করার চেষ্টা করছে চক্রটি।

জানা গেছে, বড়ঘোপ মৌজার বিএস-২২৬৫ নং খতিয়ানের ৭০২২ নং দাগের কবরস্থানের ১৭ কড়া জমি বড়ঘোপ ৯নং ওয়ার্ডের মৃত আজিজুর রহমানের পুত্র নুরুল হোছাইন গং গোপনে বিক্রির জন্য সকল তথ্য ও সত্য গোপন করে ২৯৫৩ নং খতিয়ান সৃষ্টি করেছেন। উক্ত জমি গোপনে বিক্রি করতে গিয়ে এলাবাসীর তোপের মুখে পড়েছেন তিনি।

বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা সৃজিত ২৯৫৩ নং খতিয়ান বাতিল পূর্বক কবরস্থানের জমি আত্মসাৎ কারী নুরুল ইসলাম গং এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।এদিকে কবরস্থানের জমি বিক্রি হয়ে যাচ্ছে খবর পেয়ে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি রুহুল কাদের বাদশা উপজেলা সাব-রেজিষ্ট্রার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি রুহুল কাদের জানান, বড়ঘোপ মৌজার বিএস-২২৬৫ নং খতিয়ানের ৭০২২ নং দাগের ১৩ শতক জমির মালিক শফিকুর রহমান (চার আনা), বদিউর রহমান (চার আনা),আজিজুর রহমান (দুই আনা), লালজান বিবি (এক আনা) ও আলমাছ খাতুন (এক আনা) প্রাপ্ত হন। বড়ঘোপ মিয়ার পাড়ার স্থানীয় লোকজনের জন্য কবরস্থানের প্রয়োজনে জমির মালিক ও তাদের অবর্তমানে ওয়ারিশগনের নিকট থেকে পর্যায়ক্রমে ক্রয় করা হয়। যার মধ্যে ২০২১ সালের ৩২৯ নং দলিল মূলে ১.৯৭ শতক, ৩৩৩ নং দলিলমূলে ১.৩৪ শতক ও ৩৫৭ দলিল মূলে ২.৮০ শতক জমিসহ মোট ৬.১১ শতক জমি রেজিষ্ট্রি হয় এবং শফিকুর রহমান’র অংশ ২.৬৭ শতক জমি তাহার ওয়ারিশগণ নাদাবীমূলে কবরস্থান পরিচালনা কমিটি বরাবরে ছেড়ে দেন। বাকি অংশ কবরস্থানের জন্য দলিল সম্পাদনের প্রক্রিয়ায় রয়েছে।কবরস্থান পরিচালনা কমিটির সদস্যরা জানান, ১৯৭০ সালে আজিজুর রহমান স্টাম্প মূলে বর্ণিত বিএস ২২৬৫ নং খতিয়ানে প্রাপ্ত সম্পত্তির সম্পূর্ণ অংশ বদিউর রহমান গংকে বিক্রি করে দখল বুঝিয়ে দিয়ে অন্যত্র চলে যান। সেইমতে বদিউর রহমান উক্তজমি কবরস্থানের জন্য ছেড়ে দেন। কিন্তু আজিজুর রহমান মারা যাওয়ার পর তাঁর ওয়ারিশ নুরুল হোছাইন গং জাল জালিয়াতির আশ্রয় নিয়ে অতীগোপনে মিথ্যা তথ্য দিয়ে মূল খতিয়ানের হিস্যামতে প্রাপ্ত ৫ কড়ার জমির পরিবর্তে ১৭ কড়া জমির খতিয়ান (সৃজিত খতিয়ান নং ২৯৫৩) সৃষ্টি করে অন্যত্র বিক্রির পায়তারা করছে। উক্ত জমি কবরস্থানের অর্ন্তভূক্ত হওয়ায় অন্যত্র বিক্রি বন্ধের জন্য উপজেলা সাব-রেজিষ্টার ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ