তালায় প্রতিবন্ধী শিক্ষার্থী মোনায়েমদের কষ্টের জীবন
আমার অসুস্থ্য পা দুটো দুদিন না চললে জ্বলেনা বাড়ীর চুলা। কেনা হয়না রোগগ্রস্থ্য মায়ের ঔষধ। তার উপর আছে আমি ও আমার বিধবা বোনের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এতিম মেয়ের পড়াশুনার বা অন্যান্য খরচ। কারন আমাদের অভাবের সংসার তাই রুটি রোজগারের জন্য আমার বোনটা বাইরে থাকে । পিতার যা ইনকাম তাতে ওনার নিজের ঔষধ কেনাই মুশকিল।গতকাল তালা উপজেলার পাটকেলঘাটা হাট-বাজারে ফেরি করে বাদাম বিক্রেতা দশম শ্রেণীর ছাত্র শারিরিক প্রতিবন্ধি মোনায়েম মিরাজুল উপরোক্ত কথাগুলো বলছিলেন। তার হতদরিদ্র ভ্যানচালক পিতার নাম শেখ নুরুল ইসলাম ( ৬০) বর্তমান ঠিকানা সাতক্ষীরার তালা উপজেলার বড় কাশিপুর গ্রামে নানাা বাঁড়ীতে। নানা শেখ মোদাচ্ছের রহমান অনেক আগেই মারা গেছেন । খোঁজ নিয়ে জানা যায়,মায়ের ওয়ারেশ সুত্রে পাওয়া মাত্র তিন শতক জমির উপর একটি জরাজীর্ণ ঘরে বসবাসকারী অসহায় মাতা-পিতার একমাত্র পুত্র সন্তান মোনায়েম মিরাজুল। কিন্ত ভাগ্যের নির্মম পরিহাসে জন্মগত ভাবেই সে শারিরিক প্রতিবন্ধি। অদম্য ইচ্ছা শক্তির অধিকারী মোনায়েম স্থাণীয় বড় কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন মেধাবী ছাত্র হিসেবে অধ্যয়নরত । একই সাথে ছড়া-ছন্দে মিলিয়ে মনো মুগ্ধকর কবিতা লিখতেও নাকি সে বেশ পারদর্শী। তবে সাংসারিক যন্ত্রনায় পড়াশুনার পাগল মোনায়েম নিয়মিত স্কুলে যেতে পারে না। কোমরের হাড় ক্ষয়ে যাওয়া ভাগ্য বিড়াম্বিত এ অভাগার দুটি পায়ের তলায় কোষ না থাকায় এক জায়গায় কিছুক্ষণ স্থীরভাবে দাঁড়াতে তার কষ্ট হয়।রয়েছে চোখ ও হাতের সমস্যা। তবুও যে এতটুকু বিশ্রামে থাকার উপায় তার নেই।কারন নিদারুন অভাব কষ্ট যেন তাকে সার্বক্ষণিক তাড়া করে চলেছে। তাই তো প্রতিদিন সকাল হলেই পানি-পান্তা খেয়ে বাদামের বস্তা গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়তে হয় বিভিন্ন হাটে-বাজারে। আর মায়ের হাতে ভাজা বাদাম ফেরি করে বিক্রি শেষে লাভ হয় দেড় থেকে দুই শত টাকা। যা বর্তমান সময়ে এই সামান্য রোজগারের টাকায় মায়ের ঔষধ সহ সাংসারিক মালামাল কিনা সম্ভব হচ্ছেনা। তাই রাত অবধি বাদাম বিক্রি শেষে বাড়ী ফিরতে তার অনেক রাত হয়ে যায়। এছাড়া নিজের এবং জীবিকার তাগিদে বাইরে থাকা স্বামী পরিত্যাক্ত বড় বোনের শিশু কন্যা চতুর্থ শ্রেণীর ছাত্রী রাফিয়া আক্তার রিমির পড়াশুনার খরচ তো আছেই। অস্রু স্বজল ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে মোনায়েম জানাই,সরকারী সাহায্য হিসাবে শুধু মাত্র স্কুলের উপবৃত্তির টাকা কয়টা পাই। তাছাড়া আমাদের ভাগ্যে আর কোন অনুদান জোটেনি।একটি প্রতিবন্ধি ভাতা কার্ডের জন্য ইতিমধ্যে অনলাইনে আবেদন করেছি। একটু সাহায্য সহযোগিতার জন্য অনেকের কাছে ধর্ণা দিয়েছি কিন্ত কিছুই পাইনি। মোনায়েমের মা মিরা বানু (৫২) আক্ষেপ করে বলেন,সরকার আমাদের একটা ঘর দিলে,বৃষ্টি বাদলের সময় একটু শান্তিতে থাকতে পারতাম। এছাড়া স্থাণীয় ইউ পি সদস্য শেখ আছির উদ্দিন জানান,মোনায়েমরা অত্যন্ত গরীব মানুষ। তার পরিবারের প্রায় সবাই রোগগ্রস্থ্য। ছেলেটা অনেক কষ্ট করে লেখাপড়া শিখছে।ওদের একটা সরকারী পাকা ঘর বা অন্যান্য সাহায্যের খুবই দরকার। তার স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার নাথ জানান,মোনায়েম যদিও শারিরিক প্রতিবন্ধি কিন্ত ও পড়াশুনায় মোটা-মুটি ভাল।সমস্যা হলো ওরা খুব গরীব মানুষ হওয়ায় লোকের দোকানে এবং বাদাম বিক্রি করতে যাওয়ার কারনে নিয়মিত স্কুলে আসতে পারে না।স্কুলের পক্ষ থেকে যতটুকু সহযোগীতা করা যায় আমরা সেটা করি। তবে সরকারী ভাবে একটু সাহায্য সহানুভূতি তারা পাক এটা আমাদের কাম্য। এ বিষয়ে স্থানীয় তিন নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা ও শিক্ষক শেখ আব্দুল হাই দৈনিক সকালের সময়কে জানান, আমার ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা কার্ডের চাহিদা ২ শত ৫০টি । কিন্তু বরাদ্দ পেয়েছি ১শত ৫০টি।এছাড়া মোনায়ম বা তার পরিবারের কেউ আমার সাথে এখনো কোনো যোগাযোগ করেনি । তারপরও বিষয়টি এখন যেহেতু জানতে পেরেছি অবশ্যই খোঁজখবর নেব। এবং সে ছাত্র হিসেবে অগ্রধিকার ভিত্তিতে সরকারি অনুদানের ব্যবস্থা করব । সর্বপরি অভাব অভিযোগ যাই হোক না কেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার তার খুব শখ বা ইচ্ছা বলে মোনায়েম মিরাজুল জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ
কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু
Link Copied