ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

তালায় পানির স্তর নিচে নেমে যাওয়াই ইরি-বোরো চাষীরা হতাশ


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১৭-২-২০২৩ রাত ৮:১৩

সাতক্ষীরার তালা উপজেলায়   এবার ইরি ধানের বাম্পার ফলনের  সম্ভাবনা রয়েছে । তবে এবার অনাবৃষ্টির কারণে কিছু এলাকায় পানির  স্তর নিচে নেমে যাওয়ায় সেচ পাম্পে চাহিদা মত পানি  উঠছে না । ফলে  চলতি মৌসুমে ইরি বোরো ধান  উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাহত  ঘটার আশঙ্কা করা হচ্ছে । একই সাথে  ডাঙা শ্রেণীর জমিতে ধান আবাদকারী  প্রান্তিক  চাষীরা বেশি হতাশ হয়ে পড়েছেন।

তালা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়,মৎস্যঘের অধৃষ্যিত   উপজেলার ১২টি ইউনিয়নে এ বছর  ১৯ হাজার ৫ শত ৫৫ হেক্টর জমিতে ইরি ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারী প্রণোদনা  হিসেবে  তিন হাজার ৬ শত সাধারণ কৃষকের মধ্যে উপসী জাতের ব্রি-৬৭, ব্রি-৭৪, ব্রি-৮১, ব্রি-৮৮, ব্রি-৮৯, ব্রি-৯২ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও তিন হাজার প্রান্তিক চাষীদের  মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ প্রদান করা  হয়েছে । উপজেলার যুগীপুকুরিয়া  গ্রামের মাছ ও ধান চাষী আব্দুর রউফ সরদার (৪৫)জানান,এ বছর সেভাবে বৃষ্টি না হয় মাছ বড় হয়নি,ঘেরে লোসকান হয়ে গেছে ।

কয়েক বিঘা জমিতে ইরি ধানের চাষাবাদ করেছি ,কিন্তু পানি লেয়ার অত্যন্ত নিচে নেমে যাওয়ায় মেশিনে ঠিকমতন পানি উঠছে না । এ বছর ধানের অবস্থা কি হবে বলা যাচ্ছে না । একই গ্রামের ক্ষুদ্র ধান চাষী ফারুক হোসেন সরদার ( ৩৮ ) জানান , এনজিওর কিস্তির ঋণের টাকা নিয়ে চার বিঘা জমিতে ধান চাষ করেছি । স্যার ওষুধ জন মজুরির যা দাম তাতে করে ধান যদি হয় তা বাড়ি পর্যন্ত আনতে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার মত খরচ দাড়াবে । এ বছর পানির যা অবস্থা, কোন কারনে যদি ধান না হয় তাহলে ঋণ তো দিতে পারব না ,সংসার চালানো ও মুশকিল হয়ে যাবে । এমন অভিযোগ উপজেলার বহু কৃষকের বলে জানা যায় ।

তবে বেশি সমস্যায় পড়েছেন এই এলাকায় ডাঙা শ্রেণীর জমিতে ধান আবাদকারী প্রান্তিক চাষিরা । কারণ শেচ পাম্পে পানি কম উঠাই ডিজেল  খরচ বেড়ে গেছে । ফলে বছরের একমাত্র ধান ফসল উৎপাদন শেষে খোরাকি ঘরে তুলতে তারা রীতি মতো হতাশা গ্রস্থ্য হয়ে পড়েছেন । তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান উৎপাদনের জন্য সরকারি প্রণোদনার আওতায় ৬ হাজার ৬শত কৃষককে উন্নত জাতের বীজ ও সার দেওয়া হয়েছে। তবে আবহওয়া অনুকূলে থাকলে এবং অন্য কোন রোগ বালাইয়ের প্রাদূর্ভাব দেখা না দিলে লক্ষ্যমাত্রা অর্জন হবে।

একই সাথে কৃষকদের পরামর্শ প্রদানের জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রতিটি ইউনিয়নে মাঠ পর্যায়ে গিয়ে  দেখা শোনা সহ কৃষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে বলা হয়েছে । কিন্তু উপজেলায় কতগুলো সেচ পাম্পে পানি উঠছে না সে বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি । তবে এই উপজেলায় বছরের একমাত্র ব্যয়বহুল ধান ফসল সুস্থ ভাবে কৃষকরা ঘরে তুলতে না পারলে ঋণ গ্রস্থ্য দরিদ্র চাষিরা এ পেশা থেকে মুখ ফিরিয়ে নেয়া সহ সাংসারিক জীবনে দারুন অভাব কষ্ট দেখা দেবে । এমন অভিযোগ উপজেলার  বহু কৃষকের । সর্বোপরি,উর্ধ্বমুখী  চালের বাজারে এখানকার মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে প্রধান  খাদ্য চাহিদা নিশ্চিত করতে হলে । সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা দ্বয়কে ধান চাষের উপর আরো বেশি নজরদারি বাড়াতে হবে বলে স্থানীয় অভিজ্ঞ মহলের ধারণা।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু