পাইকগাছায় এনজিও কর্মকর্তার সুইসাইড নোটে লিখে আত্মহত্যার চেষ্টা
খুলনার পাইকগাছায় উদ্দীপনা(এনজিও) মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিবা দাস(২৪) সুইসাইড নোট লিখে আত্মহত্যা চেষ্টা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশ খবর পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আত্মহত্যা চেষ্টা কারী দিবা দাসের বাড়ি (২৪) পিতা, কৃষ্ণ দাস সাং- মশনি, ডাক- কচুয়া ,বাগেরহাট।
উদ্দীপনার মোঃ জহিরুল ইসলাম,শাখা ব্যবস্থাপক বাঁকা বাজার সাংবাদিকদের জানান, দিবা দাস গত মঙ্গলবার অসুস্থ্য মায়ের চিকিৎসার জন্য অফিস থেকে মৌখিকভাবে ৩ দিনের ছুটি নেন। কিন্তু তিনি বাড়ি যাননি। বৃহস্পতিবার অফিসিয়াল ভাবে পিকনিক ছিলো। পিকনিকে দিবা দাসের উপস্থিত না থাকায় ও তার সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারার কারণে দিবার বাসায় খোঁজ নিলে জানা যায় তিনি বাড়ি যাননি।
পরে তার ভাড়া বাসায় খবর নিয়ে দেখা যায় রুমের দরজায় ভিতর দিয়ে লাগানো, তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে বাড়ি ওয়ালা ও থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাসার মালিক শাহেদ আলী মোড়ল পিতা মৃত শওকাত আলী মোড়ল সরল ৪ নং ওয়ার্ড বাসা ভাড়া করে থাকতেন বলে জানা যায়।
এ বিষয়ে থানার তদন্ত অফিসার রফিকুল ইসলাম জানান, দিবা দাস (২৪) গত মঙ্গলবার ৩দিনের ছুটি নেন ।আজ বৃহস্পতিবার অফিসিয়াল ভাবে তাদের পিকনিক হওয়ার কথা ছিল কিন্তু দিবা দাস অফিসে আসেনি।ঐ অফিসে উনার চাচা ও চাকরি করেন।চাচার সাথে দিবা দাস বলেন তার মার চিকিৎসার জন্য তিনি ৩ দিনের ছুটি নিয়ে বাড়ি যাবে।
আমারা সন্ধ্যায় খবর পেয়ে স্থানীয় লোকজন, উদ্দীপনা দুই কর্মকর্তাসহ সার্কেল এসপির উপস্থিতিতে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখা যায় অচেতন অবস্থায় বেডে পড়ে আছে।টেবিলের উপরে একটি নোট লেখা তাতে এমনটাই লেখা ছিল,বাড়িওয়ালা চাচা অনেক ভালো চাচা আমি আপনাকে ঝামেলায় ফেলে দিয়ে গেলাম আমাকে মাফ করে দিয়েন।
আবার এমন টি লেখা ছিল মা আমি কখনো সুখী হবো না আমাকে ক্ষমা করে দিও তার ছোট ভাইকে বলছে তুই পড়াশোনা করে মা-বাবাকে দেখিস। তবে তার নোটে লেখা অনুযায়ী তিনি পারিবারিক সমস্যায় ভুগছেন।তার বিয়ে ও ঠিক হয়েছে।
তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার দেওয়ার পরে কিছুটা সুস্থ হলে তিনি ইশারায় বলেন অনেকগুলো ঘুমের বড়ি খেয়েছি। এখন তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা হাসপাতালে রেফার্ড করার প্রস্তুতি চলছে। তিনি পুরো সুস্থ না হলে বিস্তারিত বলা যাচ্ছে না।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
Link Copied