ভালোবাসা দিবসে বিভাগের অন্যরকম ভালোবাসা

আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। সবাই প্রিয়জনের সাথে সময় কাটাতে ব্যস্ত। ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটি ফুলের দোকান। ব্যানারে লিখা আছে, প্রীতির জন্য ভালোবাসা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাদিজা জাকির প্রীতি। লিভার সিরোসিসে আক্রান্ত প্রীতির চিকিৎসায় অর্থ সহায়তার জন্য ফুল বিক্রির উদ্যোগ নিয়েছে একই বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের সামনে ফুল বিক্রি করতে দেখা যায় ওই বিভাগের শিক্ষার্থীদের।
আন্তর্জাতিক বিভাগ সূত্র জানা যায়, অসুস্থ প্রীতির পুরো নাম খাদিজা জাকির প্রীতি। বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার নাগরপুর গ্রামে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম মো. জাকির হোসেন এবং মা ফরিদা আক্তার। প্রীতিরা দুই বোন। তারমধ্যে প্রীতিই বড়।
পরিবার সূত্রে জানা যায়, কয়েকমাস আগে প্রীতি লিভার সিরোসিস নামক একধরনের জটিল রোগে আক্রান্ত হয়। তার সুস্থতার জন্য প্রয়োজন লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন। কিন্তু লিভার ট্রান্সপ্লান্টের জন্য প্রয়োজন প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা। এই পরিমাণ টাকা প্রীতির পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এজন্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা অর্থসংগ্রহের জন্য এই অভিনব কৌশল হাতে নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রীতির সহপাঠী নওশীন ইসলাম বলেন, আমাদের বান্ধবী খাদিজা গত একমাস ধরে অসুস্থ। সে লিভার সিরোসিসে আক্রান্ত। একারণেই আমরা ক্যাম্পাস সহ রাজশাহী শহরের বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করেছি। এপর্যন্ত আমরা অনেক সাহায্য পেয়েছি, তবে তা প্রয়োজনের তুলনায় নগন্য। আজ বিশ্ব ভালোবাসা দিবসে প্রীতিকে সাহায্য করতে আমরা ফুল বিক্রির উদ্যোগ নিয়েছি। এখান থেকে প্রাপ্ত সম্পূর্ণ টাকা প্রীতির চিকিৎসায় ব্যয় করা হবে। আপনারা যারা আজকে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসবেন, আমাদের স্টল থেকে ফুল কিনে, প্রীতির চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিন।
একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিফতাউল জান্নাত জ্যোতি বলেন, প্রীতির চিকিৎসায় জন্য যে টাকা লাগবে, তার পরিবারের পক্ষে সে টাকার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তাই আমরা যতটুকু পারি, প্রীতিকে সাহায্য করার চেষ্টা করছি। আপনারা সরাসরি এসে ফুল কিনতে না পারলে, বিকাশে/ নগদে টাকা পাঠিয়ে সাহায্য করতে পারেন।
বিকাশ/ নগদ/ রকেট : ০১৭১৫১৩০৬১৪ (প্রীতির বাবা)
এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু
