খুলনায় মশার উপদ্রব বেড়েছে: মশক নিধনে কেসিসির ভূমিকা জিরো

খুলনায় বেড়েছে মশার প্রকোপ। ঠান্ডা যাওয়ার এ সময়টাতে মশার উপদ্রবে অসস্তিতে নগরবাসী। দেড় সপ্তাহ ধরে মশার উপদ্রব বেড়েছে। কিন্তু খুলনা সিটি করপোরেশন (কেসিসি) কোনো ব্যবস্থা এখ নপর্যন্ত গ্রহণ করে নি। মৌসুম পরিবর্তনের সময় মশার উপদ্রব বাড়ার আগাম তথ্য থাকলেও কোন প্র¯তুতি না থাকায় ক্ষুব্ধ খুলনার নাগরিক নেতারা।
তথসূত্রে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে মার্চের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মশার প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। কিউলেক্স নামের এক শ্রেণীর মশারা এ সময় দ্রুত বংশবিস্তার করে। সঠিক সময়ে মশার প্রজনন রোধ করতে না পারায় নগরীতে মশা প্রকোপ বেড়েছে।
নগরীর বিভিন্ন এলাকা বসবাসকারী নাগরিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেসিসির মশক নিধন কর্মসূচির ফলাফল খুবই সামান্য। সন্ধ্যার শুরু দিয়ে ভোর হবার আগ পর্যন্ত মশার বিরক্তিকর উপদ্রব থাকে। অনেক পরিবারের সন্তানদের সামনে পরীক্ষা। মশার কামড়ে রোগ না হয় সে ভয়তে অভিভাবকরা।
টুটপাড়া এলাকার বাসিন্দা কামরুল বলেন, মশার যন্ত্রণার কথা বলে শেষ করা যাবে না। বিকালের পর থেকে মশার কয়েল জ্বালাতে হয়। সন্ধ্যার পর ঘরের ভেতর থাকাই কটিন হয়ে দাড়ায়। তখন কয়েলেও কাজ হয় না। বিষয়টি কেসিসিকেও জানিয়েও কোনো কাজ হয়নি।
এলাকায় কথা বললে অন্য এক বাসিন্দা ইয়ামিন জানান, গত ৬ মাসের মধ্যে একদিনও কেসিসির কাউকে মশা মারতে দেখেনি। ফগার মেশিনের আওয়াজও শুনিনি।কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আবদুল আজিজ বলেন, সেফটি ট্যাংকের আউট-লেট উন্মুক্ত রাখা, ড্রেনে পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, ঝোপঝাড় ও ফুলের বাগান পরিস্কার না করার কারনে মশার উপদ্রব বেড়েছে। তবে অন্যতম কারণ নগরবাসীর অসচেতনতা। যার কারণে মশা নিধন কার্যক্রম ফলপ্রসু হচ্ছে না। তিনি বলেন, মশার অত্যাচার বেড়েছে। আমরা মশা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। গত সপ্তাহ থেকে দ্বিগুণ হারে ওষুধ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে মশা নিয়ন্ত্রণে আসবে।
এদিকে, কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দরা বলেছেন, ক্রমবর্ধমান মশার উপদ্রব থেকে খুলনা মহানগরবাসীকে রক্ষায় প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নাগরিক নেতা এড. মোঃ বাবুল হাওলাদার বলেন, খুলনা মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে আশংকাজনকভাবে। ফলশ্রুতিতে ব্যাহত হচ্ছে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। এমতাবস্থায় সম্প্রতি কেসিসি মেয়র মশা নিধনের ব্যাপারে নির্দেশনা প্রদান করলেও তার যথোপযুক্ত বাস্তবায়ন নেই। যা রীতিমতো উদ্বেগজনক।
এমএসএম / এমএসএম

কর্ণফুলীতে সংবাদ সম্মেলনে ভূমি বিরোধে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ

মানিকগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত: হাসপাতালে মৃত্যু

কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন শুরু

গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান

চাঁদাবাজির অভিযোগ নিয়ে অস্ত্র শাখার দায়িত্বে আরএনবির আনোয়ার

ত্রিশালে বিএনপিনেতার মৃত্যুতে স্বরণসভা ও দোয়া মাহফিল

নেত্রকোনার কলমাকান্দায় দাখিল মাদ্রাসার কমিটি গঠনে অনিয়মের অভিযোগে অভিভাবকদের ক্ষোভ

কুমিল্লায় জামায়াতের জুলাই সনদ ও পিআরসহ ৫দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

হাসিনাকে 'মা' ডাকা আশুলিয়ার আঃলীগ নেত্রী গাজী নাছরিন আক্তার নাজ এখনো মামলাহীন ধরাছোঁয়ার বাইরে

আ'লীগ- বিএনপি মিলেমিশে রায়পুরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনে বেপরোয়া

মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা

বাঘায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
