চামড়াসহ ২ বাঘ শিকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬

সাতক্ষীরায় র্যাব সদস্যদের অভিযানে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার ও তিনজনকে আটক করা হয়েছে। ৬ তারিখ সোমবার বিকাল ৫:৪৫টা দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর বাজার সংলগ্ন ধলপাড়া গ্রামের শেখ হাফিজুর রহমানের বাড়ি থেকে ওই চামড়া উদ্ধার করা হয়। র্যাব-৬’র সাতক্ষীরা কোম্পানী কমান্ডের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন ধরনের বন্যপ্রানী অবৈধ ভাবে কৌশলে শিকার করে এদের চামড়া ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ চোরাচালানের মাধ্যমে পাচার করে আসছে।
সূত্র ধরে, ০৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা ক্যাম্প’র এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় পাচারকারী চক্রের কতিপয় সদস্য বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের ০১টি চামড়া পাচার করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে অভিযানের দলটি একই তারিখ আনুমানিক ৫.৪৫টার সময় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন হরিণনগর ধল এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ হাফিজুর শেখ(৪৭), ২। মোঃ ইসমাইল শেখ(২৪) থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০১টি বাঘের চামড়া উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে তারা মাছধরা ও গোলপাতা সংগ্রহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করে ছাগলের মাংসের মধ্যে বিষাক্ত কিটনাশক ব্যবহার করে রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন ধরনের বন্যপ্রানী শিকার করে। পরবর্তীতে রয়েল বেঙ্গল টাইগার এর চামরা দেশে ও দেশের বাহিরের সৌখিন মানুষদের নিকট কোটি টাকা মূল্যে বিক্রয় করে। গ্রেফতাকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-৬ জানায়।
এমএসএম / এমএসএম

মাতারবাড়িতে নারীদের বিকল্প আয়ের পথ খুলে দিল ইপসা

মানিকগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ২০২৫ জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লন্ডনে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা

তানোরের কৃষ্ণপুর স্কুল শিক্ষা বিস্তারে ভুমিকা রাখছে

শালিখায় পাটের চেয়ে কদর বাড়ছে পাটকাঠির

কোটালীপাড়ায় গরুচোর চক্রের দুই সদস্য গেপ্তার

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক
