তালায় পানির স্তর নিচে নেমে যাওয়াই ইরি-বোরো চাষীরা হতাশ

সাতক্ষীরার তালা উপজেলায় এবার ইরি ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে । তবে এবার অনাবৃষ্টির কারণে কিছু এলাকায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ পাম্পে চাহিদা মত পানি উঠছে না । ফলে চলতি মৌসুমে ইরি বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাহত ঘটার আশঙ্কা করা হচ্ছে । একই সাথে ডাঙা শ্রেণীর জমিতে ধান আবাদকারী প্রান্তিক চাষীরা বেশি হতাশ হয়ে পড়েছেন।
তালা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়,মৎস্যঘের অধৃষ্যিত উপজেলার ১২টি ইউনিয়নে এ বছর ১৯ হাজার ৫ শত ৫৫ হেক্টর জমিতে ইরি ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারী প্রণোদনা হিসেবে তিন হাজার ৬ শত সাধারণ কৃষকের মধ্যে উপসী জাতের ব্রি-৬৭, ব্রি-৭৪, ব্রি-৮১, ব্রি-৮৮, ব্রি-৮৯, ব্রি-৯২ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও তিন হাজার প্রান্তিক চাষীদের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ প্রদান করা হয়েছে । উপজেলার যুগীপুকুরিয়া গ্রামের মাছ ও ধান চাষী আব্দুর রউফ সরদার (৪৫)জানান,এ বছর সেভাবে বৃষ্টি না হয় মাছ বড় হয়নি,ঘেরে লোসকান হয়ে গেছে ।
কয়েক বিঘা জমিতে ইরি ধানের চাষাবাদ করেছি ,কিন্তু পানি লেয়ার অত্যন্ত নিচে নেমে যাওয়ায় মেশিনে ঠিকমতন পানি উঠছে না । এ বছর ধানের অবস্থা কি হবে বলা যাচ্ছে না । একই গ্রামের ক্ষুদ্র ধান চাষী ফারুক হোসেন সরদার ( ৩৮ ) জানান , এনজিওর কিস্তির ঋণের টাকা নিয়ে চার বিঘা জমিতে ধান চাষ করেছি । স্যার ওষুধ জন মজুরির যা দাম তাতে করে ধান যদি হয় তা বাড়ি পর্যন্ত আনতে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার মত খরচ দাড়াবে । এ বছর পানির যা অবস্থা, কোন কারনে যদি ধান না হয় তাহলে ঋণ তো দিতে পারব না ,সংসার চালানো ও মুশকিল হয়ে যাবে । এমন অভিযোগ উপজেলার বহু কৃষকের বলে জানা যায় ।
তবে বেশি সমস্যায় পড়েছেন এই এলাকায় ডাঙা শ্রেণীর জমিতে ধান আবাদকারী প্রান্তিক চাষিরা । কারণ শেচ পাম্পে পানি কম উঠাই ডিজেল খরচ বেড়ে গেছে । ফলে বছরের একমাত্র ধান ফসল উৎপাদন শেষে খোরাকি ঘরে তুলতে তারা রীতি মতো হতাশা গ্রস্থ্য হয়ে পড়েছেন । তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান উৎপাদনের জন্য সরকারি প্রণোদনার আওতায় ৬ হাজার ৬শত কৃষককে উন্নত জাতের বীজ ও সার দেওয়া হয়েছে। তবে আবহওয়া অনুকূলে থাকলে এবং অন্য কোন রোগ বালাইয়ের প্রাদূর্ভাব দেখা না দিলে লক্ষ্যমাত্রা অর্জন হবে।
একই সাথে কৃষকদের পরামর্শ প্রদানের জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রতিটি ইউনিয়নে মাঠ পর্যায়ে গিয়ে দেখা শোনা সহ কৃষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে বলা হয়েছে । কিন্তু উপজেলায় কতগুলো সেচ পাম্পে পানি উঠছে না সে বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি । তবে এই উপজেলায় বছরের একমাত্র ব্যয়বহুল ধান ফসল সুস্থ ভাবে কৃষকরা ঘরে তুলতে না পারলে ঋণ গ্রস্থ্য দরিদ্র চাষিরা এ পেশা থেকে মুখ ফিরিয়ে নেয়া সহ সাংসারিক জীবনে দারুন অভাব কষ্ট দেখা দেবে । এমন অভিযোগ উপজেলার বহু কৃষকের । সর্বোপরি,উর্ধ্বমুখী চালের বাজারে এখানকার মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে প্রধান খাদ্য চাহিদা নিশ্চিত করতে হলে । সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা দ্বয়কে ধান চাষের উপর আরো বেশি নজরদারি বাড়াতে হবে বলে স্থানীয় অভিজ্ঞ মহলের ধারণা।
এমএসএম / এমএসএম

বোদায় মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য কবর জেয়ারত ও পরিচালক'র সাথে সৌজন্য সাক্ষাত

ভবদাহ অঞ্চলে পানিবন্দি শত শত পরিবার

বারহাট্টার প্রকৃতিতে ফুটন্ত শাপলা যেন হাতছানি দিয়ে ডাকছে

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে চিকিৎসা সেবা ও শ্রদ্ধাঞ্জলি

বিয়ে হয়নি তবুও নিচ্ছেন মাতৃত্বকালীন ভাতার টাকা

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল মৃধা গ্রেপ্তার

কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় ১ জন গ্রেফতার

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

তানোরে বিএনপির স্থবিরতা কাটাতে মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাকর্মীদের!

মেহেরপুর জেলা বিএনপি'র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
