সাভারে সিটিজেন ক্লাবের পিকনিক অনুষ্ঠিত

সাভারে অন্যতম সামাজিক সংগঠন সিটিজেন ক্লাব পিকনিক অনুষ্ঠিত হয়েছে গত ১০ ফেব্রুয়ারি শুক্রবার ।সিটিজেন ক্লাব সাভারে জমকালো এ বার্ষিক বনভোজন রাজনীতিবিদ, ব্যবসায়ী, মিডিয়া, সংস্কৃতি কর্মী, সিটিজেন ক্লাব সদস্যদের পরিবার-পরিজন সহ নানা শ্রেণী-পেশার প্রায় সাড়ে ৩’শ অতিথি অংশ নেন। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের কোন সংগঠনের এ ধরনের ক্রুজ পিকনিক এটাই প্রথম।
বার্ষিক বনভোজনের ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও আকর্ষণীয় র্যাফেল ড্র। লটারীতে ভাগ্যবানরা জিতে নিয়েছেন , ৫৬ইঞ্চি টিভিসহ বিভিন্ন পুরস্কার।
সিটিজেন ক্লাব বার্ষিক বনভোজনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ব্যতিক্রমী এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সাভার পৌরসভার সম্মানিত মেয়র জনাব হাজী মোঃ আব্দুল গনি।
সাভার সিটিজেন ক্লাবের উপদেষ্টা জনাব জাবেদ মোস্তফা, সাভার সিটিজেন ক্লাবের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামরুজ্জামান লিটন,সাধারণ সম্পাদক জনাব শাখাওয়াত হোসেন,সহ- সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব জিয়াউদ্দিন সরকার,যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সেলিম আল-দ্বীন, এস এম জাহেরুল আহসান ফারুক সহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে আগত সকল অতিথিকে স্বাগত জানান। অনুষ্ঠানে ক্লাবের উপস্থিত কর্মকর্তা ও অন্যান্য অতিথিদের পরিচয় করিয়ে দেয়া হয়।
আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন শিল্পী। বার্ষিক বনভোজনের ভর্তি দর্শক প্রাণভরে উপভোগ করেনে তাদের অসাধারণ পরিবেশনা।সিটিজেন ক্লাবে শিশুদের নিয়ে বার্ষিক বনভোজনের এসে আজ এই সৃষ্টি সুখের উল্লাসে….’ও সবাইকে মুগ্ধ করে। তারা বলেন, সাভারে বেড়ে উঠা নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সাথে পরিচিত করাতে সিটিজেন ক্লাব’র এ আয়োজন অসাধারণ। বিনোদনসহ নিজ দেশের সংস্কৃতিকে তুলে ধরতে সিটিজেন ক্লাব আগামীতে আরো ভালো অনুষ্ঠান আয়োজনের করবে এ প্রত্যাশা করেন তারা।
সিটিজেন ক্লাবে সাধারণ সম্পাদক জনাব শাখাওয়াত হোসেন, বলেন, জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোরসহ মূলধারায় বাঙালী সংস্কৃতিকে তুলে ধরার প্রত্যয়ে সিটিজেন ক্লাব প্রতিষ্ঠা করা হয়। তারা বলেন, সে লক্ষকে সামনে নিয়ে এবং কর্ম ব্যস্ত জীবনের একটি দিন অন্তত নির্মল আনন্দে কাটবে এই প্রত্যাশায় আমরা এ বার্ষিক বনভোজন আয়োজন করেছি। সকলের আন্তরিক প্রচেষ্টার ফলে এই ব্যয় বহুল অনুষ্ঠান আয়োজন সফল হয়েছে। এ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আগামী দিনে আরো আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন।এস এম জাহেরুল আহসান ফারুক বলেন, প্রতিটি মানুষের কাজকর্ম করার ফাঁকে মন ভালো রাখতে বিনোদন দরকার, তাই আমরা
আমাদের সিটিজেন ক্লাবের উদ্যোগে এই বিনোদন আয়োজন করেছি, তিনি ধন্যবাদ জানান
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিলো আকর্ষনীয় র্যাফল ড্র ।
এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

আইকন স্পোর্টস পার্কে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

ভূমি অফিস চালানোর দায়িত্বে ঝাড়ুদার

কাপাসিয়ায় বিএনপির সদস্য পদ নবায়ন ও প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতকানিয়ায় ভাংতি টাকার অজুহাতে হাসপাতালের টিকিট বাণিজ্যে প্রতি মাসে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু

ভেড়ামারায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্থানীয় যুবকের সাহসিকতায় পিরোজপুরে টাওয়ার থেকে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার

সিংড়ায় কোমর পানি পেরিয়ে স্কুলে যাচ্ছে শিশুরা, বই-খাতা ভিজে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী

ঝিনাইদহে গণেশ পূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

মাতারবাড়িতে নারীদের বিকল্প আয়ের পথ খুলে দিল ইপসা

মানিকগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
