ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

তবুও শহীদ মিনারে দিতে হবে ফুল


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ৩:৫৫

এম.এম হায়দার আলী.তালা ।। আমার নাম উম্মে হাবিবা,আমি যুগিপুকুর স্কুলে বড় ওয়ানে  পড়ি,আজকে ফুল দেবো বলে সকালে স্কুলে আসার পর ম্যাডাম বলল। তুমি ছোট মানুষ এত দূরের পথ হেঁটে যেতে পারবা না বাড়ি যাও। পরে আমি আমার আব্বু আম্মুর সাথে এখানে ফুল দিতে এসেছি । গতকাল একুশে ফেব্রুয়ারি ২০২৩ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, তালা উপজেলার পাটকেলঘাটা ফুটবল মাঠে অবস্থিত। শহীদ মিনারে সকাল সাড়ে দশটার দিকে ফুল দিতে আশা প্রথম শ্রেণীর ছাত্রী শিশু উম্মে হাবিবা উপরোক্ত কথাগুলো বলেন। তার পিতার নাম হায়দার আলী,বাড়ি উপজেলার যুগিপুকুরিয়া গ্রামে। এ সময় সাথে থাকা মা জান্নাতুল ফেরদৌস (৩০) জানান,মেয়ে স্কুল থেকে বাড়ীী ফিরে গিয়ে শহীদ মিনারে ফুল দেয়ার জন্য খুব কান্নাকাটি করছিল,কোন ভাবেই তার কান্না থামাতে না পেরে নিয়েই আসতে হলো । স্কুলে একটা শহীদ মিনার নির্মাণ করা হলে ভালো হয়। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক (৪০)উর্দ্ধ বয়সের একজন অভিভাবক জানান,প্রাথমিক বিদ্যালয়ে পড়া-শোনার মধ্য দিয়েই ছেলে মেয়েদের শিক্ষা জীবন শুরু। দেশ স্বাধীনের এত বছরেও এসব বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি এটা দুঃখজনক ঘটনা । এদিকে উক্ত ১২ নং যুগিপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন জানন,আমার স্কুল থেকে পাটকেলঘাটা বাজারে অবস্থিত শহীদ মিনারটি প্রায় তিন কিলোমিটার দূরে। ছোট বাচ্চারা হেঁটে যাওয়া আসা করতে পারবে না বলে তাদের আর নিয়ে আসা সম্ভব  হয়নি। অনেক স্কুলে সরকারি বরাদ্দে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে,আমরা এখনো পায়নি । তবে আমরা শিক্ষকরা এবং ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ একত্রে বসে। নিজেদের অর্থে আগামী বছরের মধ্যেই স্কুলে একটি শহীদ মিনার নির্মাণ করার চেষ্টা করবো। এ বিষয়ে তালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তপন কুমার কর্মকার দৈনিক সকালের সময়কে জানান,আমি তো এখানে সবে মাত্র এসেছি
এজন্য সব তথ্য আমার জানা নেই। তবে যতদূর জানতে পেরেছি ,এ উপজেলায় অবস্থিত স্কুলের  মধ্যে  কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার রয়েছে। বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের জন্য সরকারি প্রস্তাবনা বা নির্দেশনা রয়েছে। স্কুলের ছোট ছোট বাচ্চাদের সুবিধার্থে শহীদ মিনার নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন করতে পারলে ভালো হয়।সর্বোপরি এই উপজেলার হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীরা যাতে ভাষা সৈনিক বীর শহীদদের প্রতি সম্মাননা প্রদানের জন্য।শহীদ মিনারে  ফুল দেওয়া থেকে বঞ্চিত না হয়। সে জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ এদেশের উন্নয়নের কারিগর জননেত্রী প্রধানমন্ত্রীর আশু সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ