বিআইডব্লিউটিএ এর জায়গা দখল করে চলছে অবৈধ ইটভাটা

দেশে অবৈধ ইট ভাটা বন্ধ করতে মহামান্য হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও, অবাধে চলছে অবৈধ ইট ভাটাগুলোর কার্যক্রম। গত (১৩ নভেম্বর) ২০২২ ইং তারিখে হাই কোর্টে এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাই কোর্ট বেঞ্চ, দেশে অবৈধ ইটভাটা এবং ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধে সাত দিনের মধ্যে সব জেলা প্রশাসকের প্রতি কার্যকারী নির্দেশনা জারি করতে, সরকারের তিন সচিবকে নির্দেশ দিয়েছিল।
মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করে, দুই সপ্তাহের মধ্যে তাদের অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছিল। ইতিমধ্যে প্রায় ৪ মাস অতিবাহিত হয়েগেছে, কিন্তুু দেশে বিপুল সংখ্যক অবৈধ ইট ভাটার মধ্যে, দায় সারাভাবে অল্প কিছু সংখ্যক অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে, নেওয়া হয়নি আশানুরূপ ব্যবস্থা।
স্থায়ীভাবে কার্যকারী ব্যবস্থা না নেওয়ায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে জরিমানা আদায় করার পরেও থামানো যাচ্ছে না বেপরোয়া এই অবৈধ ইট ভাটা গুলোকে। কৌশলে দায়িত্বশীল কর্মকর্তাদের ম্যানেজ করে আবারও শুরু করছে তাদের কার্যক্রম, এমনটাই জানা গেছে ঢাকা জেলায় কয়েকটি অবৈধ ইটভাটা কর্তৃপক্ষের সাথে আলাপ করে।
এদিকে ঢাকা জেলাধীন সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী এলাকায় জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর এর লাইসেন্স ছাড়াই, বিআইডব্লিউটিএ এর জায়গা দখল করে (তুরাগ) নদীর তীরে তাহা ব্রিকস ও ঢাকা ব্রিকস নামে এই দুইটি অবৈধ ইট ভাটা তাদের কার্যক্রম চালাচ্ছে। এবিষয়ে বিআইডব্লিউটিএ এর ঢাকা জেলার বন্দর বিভাগের যুগ্নু পরিচালক, মোঃ আলমগীর কবির এর নিকট জানতে চাইলে তিনি বলেন, ইতিপূর্বে বেশ কয়েকবার বিআইডব্লিউটিএ এর জায়গা ব্যবহার করার দায়ে অভিযান চালিয়ে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, নির্দেশ অমান্য করে যদি এখনো কার্যক্রম চালায়, তাহলে আবারও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অবৈধ ইট ভাটা বন্ধ করার জন্য, মহামান্য হাইকোর্টের কঠোর নির্দেশ বাস্তবায়ন করতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন ধারাবাহিক ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। এবিষয়ে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলার উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছি, এখন কোন বিষয়ে মন্তব্য করতে পারবো না।
এমএসএম / এমএসএম

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন
Link Copied