খানসামায় সরকারী ড্রেন ভেঙ্গে পায়খানার স্লাপ বসানোর অভিযোগ

জলবদ্ধতা বাংলাদেশের একটি বড় সমস্যা। বর্তমান সরকার জলবদ্ধতা নিরাসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের খানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কায়েমপুর শাহ্ পাড়ায় জনসাধারনের পানি নিস্কাশনের জন্য নির্মাণ করা হয় পাকা ক্যানেল/ড্রেন।
কোন কিছুর তোয়াক্কা না করে এমনকি ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের কারোর অনুমতি না নিয়েই দিনে দুপুরে নির্মিত সেই সরকারী পাঁকা ড্রেন/ক্যানেল ভেঙ্গে পায়খানার স্লাপ বসানোর অভিযোগ উঠেছে আবু বক্কর ছিদ্দিক ওরফে আবুল নামে ঐ এলাকার স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে, অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক ওরফে (আবুল) ওই এলাকার মৃত আফাজ উদ্দিন হাজীর ছেলে ও উপজেলার পাকেরহাট ডিগ্রী কলেজের প্রভাষক হিসেবে কর্মরত।
আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গিয়ে জানা যায়, উপজেলার খামার পাড়া ইউনিয়নের কায়েমপুর গ্রামের জসাধারনের বসতবাড়ির পানি নিস্কাশনের জন্য গত ২০২১-২০২২ অর্থ বছরের এলজিডি প্রকল্পের আওতায় আনুমানিক ৮ লক্ষাধিক টাকা ব্যায়ে আব্দুল জলিলের বাড়ীর কাছে (এস.ডি.এফ) থেকে শুরু হয়ে অভিযুক্ত আবুলের বাড়ীর পার্শ্বে দিয়ে প্রায় ১৫৫ ফিট ড্রেন/ ক্যানেল ইউনিয়ন পরিষদের অধিনে তৈরী করা হয়।
স্থানীয়রা জানায়,নিজ ক্ষমতার বলে কাউকে না জানিয়েই সরকারি পানি নিস্কাশনের ড্রেন ভেঙ্গে সে পায়খানার স্লাপ বসায়। এর আগেও যখন এই ড্রেন নির্মাণ করা হয় তখনও সে বিভিন্নভাবে বিরোধিতা করে বাধা প্রদান করে। নিজেদের স্বার্থে সরকারী ড্রেন ভাঙ্গা আইনত দন্ডনীয় অপরাধ বলেও তিনি উল্লেখ করেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক ওরফে আবুল মুঠোফোনে বলেন, উপজেলার চেয়ারম্যান ও আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে বলা আছে আমার। উনারা বলেছেন যে,পানি চলাচলের ব্যবস্থা থাকলে কোন সমস্যা নাই। এখন উনারা দেখবেন বিষয়টি। তবে এ ব্যাপারে ওয়ার্ড ইউপি সদস্য আক্তারুল বলেন, আসলে এই বিষয়টি কেউ আমাদের জানায়নি এবং আমরা অবহিত নই। খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুঠোফোনে বলেন, এই বিষয়টি আমি কিছুই জানিয়ে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার বলেন, আমি বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে চেয়ারম্যান কে পাঠানোর ব্যবস্থা করছি।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
