ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

খানসামায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১৩-২-২০২৩ দুপুর ৪:৮

দিনাজপুরের খানসামায় প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে ২১ বছর বয়সী এক তরুণী। তুলেছে বিয়ের দাবি।ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ ফেব্রুয়ারী ) উপজেলার ভেড়ভেড়ি  ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামের নাপিত পাড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, খানসামা উপজেলার ভেড়ভেড়ী  ইউনিয়নের টংগুয়া শাহ্ পাড়া এলাকার অরুনা রায়ের মেয়ে ডিগ্রি ২য় বর্ষের ছাত্রী পলাশী রায় (২১) এর সঙ্গে প্রায় ২ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামের নাপিত পাড়ার মানিক রায়ের ডিপ্লোমা পড়ুয়া ছেলে শুভ চন্দ্র রায়ের (২৩) এর  সাথে।

অনশনে থাকা ওই তরুণী বলেন, দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। আমাদের প্রেমের প্রমাণস্বরূপ অনেক এসএমএস রয়েছে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১ বছর ধরে শারীরিক সম্পর্ক করেছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই বিয়ের জন্য চাপ দিচ্ছিলাম। কিন্তু পরিবার অন্য জায়গায় তার বিয়ে ঠিক করে। তাই বাধ্য হয়ে অনশন শুরু করি। প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যা করব। ওই তরুণী আরও বলেন, পরিবার থেকে বিয়ের কথা বললে ছেলেপক্ষ যৌতুকের দাবি হিসেবে ৫ লাখ টাকা চায়। পরিবার থেকে এত টাকা দেওয়া সম্ভব হবে না বলে গোপনে তারা অন্য জায়গায় বিয়ের আয়োজন করে। সেই খবর শুনে আজ সকালে আমি আশ্রয় নেই ছেলের বাড়িতে। আমার উপস্থিতিতে ছেলে বাসা থেকে পালিয়ে যায়। পরে ছেলের কাকা এবং কাকি ও পিশি  মিলে আমাকে জোরজবস্তি করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।

প্রেমিক শুভ পলাতক থাকায় এ বিষয়ে তার কোন মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়াও এ বিষয়ে প্রেমিক শুভ মহন্ত র পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। এ বিষয়ে অনশনকারীর বাবা অরুনা রায়ের সাথে বারবার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেন নি।এ বিষয়ে ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন,  ‘আমি ঘটনাটি শুনার পর মেয়েটিকে ইউনিয়ন পরিষদে আনা হয়েছে। তবে মেয়ে ও ছেলে পরিবারের কেউ এখানে এখনো আসেনি। এখানে উভয়ের পরিবার যেটা সিদ্ধান্ত নিবে, সেটাই হবে। আমি এখানে কি করবো। এ বিষয়টি জানতে খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,ঘটনাটির বিষয়ে ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন।

 

এমএসএম / এমএসএম

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

রূপগঞ্জে তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড