সরকারি অফিসে প্রকাশ্যে ধুমপান

বিতর্ক যেন পিছু নিয়েছে কুতুবদিয়া ইউএনও অফিসের অফিস সহকারী বিশ্বজিৎ বড়ুয়ার। এর আগে নানা দুর্নীতিসহ ঘুষ নেয়ার অভিযোগ একাধিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হয় তার বিরুদ্ধে। এবার স্থানীয় সাংবাদিকদের সামনে নিজ কার্যালয়ে বসে প্রকাশ্যে তামাক গ্রহণ করে বিতর্ক আরও বাড়িয়ে দিলেন এই কর্মচারী।
সামনে ল্যাপটপ। টেবিলে চায়ের কাপ। হাতে জলন্ত সিগারেট। গা-ছাড়া ভাব নিয়ে খুব আয়েশ করেই সিগারেট ফুকছেন সরকারি অফিসে বসে। মাঝে মাঝে চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। এসময় সেবা প্রার্থীদের দেখেও না দেখার ভান করছিলেন। দৃশ্যটির দেখা মিলে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশের কক্ষে। যেখানে কাজ করছিলেন ইউএনও অফিসের কর্মচারি বিশ্বজিৎ বড়ুয়াসহ আরও কয়েকজন।
ধুমপান বন্ধে ২০০৫ সালের প্রণিত আইন অনুযায়ী, প্রকাশ্যে ধুমপানের জরিমানা ধরা হয়েছিল ৫০টাকা। কিন্তু পরে ২০১৩ সালে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের সংশোধনী এনে জনসমাগমস্থলে ধুমপানের শাস্তির অর্থ ৫০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়। কিন্তু আইন ভাঙায় অভ্যস্ত লোকজনের অবস্থা তাতে বদলায়নি।
প্রকাশ্যে ধুমপান বন্ধে ২০০৫ সালের আইনের বিধান কার্যকর করার উদ্দেশ্যে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা স্ব-স্ব অধিক্ষেত্রে কোনও পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে প্রবেশ করে পরিদর্শন করিতে পারেন। এ ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা তার সমমানের বা তদূর্ধ্ব পদমর্যাদার স্বাস্থ্য অধিদপ্তরের কোনও কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দায়িত্বপালনের জন্য কোন আইনের অধীন, বা সরকার কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, ক্ষমতাপ্রাপ্ত যে কোনও বা সব কর্মকর্তা দায়িত্ব পালন করবে। কিন্তু তাঁরা কতটুকু দায়িত্ব পালন করছেন? যেখানে খোদ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অফিসেই চলছে প্রকাশ্যে ধুমপান।
এদিকে কার্যালয়ে বসে সরকারি আইন ভেঙ্গে প্রকাশ্যে ধুমপান করার বিষয়ে জানতে চাইলে ইউএনও অফিসের কর্মচারী বিশ্বজিৎ বলেন, এগুলো কোন বিষয় না। তার ভাষায় ''তিনি কাউকে গায়ে মাখেন না। ডেম কেয়ারে চলাফেরা করেন তিনি"। এমন কি সরকারি নিয়ম কানুন মানতেও রাজি নন এই কর্মচারী। অভিযোগ আছে অফিসে সিন্ডিকেট তৈরি করে গড়েছেন সম্পদের পাহাড়।
বিভিন্ন সূত্রে জানা যায়, নির্বাহী অফিসারের কাছে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করতে দ্বিধা করেন না এই কর্মচারী। এ নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে একাধিক বার।
একাধিক এনজিও প্রতিনিধিদের অভিযোগ সূত্রে জানা যায়, মোটা দাগের টাকার বিনিময়ে ইউএনও স্যারের ছাড়পত্র (প্রত্যয়ন) বিক্রি করেন তিনি। টাকা না দিলে বিভিন্ন অযুহাতে প্রত্যয়ন আটকিয়ে দেন তিনি। সম্প্রতি এমন কিছু অভিযোগের বিষয়ে জানতে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী তার অফিসে গেলে তিনি সংবাদকর্মীদের সামনেই তামাক গ্রহণ করেন। কোন প্রশ্নের সদুত্তর না দিয়ে নিজেকে বড় ক্ষমতাধর পরিচয় দেয়ার চেষ্টা করেন এই কর্মচারী।
নানা অনিয়ম ও অফিসে বসে তামাক গ্রহণের বিষয়ে জানতে বিশ্বজিতের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষেপে যান। নিউজ টিউজ গায়ে মাখেন না বলে উল্টো হুমকি দেন।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ
Link Copied