ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

স্ট্রিট লাইট স্থাপনের দাবি

সন্ধ্যার পরে কুতুবদিয়া দরবার ঘাটে নামে ঘুটঘুটে অন্ধকার


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৮-২-২০২৩ দুপুর ৩:২
কক্সবাজারের কুতুবদিয়া দরবার ঘাটে সন্ধ্যার পরে নামে ঘুটঘুটে অন্ধকার। এসময় যাত্রী উঠানামায় ভোগান্তিসহ নানা সমস্যার সম্মুখীন  হচ্ছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। ঘাটে স্থাপন করা স্ট্রিট লাইটগুলো নষ্ট হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তারা। 
 
স্থানীয়রা জানিয়েছেন, আগামী ১৭ ফেব্রুয়ারি দরবার শরিফের বার্ষিক ফাতেহা। প্রতিবছর এই ফাতেহা উপলক্ষে কয়েক লক্ষ মানুষ কুতুবদিয়া যাতায়াত করেন। এ সময় দরবার ঘাট দিয়ে সবচেয়ে বেশি মানুষের উঠানামা হয়। স্ট্রিট লাইটগুলো নষ্ট হয়ে যাওয়ায় সন্ধ্যার পরে যাত্রী পারাপারে মারাত্মক অসুবিধার মধ্যে পড়তে হবে। এমনকি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা।
 
স্থানীয় সচেতন ব্যক্তি জসিম সিদকার জানিয়েছেন,দরবার ঘাটে স্থাপন করা তিনটি স্ট্রিট লাইট দীর্ঘদিন ধরে নষ্ট। সন্ধ্যার পরে লাইটগুলো জ্বলে না। ফলে সন্ধ্যার পরে প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হচ্ছে। ঘাটে বিদুতের ব্যবস্থা না থাকার কারণে অনেক সময় রাতে রোগী পারাপার করতে রোগীর স্বজনদের অসুবিধায় পড়তে হয়। ব্যবসায়ীদের মালামাল নামাতেও সমস্যা হয়। দরবার ফাতেহার আগেই দরবার ঘাটকে আলোকিত করার জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লীষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 
 
ঘাটের ইজারাদার কামাল হোসেন বলেন,যাত্রী ও মালামালের নিরাপত্তার জন্য ঘাটে চারটি স্ট্রিট লাইট স্থাপন জরুরি হয়ে পড়েছে। বর্তমানে থাকা লাইটগুলো নষ্ট হয়ে যাওয়ায় সন্ধ্যার পরে ঘাটে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে।
 
এ ব্যাপারে কক্সবাজার জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ভুট্টো সিকদার বলেন, দরবার ঘাটের স্ট্রিট লাইটগুলো দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় যাত্রীদের উঠানামা করতে বেশি সমস্যা হচ্ছে। বিশেষ করে রোগী, মহিলা এবং বয়ষ্ক যাত্রীদের। লাইটগুলো দ্রুত প্রতিস্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। 

এমএসএম / এমএসএম

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা