কুতুবদিয়ায় দোকান নির্মানের সময় সন্ত্রাসী হামলাঃথানায় অভিযোগ

কক্সবাজারের কুতুবদিয়ায় দরবার শরীফের বার্ষিক ফাতেহা উপলক্ষে মায়ের মিরাজ সূত্রে প্রাপ্ত জায়গায় অস্থায়ী ভিত্তিতে দোকান নির্মাণ করতে গিয়ে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
পথচারীরা জানিয়েছেন, দলবদ্ধ সন্ত্রাসীরা মোস্তফা কামাল নামের এক যুবককে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর জখম করেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ধুরুং ইউনিয়নের দরবার সংলগ্ন বৈদ্যর পাড়া এলাকায়।
জানা যায়, দরবার ফাতেহা উপলক্ষে মায়ের মিরাজ সূত্রে পাওয়া জমিতে দোকান ঘর তৈরি করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন দক্ষিণ ধুরুং ইউনিয়নের বৈদ্যর পাড়ার আবু তাহের'র ছেলে মোস্তফা কামাল।
মোস্তফা কামাল জানান, দোকান ঘর নির্মাণের সময় সন্ত্রাসী আবুল হাশেম'র নেতৃত্বে তার দুই সন্তানহ আরও চার-পাঁচজন তার ওপর হামলা করে। উক্ত জমি বেদখল করে নেয়ার চেষ্টা করে।
স্থানীয় পথচারী ও আত্মীয় স্বজন মোস্তফাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মোস্তাফার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। এ ঘটনায় কুতুবদিয়া থানায় একটি এজাহার দিয়েছেন ভুক্তভোগী পরিবার।
থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ ধুরুং মৌজার ৭১১ নং বিএস খতিয়ানের ৮৫২২ নং দাগের ১০ শতক নাল জমি মোস্তফার মায়ের মিরাজ সূত্রে প্রাপ্ত। উক্ত জমিতে তারা দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে।
প্রতক্ষ্যদর্শীর মাহমুদুল করিম জানান, বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের ৭/৮ জন লোক মোস্তফা কামালকে এলোপাতাড়ি মারতে থাকে। মার সহ্য করতে না পেরে এক পর্যায়ে মোস্তফা কামাল মাটিতে পড়ে যায়।
মোস্তফা কামালের ভাই ইমরান বলেন, প্রতিবছর দরবারের বার্ষিক ফাতেহা উপলক্ষে উক্ত জমিতে অস্থায়ী দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করি। কিন্তু এবার দক্ষিণ ধুরুং ইউনিয়নের তবলী পাড়ার মৃত আবদু রশিদের ছেলে ভূমিদস্যু আবুল হাশেম (৪০),তার ছেলে সাইফুল ইসলাম (২৬) ও মোঃ সাকিল (২২) এবং বৈদ্যর পাড়ার রিদুয়ানের ছেলে কায়নাত (২৪)সহ আরও ৪/৫ জন পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় দলবল নিয়ে তফসিলোক্ত জায়গায় অনধিকার প্রবেশ করে দোকান নির্মাণে বাঁধা দেয়। উক্ত জমি অবৈধভাবে দখল নেয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার ভাইয়ের উপর হামলা করে। সন্ত্রাসীরা মোস্তফাকে হত্যার উদ্দেশ্য উপর্যুপরি মুখ মন্ডলে, বুকে,গলায়, কোমরে লোহার খন্তা দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এসময় সন্ত্রাসীরা মোস্তফার পকেটে থাকা নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এব্যাপারে এলাকার জনপ্রতিনিধি খবরা-খবর নিবেন বলে জানান।এব্যাপারে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উক্ত ঘটনায় একটি এজাহার পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই রেহান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের সাথে কথা বলেছি। সমস্যা কিছুটা জটিল। শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্সকে আপতত উক্ত জমিতে কোন ধরনের কার্যকলাপ না করতে বলা হয়েছে। ফাতেহার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ
Link Copied