ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বিআইডব্লিউটিএ এর জায়গা দখল করে চলছে অবৈধ ইটভাটা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৫-২-২০২৩ বিকাল ৬:৩
দেশে অবৈধ ইট ভাটা বন্ধ করতে মহামান্য হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও, অবাধে চলছে অবৈধ ইট ভাটাগুলোর কার্যক্রম। গত (১৩ নভেম্বর) ২০২২ ইং তারিখে হাই কোর্টে এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাই কোর্ট বেঞ্চ, দেশে অবৈধ ইটভাটা এবং ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধে সাত দিনের মধ্যে সব জেলা প্রশাসকের প্রতি কার্যকারী  নির্দেশনা জারি করতে, সরকারের তিন সচিবকে নির্দেশ দিয়েছিল। 
 
মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করে, দুই সপ্তাহের মধ্যে তাদের অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছিল। ইতিমধ্যে  প্রায় ৪ মাস অতিবাহিত হয়েগেছে, কিন্তুু দেশে বিপুল সংখ্যক অবৈধ ইট ভাটার মধ্যে,  দায় সারাভাবে অল্প কিছু সংখ্যক অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে, নেওয়া হয়নি আশানুরূপ ব্যবস্থা। 
 
স্থায়ীভাবে কার্যকারী ব্যবস্থা না নেওয়ায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে  জরিমানা আদায় করার পরেও থামানো যাচ্ছে না বেপরোয়া এই অবৈধ ইট ভাটা গুলোকে। কৌশলে দায়িত্বশীল কর্মকর্তাদের ম্যানেজ করে আবারও শুরু করছে তাদের কার্যক্রম, এমনটাই জানা গেছে ঢাকা জেলায় কয়েকটি অবৈধ ইটভাটা কর্তৃপক্ষের সাথে আলাপ করে। 
 
এদিকে ঢাকা জেলাধীন সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী এলাকায় জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর এর লাইসেন্স ছাড়াই, বিআইডব্লিউটিএ এর জায়গা দখল করে (তুরাগ) নদীর তীরে তাহা ব্রিকস ও ঢাকা ব্রিকস নামে এই দুইটি অবৈধ ইট ভাটা তাদের কার্যক্রম চালাচ্ছে। এবিষয়ে বিআইডব্লিউটিএ এর ঢাকা জেলার বন্দর বিভাগের যুগ্নু পরিচালক, মোঃ আলমগীর কবির এর নিকট জানতে চাইলে তিনি বলেন, ইতিপূর্বে বেশ কয়েকবার বিআইডব্লিউটিএ এর জায়গা ব্যবহার করার দায়ে অভিযান চালিয়ে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, নির্দেশ অমান্য করে যদি এখনো কার্যক্রম চালায়, তাহলে আবারও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
 অবৈধ ইট ভাটা বন্ধ করার জন্য, মহামান্য হাইকোর্টের কঠোর নির্দেশ বাস্তবায়ন  করতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন ধারাবাহিক ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। এবিষয়ে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলার উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি  রয়েছি, এখন কোন বিষয়ে মন্তব্য করতে পারবো না।

এমএসএম / এমএসএম

কাপাসিয়ায় বিএনপির সদস্য পদ নবায়ন ও প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতকানিয়ায় ভাংতি টাকার অজুহাতে হাসপাতালের টিকিট বাণিজ্যে প্রতি মাসে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু

ভেড়ামারায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্থানীয় যুবকের সাহসিকতায় পিরোজপুরে টাওয়ার থেকে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার

সিংড়ায় কোমর পানি পেরিয়ে স্কুলে যাচ্ছে শিশুরা, বই-খাতা ভিজে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী

ঝিনাইদহে গণেশ পূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

মাতারবাড়িতে নারীদের বিকল্প আয়ের পথ খুলে দিল ইপসা

মানিকগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ২০২৫ জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লন্ডনে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা

তানোরের কৃষ্ণপুর স্কুল শিক্ষা বিস্তারে ভুমিকা রাখছে

শালিখায় পাটের চেয়ে কদর বাড়ছে পাটকাঠির