ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

তালার প্রকৃতিতে নতুন মাত্রা চলছে পরিচর্যা


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ২২-২-২০২৩ দুপুর ৩:৫৯

সাতক্ষীরার তালা উপজেলায় বর্তমানে আমের মুকুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এই অঞ্চলের আম চাষীরা। অপর দিকে নয়নাভিরাম বসন্তের এই দিনে তালার প্রকৃতি যেন সেজেঁছেন নতুন রূপে। মনমুগ্ধকর অন্যান্য ফল, ফুল,ফসলের পাশাপাশি এবছর ব্যাপক হারে লক্ষণীয় আম মুকুলের দৃষ্টি নান্দনিকতায় যোগ হয়েছে নতুন মাত্রা। এদিকে  ভালো ফলনের আশায় রোগ মুক্ত রাখতে  মুকুলে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। মাত্রারিক্ত কুয়াশার চাদরে ঢেঁকে গেলে আমের ভালো ফলন হতে বিমুখ হতে পারেন। এমন আশঙ্কায় আগে ভাগেই তারা পরিচর্যায় নেমে পড়েছেন বলে জানা যায়। তালা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,চলতি মৌসুমী  উপজেলার ১২ টি ইউনিয়নের বাসা বাড়ির আঙিনা থেকে শুরু করে মাঠ পর্যায়ে এবছর ৬শত৫০হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ করা হয়েছে। গতকাল সরেজমিনে , আম মুকুলে কীটনাশক  স্প্রের কাজে নিয়োজিত উপজেলার কুমিরা ইউনিয়নের নোয়াকাটি  গ্রামের অহেদুল ইসলাম, কেশা গ্রামের লিটন সরদার,  জানান, ভালো ফলনের আশায় গাছ মালিক পক্ষ  কীটনাশক প্রয়োগের মাধ্যমে পোকামাকড় রোধের চেষ্টা অব্যাহত রেখেছেন। আমরা শ্রমের বিনিময়ে গাছে বিশ প্রয়োগ করছি মাত্র। স্থানীয় কীটনাশক বিক্রেতা ফারুক হোসেন জানান, কৃষি অফিস হতে আমের মুকুলের পরিচর্যা স্বরুপ পোকা দমনের লক্ষ্যে রিপকট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। যা ১শত টাকা মূল্যের  এক বোতল বিষে ৪-৫ টি গাছে ভালোভাবে স্পে করা সম্ভব। গাছ মালিক নোয়াকাটি গ্রামের মনিরুদ্দীন সরদারের পুত্র তকিবুল ইসলাম জানান, এ বছর আম গাছ গুলোতে যে পরিমান মুকুল ধরেছে তাতে ভালো ফলন পাব বলে শতভাগ আশাবাদী।  আম ব্যবসায়ী আলাউদ্দিন জানান, ভালো ফলন ও দাম পাব বলে আগাম নেমে পড়েছি বাগান ক্রয়ে। আশাকরি এবছর আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হওয়া সম্ভব হবে।উল্লেখ্য বর্তমানে আম চাষে রাজশাহীর পরেই সাতক্ষীরা অঞ্চল খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। তালা উপজেলার কুমিরা ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা আদিত্য কুমার মল্লিক জানান, তালা উপজেলা সহ সাতক্ষীরার জেলার আম চাষীরা গত কয়েক বছর এখানকার উৎপাদিত আম দেশর বিভিন্ন জেলায় রপ্তানির মাধ্যমে বেশ লাভবান হচ্ছেন । এদিকে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম দৈনিক সকালের সময়কে জানান,এবছর আম  মুকুলের অবস্থা খুবই ভালো। তবে ঝড় শিলাবৃষ্টির মত বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে । উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ আম চাষীরা ভালো ফলনের পাশাপাশি  অধিক লাভবান  হবেন। তাছাড়া দেশে এই উপজেলার আমই আগাম বাজারে উঠে। ফলে চাষীরা তাদের উৎপাদিত আমের দামও ভালো পাবেন বলে তিনি  আশাবাদী।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান

কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল

হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)