ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

কেসিসির প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৬-২-২০২৩ রাত ৯:৫৯

খুলনা সিটি কর্পোরেশনের প্রকলাপ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ সভা নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রকল্পটি জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক-কেএফডব্লিউ ও ব্রাক-এর সহযোগিতায় কøাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ)-এর অর্থায়নে মহানগরীর ১৪টি ওয়ার্ডে (১, ৫, ৭, ৮, ৯, ১০, ১৫, ১৬, ১৭, ১৯, ২১, ২২, ২৪ ও ৩১) বাস্তবায়ন করা হবে।
সভায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত সংকট বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। ঐক্যবদ্ধভাবে এ সংকট মোকাবেলায় কাজ করতে হবে। তিনি বলেন বস্তি এলাকার স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে খুলনা সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও সমন্বিতভাবে কাজ করলে জলবায়ু অভিবাসীরাও নিজেদের স্বাবলম্বি করতে সক্ষম হবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পরিববির্তত পরিবেশের সাথে জলবায়ু অভিবাসীদের খাপ খাওয়ানোর জন্য সক্ষমতা তৈরী এবং তাদের জীবন জীবিকা উন্নয়নের উদ্দেশ্যে জার্মান সরকারের পক্ষে জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক-কেএফডব্লিউ এবং ব্রাক যৌথভাবে ২০১৯ সালে একটি ট্রাস্ট গঠন করে যা কাইমেট ব্রিজ ফান্ড নামে পরিচিত। বর্তমানে সিবিএফ খুলনা মহানগরীসহ দেশের আরো ৪টি সিটি কর্পোরেশন, ৩টি পৌরসভা ও ১৮টি জেলায় কাজ শুরু করেছে। মহানগরী এলাকায় ৫টি ও সাতক্ষীরা জেলায় ১টি প্রকল্পের আওতায় নিম্ন আয়ের পরিবারসমূহের বসবাস এলাকায় নিরাপদ পানি সরবরাহ, নতুন টয়লেট, ড্রেন ও হাত ধোয়ার স্থাপনা তৈরীসহ জলবায়ু অভিবাসীদের অর্থনৈতিক স্বচ্ছলতা তৈরীতে সহায়তা, আত্মনির্ভরশীল দল তৈরি এবং বিভিন্ন প্রশিণের মাধ্যমে সমতা বৃদ্ধি, পরিবারের শিশুদের প্রথম ৬ মাস পুষ্টি ঘাটতি পূরণে প্রয়োজনীয় সহায়তা প্রদান, বেকার যুবক/যুব মহিলার প্রশিণের ব্যবস্থা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কোভিড-১৯ এর কারণে তিগ্রস্থ বিদেশ-ফেরত অভিবাসীদের কাউন্সেলিং, ব্যবসা পরিকল্পনা তৈরীতে সহায়তা, চাহিদা অনুযায়ী প্রশিণ প্রদান এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৭ লক্ষ ৭৯ হাজার টাকা এবং উপকারভোগীর সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ১’শ ৩০ জন। আগামী ২০২৪ সালের জুলাই মাসে প্রকল্পটি শেষ হবে বলে সভায় জানানো হয়। স্বেচ্ছাসেবী সংস্থা দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), ব্রাক, জাগ্রত যুব সংঘ  (জেজেএস) ও নবলোক পরিষদ যৌথভাবে প্রকল্পগুলি বাস্তবায়ন করবে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা