ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আলী নূর পরিবহনের দুই বাসের চাপায় মৃত্যু হয় মিঠুর


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৪-২-২০২৩ রাত ১০:৩৪

অরক্ষিত ঢাকা-আরিচা মহাসড়ক। যেখানে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ নেই বললেই চলে। সর্বত্রই চলছে গতির প্রতিযোগিতা। দ্রুতগামী গাড়ির চাপায় পিষ্ট হচ্ছে তাজা প্রাণ। তছনছ হচ্ছে জীবন, সংসার। এই সড়কে দুর্ঘটনায় বেঘোরে প্রাণ হারানো যেন এখন অনেকের নিয়তি। আর প্রাণে বাঁচলেও যারা বরণ করছেন আজীবনের পঙ্গুত্ব, তাদের দুঃখ সীমাহীন। দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ বাঁকগুলো প্রশস্ত করে ডিভাইডার (সড়ক বিভাজক) বসানো হলেও কাজে আসছে না। ঘাতক চালকদের দৃষ্টান্তমূলক শাস্তির নজির না থাকায় তারা আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। এসব দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ এক রকম নিশ্চুপ-এমন মন্তব্য সংশ্লিষ্টদের। গত সোমবার রাজধানীর আব্দুল্লাহপুরে রাত আনুমানিক ১০ টার সময় আলী নূর পরিবহনের ঢাকা মেট্রো-ব ১১-৮৯১৭ নম্বারের বাস চাপায় মিঠু (২২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে বলে জানা যায়। জামালপুর জেলার মোসারফ হোসেন এর ছেলে মিঠু। আলী নূর পরিবহনের দুইটি বাস ড্রাইভার তাদের অসুস্থ প্রতিযোগিতার কারনে একজন সাধারণ মানুষ দুইটি বাসের চাপায় পরে, গুরতর আহত অবস্থায় উত্তরার বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরেজমিনে জানাযায় আলী নূর পরিবহনের বাসের মহাখালী থেকে টাঙ্গাইল,জামালপুর পর্যন্ত আন্তঃজেলা বাস চলাচলের কথা থাকলেও সম্পুর্ন অবৈধভাবে চলাচল করে এয়ারপোর্ট টু নবীনগর মানছেন না বিআরটিএ থেকে বেধে দেয়া কোন আইন। উত্তরা-আব্দুল্লাহপুর আসপাশের মানুষের সাথে কথা বলে জানা যায় আলী নূর পরিবহনের সকল গাড়ি অবৈধভাবে এয়ারপোর্ট টু নবীনগর পর্যন্ত সিটি সার্ভিস চলাচল করে যা সম্পুর্ন অন্যায়। উত্তরা পশ্চিম থানার এসআই রফিকুল ইসলাম বলেন আলী নূর পরিবহনের ঢাকা মেট্রো-ব ১১-৮৯১৭ নম্বারের বাসটি উত্তরা পশ্চিম থানার ডাম্পিংএ রয়েছে ড্রাইভার হেলপার পাওয়া যায় নাই অন্য বাসের কোন তথ্য পাওয়া যায়নি আমরা (বিআরটিএ) বাসটির ফিটনেসের তথ্য চেয়েছি। মিঠুর বাবা মোসারফ হোসেন মুঠোফোনে সকালের সময়কে জানায় আলী নূর পরিবহনের দুই বাসের চাপে মারাযায় তার ছেলে মিঠু , মামলা হয়েছে কিনা জানতে চাইলে সে বলে আমার ছেলের এভাবেই মৃত্যু লেখা ছিলো, কপালে যা লেখা ছিলো তাই হয়েছে আমর ছেলের মৃত্যুর বিচার চাই আল্লাহর কাছে ।

এমএসএম / এমএসএম

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্দির পরিদর্শনে ঢাকা গেন্ডারিয়া থানার ওসি, পূজাকে ঘিরে কড়া নিরাপত্তার আশ্বাস

রূপনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো.মোরশেদ আলমের যোগদান