ঢাকা শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

তারেক রহমান লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : পরিবেশমন্ত্রী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ২:২৯

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বিএনপি ১০ ডিসেম্বরের পর দেশ খালেদা জিয়ার নির্দেশে চলবে বলেছিল।  ১০ ডিসেম্বর সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের ঘোষণা দেওয়ার দুই মাস অতিবাহিত হলেও তারা সরকারের কিছুই করতে পারেনি। বিএনপি জনগণকে প্রতিনিয়ত ধোঁকা দিতে গিয়ে ধোঁকাবাজদের দলে পরিণত হয়েছে।

বিএনপি জামাত আন্দোলনের নামে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে দেশের উন্নয়নর ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত  করতে চায়।  তাদের যে কোনো চক্রান্ত বাংলাদেশের মাটিতে সফল হতে দেয়া হবে না। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ জনগনের দল। জনগণের ভোটে আওয়ামীলীগ টানা তিনবার ক্ষমতায় রয়েছে।  বিএনপি জামাত  তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিতে আন্দোলন করছে সেই দাবি অসাংবিধানিক  ও অগলতান্ত্রিক।  বিএনপি জামাত ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। এ সময় তারা কোন উন্নয়ন না করে শুধু লুটপাট করেছে। তাদের সময়ে বিশ্বে  বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তখন হাওয়া ভবন থেকে তারেক রহমান দেশ চালাত, সেখানে বসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বর্তমানে তারেক রহমান লন্ডনে বসে আন্দোলনের নামে দেশে ষড়যন্ত্র সহ অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।  তাদের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে সংবিধান অনুসরণ করেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তিনি আগামী  নির্বাচনের প্রস্তুতি নিতে  নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

পরিবেশ মন্ত্রী শনিবার (১১ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার  বীরমুক্তিযোদ্ধা এমএ মুমীত আসুক চত্বরে জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, সহ-সভাপতি জাকির আহমদ কালা, যুগ্ন সাধারণ সম্পাদক ও  উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, যুগ্ন সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, পশ্চিমজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রীকান্ত দাশ,  উপজেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান,  আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন চিকন, আব্দুল লতিফ, শাহজাহান আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু, যুবলীগ নেতা জুয়েল রানা,  হাসান তারেক, আহমদ কামাল অহিদ,  মো: শাহ আলম, এ্যাডভোকেট আব্দুল মতিন,  সাইরুল আলম, আবুল খায়ের সায়মন, মতিউর রহমান রাজীব, মহেশ দাশ,  উপজলা মৎস্যজীবীলীগ সাধারণ সম্পাদক মো নুরুজ্জামান (জামান), স্বেচ্ছাসেবক লীগ নেতা মুর্তজ আলী মুর্তজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল,  কলেজ ছাত্রলীগ সভাপতি আশফাক আদনান, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম। এছাড়া এসময় যুবলীগ নেতা ফারুক মিয়া, ছাত্রলীগ নেতা আল আমিন সহ  আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ

ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে

শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২

শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ

বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন

রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন

বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা