পাইকগাছায় এনজিও কর্মকর্তার সুইসাইড নোটে লিখে আত্মহত্যার চেষ্টা
খুলনার পাইকগাছায় উদ্দীপনা(এনজিও) মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিবা দাস(২৪) সুইসাইড নোট লিখে আত্মহত্যা চেষ্টা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশ খবর পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আত্মহত্যা চেষ্টা কারী দিবা দাসের বাড়ি (২৪) পিতা, কৃষ্ণ দাস সাং- মশনি, ডাক- কচুয়া ,বাগেরহাট।
উদ্দীপনার মোঃ জহিরুল ইসলাম,শাখা ব্যবস্থাপক বাঁকা বাজার সাংবাদিকদের জানান, দিবা দাস গত মঙ্গলবার অসুস্থ্য মায়ের চিকিৎসার জন্য অফিস থেকে মৌখিকভাবে ৩ দিনের ছুটি নেন। কিন্তু তিনি বাড়ি যাননি। বৃহস্পতিবার অফিসিয়াল ভাবে পিকনিক ছিলো। পিকনিকে দিবা দাসের উপস্থিত না থাকায় ও তার সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারার কারণে দিবার বাসায় খোঁজ নিলে জানা যায় তিনি বাড়ি যাননি।
পরে তার ভাড়া বাসায় খবর নিয়ে দেখা যায় রুমের দরজায় ভিতর দিয়ে লাগানো, তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে বাড়ি ওয়ালা ও থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাসার মালিক শাহেদ আলী মোড়ল পিতা মৃত শওকাত আলী মোড়ল সরল ৪ নং ওয়ার্ড বাসা ভাড়া করে থাকতেন বলে জানা যায়।
এ বিষয়ে থানার তদন্ত অফিসার রফিকুল ইসলাম জানান, দিবা দাস (২৪) গত মঙ্গলবার ৩দিনের ছুটি নেন ।আজ বৃহস্পতিবার অফিসিয়াল ভাবে তাদের পিকনিক হওয়ার কথা ছিল কিন্তু দিবা দাস অফিসে আসেনি।ঐ অফিসে উনার চাচা ও চাকরি করেন।চাচার সাথে দিবা দাস বলেন তার মার চিকিৎসার জন্য তিনি ৩ দিনের ছুটি নিয়ে বাড়ি যাবে।
আমারা সন্ধ্যায় খবর পেয়ে স্থানীয় লোকজন, উদ্দীপনা দুই কর্মকর্তাসহ সার্কেল এসপির উপস্থিতিতে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখা যায় অচেতন অবস্থায় বেডে পড়ে আছে।টেবিলের উপরে একটি নোট লেখা তাতে এমনটাই লেখা ছিল,বাড়িওয়ালা চাচা অনেক ভালো চাচা আমি আপনাকে ঝামেলায় ফেলে দিয়ে গেলাম আমাকে মাফ করে দিয়েন।
আবার এমন টি লেখা ছিল মা আমি কখনো সুখী হবো না আমাকে ক্ষমা করে দিও তার ছোট ভাইকে বলছে তুই পড়াশোনা করে মা-বাবাকে দেখিস। তবে তার নোটে লেখা অনুযায়ী তিনি পারিবারিক সমস্যায় ভুগছেন।তার বিয়ে ও ঠিক হয়েছে।
তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার দেওয়ার পরে কিছুটা সুস্থ হলে তিনি ইশারায় বলেন অনেকগুলো ঘুমের বড়ি খেয়েছি। এখন তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা হাসপাতালে রেফার্ড করার প্রস্তুতি চলছে। তিনি পুরো সুস্থ না হলে বিস্তারিত বলা যাচ্ছে না।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক
মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান
ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা
সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ
বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন
খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা
খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার
অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক
কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ
Link Copied