ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মাদারীপুরে হত্যা মামলার আসামীকে দোকান থেকে ডেকে গলাকেটে হত্যা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৫-২-২০২৩ দুপুর ১:৮
মাদারীপুরের পাঁচখোলা এলাকায় হত্যা মামলার আসামি আউয়াল মাতুব্বরকে (৫০) দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফলে রবিবার সকাল থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহতের পরিবারের দাবী, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আউয়াল মাতুব্বরকে।
নিহত আউয়াল মাতুব্বর মাদারীপুর সদর উপজলোর পাঁচখোলা গ্রামের কাশেস মাতুব্বরের ছেলে। কয়েক বছর আগে একই এলাকার সাহেব আলী নামে এক ব্যক্তিকের কুপিয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার আসামী ছিলেন আউয়াল মাতুব্বর। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচখোলা গ্রামের কাশেম মাতুব্বরের ছেলে আউয়াল মাতুব্বর স্থানীয় আনন্দবাজার এলাকায় চায়ের দোকনদারী করতেন। শনিবার রাত আনুমানিক ১২টার দিকে নিজ দোকানে ঘুড়িয়ে পড়েন। এসময় কিছু দুর্বৃত্তরা তাকে দোকান থেকে ডেকে নিয়ে স্থানীয় রুহুল হাওলাদারের বাড়ীর সামনে কুপিয়ে ও গলাকেটে রেখে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এসময় তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই রাত ২টার দিকে তার মৃত্যু হয়। এঘটনার সাথে সাহেব আলী হত্যার বাদী ও তাদের স্বজনরা জড়িত বলে নিহতের পরিবার দাবী করেছে। 
নিহত আউয়াল মাতুব্বরের ছোট ভাই নজরুল মাতুব্বর বলেন, ‘আমাদের এলাকায় দুইটি গ্রুপ আছে। সাহেব আলীর হত্যার পর আমাদের বার বার ভয়-ভীতি দেখিয়েছে। আমার বড় ভাই আউয়াল মাতুব্বরসহ আমাদের পরিবারের বেশ কয়েকজনকে আসামী করা হয়েছে। আমার ধারণা, সেই হত্যার জের ধরে আমার ভাইকে খুন করা হয়েছে। আমি এই হত্যাকারীদের খুঁজে বের কয়ে বিচার দাবী করি।’
এব্যাপারে পুলিশ সুপার মো. মাসুদ আলম খান বলেন, ‘পূর্বের শত্রুতার জের ধরে নিহতের ঘটনাটি ঘটেছে। আমার ধারণা, পূর্বের হত্যার কারণে প্রতিপক্ষের লোকজন ঘটনাটি ঘটিয়েছে। তারপরেও আপাতত কারো নাম বলা যাবে না। নিহতের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রাখা আছে। নিহতের পরিবার মামলা করলে আমলে নেয়া হবে।’

এমএসএম / এমএসএম

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক