ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

স্ট্রিট লাইট স্থাপনের দাবি

সন্ধ্যার পরে কুতুবদিয়া দরবার ঘাটে নামে ঘুটঘুটে অন্ধকার


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৮-২-২০২৩ দুপুর ৩:২
কক্সবাজারের কুতুবদিয়া দরবার ঘাটে সন্ধ্যার পরে নামে ঘুটঘুটে অন্ধকার। এসময় যাত্রী উঠানামায় ভোগান্তিসহ নানা সমস্যার সম্মুখীন  হচ্ছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। ঘাটে স্থাপন করা স্ট্রিট লাইটগুলো নষ্ট হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তারা। 
 
স্থানীয়রা জানিয়েছেন, আগামী ১৭ ফেব্রুয়ারি দরবার শরিফের বার্ষিক ফাতেহা। প্রতিবছর এই ফাতেহা উপলক্ষে কয়েক লক্ষ মানুষ কুতুবদিয়া যাতায়াত করেন। এ সময় দরবার ঘাট দিয়ে সবচেয়ে বেশি মানুষের উঠানামা হয়। স্ট্রিট লাইটগুলো নষ্ট হয়ে যাওয়ায় সন্ধ্যার পরে যাত্রী পারাপারে মারাত্মক অসুবিধার মধ্যে পড়তে হবে। এমনকি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা।
 
স্থানীয় সচেতন ব্যক্তি জসিম সিদকার জানিয়েছেন,দরবার ঘাটে স্থাপন করা তিনটি স্ট্রিট লাইট দীর্ঘদিন ধরে নষ্ট। সন্ধ্যার পরে লাইটগুলো জ্বলে না। ফলে সন্ধ্যার পরে প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হচ্ছে। ঘাটে বিদুতের ব্যবস্থা না থাকার কারণে অনেক সময় রাতে রোগী পারাপার করতে রোগীর স্বজনদের অসুবিধায় পড়তে হয়। ব্যবসায়ীদের মালামাল নামাতেও সমস্যা হয়। দরবার ফাতেহার আগেই দরবার ঘাটকে আলোকিত করার জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লীষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 
 
ঘাটের ইজারাদার কামাল হোসেন বলেন,যাত্রী ও মালামালের নিরাপত্তার জন্য ঘাটে চারটি স্ট্রিট লাইট স্থাপন জরুরি হয়ে পড়েছে। বর্তমানে থাকা লাইটগুলো নষ্ট হয়ে যাওয়ায় সন্ধ্যার পরে ঘাটে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে।
 
এ ব্যাপারে কক্সবাজার জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ভুট্টো সিকদার বলেন, দরবার ঘাটের স্ট্রিট লাইটগুলো দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় যাত্রীদের উঠানামা করতে বেশি সমস্যা হচ্ছে। বিশেষ করে রোগী, মহিলা এবং বয়ষ্ক যাত্রীদের। লাইটগুলো দ্রুত প্রতিস্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। 

এমএসএম / এমএসএম

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

‎সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত

কুড়িগ্রামে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে থানা বিএনপির বর্ধিত সভায় মির্জা,ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.

দোহারে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

এসকেএএল ইন্টারন্যাশনাল মাদ্রিদে সদস্যপদ পেলেন ডাল্টন জহির