ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

গতকাল আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হলো নেছারাবাদের মাহফিল


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ২৪-২-২০২৩ রাত ৮:১৬

আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর বলেছেন, ‘বালা-মুসীবত, দুর্যোগ-বিপর্যয় সে মানবরচিত হোক কিংবা প্রকৃতিগত হোক তা প্রধানত দুটি কারণে সংঘটিত হয়। প্রথম কারণটি হচ্ছে মুমিনদের ঈমান পরীক্ষা এবং দ্বিতীয়টি হচ্ছে পাপের সর্বময়তা। আমরা এখন বিপদ আপদ, বালা মুসীবতে আকীর্ণ এক কঠিন সময় অতিক্রম করছি।

সময়টা ঈমানদারের জন্য আরো কঠিন এ কারণে যে, বিজ্ঞানের চরমোৎকর্ষে হাতের মুঠোয় বিশ্ব চলে আশায় নফ্সে আম্মারা ও আকাশ সংস্কৃতির শয়তানী ধোঁকায় হাদীসের ভাষ্য মোতাবেক ঈমান রক্ষা এখন হাতের তালুতে জ¦লন্ত অঙ্গার রাখার মতোই কঠিন হয়ে পড়েছে। আমরা তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে শাহাদতবরণকারী মানুষের রূহের মাগফেরাত কামনা করছি এবং এই মাহফিলের মাধ্যমে দেশবাসীকে তাদের সামর্থ্য অনুযায়ী দুর্গত অসহায় মানুষদের সহযোগিতার আহ্বান জানাচ্ছি।

প্রখ্যাত দার্শনিক ও সমাজসংস্কারক, উপমহাদেশের খ্যাতিমান আধ্যাত্মিক পুরুষ হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. প্রতিষ্ঠিত ঝালকাঠি নেছারাবাদের দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ-মাহফিলের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার নেছারাবাদের গদ্দিনশীন পীর, হযরত কায়েদ ছাহেব হুজুরের সুযোগ্য ছাহেবজাদা আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর তাঁর ভাষণে একথা বলেন। বাদ-ফজর শুরু হওয়া দ্বিতীয় দিনের এ মাহফিলে পাঁচশতাধিক মুয়াল্লেম আগত মুসল্লীদের অযূ গোসল, সূরা কেরাত, নামায যেকের, তসবী তাহলীলের বাস্তব প্রশিক্ষণ প্রদান করেন এবং আমলী জিন্দেগী গঠনের জন্য অন্যান্যের মধ্যে ওয়াজ নসীহত পেশ করেন ঝালকাঠি এন.এস কামিল মাদরাসার দেশবরেণ্য মুহাদ্দেস মুফাস্সেরগণসহ দেশের ভিবিন্নাঞ্চল থেকে আগত হক্কানী ওলামায়ে কেরাম ও পীর ছাহেবান। 

দুপুরে বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের উপস্থিতি এবং তাঁর শুভেচ্ছা বক্তব্য-শেষে ‘দেস্তার বন্দি’ অনুষ্ঠানে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেন হযরত নেছারাবাদী হুজুর। নেছারাবাদী হুজুর বলেন ‘আমাদের ঈমান ও একীন এই যে, আমরা ছিলাম আল্লাহর, আছি আল্লাহর, যাবো আল্লাহর কাছে। প্রথমে রূহের জগত থেকে যাত্রা শুরু করে বেহেশ্তে উপযুক্ততা অর্জনের পর বিভিন্ন ঘাঁটি সফর করে পিতার পৃষ্ঠদেশ হয়ে মায়ের রেহেমের ঘাঁটি পার হয়ে এখন পার্থিবজীবন অতিক্রম করছি; এরপর রয়েছে কবরের জগত, হাশরের জগত অতিক্রম শেষে অন্তহীন নশরী-জীবন। 

সুতরাং দুনিয়া আমাদের এই যাত্রাপথের সামান্য এক স্টেশন যার একশ বছর হাশরের একদিনের তুলনায় দেড়সেকেন্ড মাত্র, যারা এই বিশ্বাস ও চেতনার পরিপন্থী, দুনিয়াকেই যারা জীবনের সব চাওয়া-পাওয়ার কেন্দ্রবিন্দু মনে করে ক্ষমতা ও নারী-বাড়ি গাড়ির মদমত্ততায় ‘খাও দাওফুর্তিকরো’র মচ্ছবে লিপ্ত হয় তারাই খোদাদ্রোহী, তারাই নাস্তিক যালেম। এই নাস্তিকেরা নবী-রসূলদের স্বীকার তো দূর, তাদের হত্যা করতেও দ্বিধা করেনি। স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ (স.) যাকে তারা ‘পরম বিশ্বাসী’ বলে একবাক্যে স্বীকার করতো তাকেও নির্যাতন এমনকি হত্যার সর্বতঃ আয়োজন করতে পিছ পা হয়নি।

আধুনিককালে এসে এই নাস্তিক্যবাদীরা বহু দেশ দখল করে হত্যা নির্যাতন চালিয়ে যেমন মুসলমানদের অস্তিত্ব বিনাশ করেছে, তেমনি প্রত্যেকটি সমাজে চাকচিক্যময় অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটিয়ে মুসলমানদের ঈমানআকীদা নস্যাত পূর্বক কুরআন সুন্নাহ, আলেম-ওলামা বিরোধী একদল শিক্ষিত আবুজাহেল তৈরির অপচেষ্টা করছে! আল্লাহ তায়ালা এই নাস্তিক্যবাদীদের কারণেই দুনিয়ার বহু সমৃদ্ধ জাতি ও সভ্যতাকে বিলীন করে দিয়েছেন। মুসলমানদের ঈমান পরীক্ষার জন্য আল্লাহ তায়ালা বালা-মুসীবত দেন ঠিকই, কিন্তু নাস্তিক্যবাদিতার দ্বারা পরিব্যাপ্ত ক্ষমতার মদমত্তা, দুর্নীতি-দুষ্কৃতি ও ব্যাভিচার-বেলেল্লাপনার কারণেই ব্যাপক ও আমভাবে দুর্যোগ-বিপর্যয়ের নামে আল্লাহ তায়ালার গযব আপতিত হয়।’ নেছারাবাদী পীর ছাহেব বলেন, ‘বাংলাদেশেও ব্যাপকভাবে আল্লাহ তায়ালার গযব নামানোর শেষ প্রক্রিয়া হিসেবে পাঠ্যপুস্তকে নাস্তিক্যবাদিতা ঢুকিয়ে কুরআন-সুন্নাহ বিরোধী, ব্যাভিচার-বেলাল্লাপনায় আসক্ত মুসলমান নামধারী একদল শিক্ষিত দুনিয়ার কুকুর বানানোর অপচেষ্টা করা হয়েছে। আমরা নাস্তিক্যবাদীদের এই ভয়াবহ ষড়যন্ত্রথেকে দেশ রক্ষায়, ঈমান রক্ষায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সৃষ্টিকর্তায় বিশ্বাসী সকল ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। মানবজীবনের প্রধান কাজ তিনটি; মৃত্যুর আগ পর্যন্ত জীবন রক্ষা করা, কেয়ামত পর্যন্ত বংশ রক্ষা করা এবং আহকামে তকলীফিয়া অর্থাৎ সেচ্ছাপালনী শরীয়-বিধানসমূহ পালন করা। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, এই কর্তব্যসমূহ যথাযথভাবে পালনের নিমিত্ত ঘরে-ঘরে মক্তব তৈরি করে নাস্তিক্যবাদ প্রতিহত করুন। মনে রাখবেন, আওলিয়ায়ে কেরামের অনুসৃত পথে দৃঢ় এখলাস ও যেকের-ফেকেরের সঙ্গে অগ্রগামী হলে তা কেউ রুখতে পারে না।

গত ২৩ ফেব্রুয়ারী রাতে নেছারাবাদের মাহফিলে যোগদান করেন বরিশাল বিভাগের ডিআইজি মোঃআক্তারুজ্জামান,তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে ইসলামিক ভিবিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ও সবাইকে আল্লাহ ও আল্লাহর রাসূলের দেখানো পথে চলার আহবান জানান এবং সবার কাছে দোয়া প্রার্থনা ও সহযোগিতা কামনা করে বলেন,যেনো তিনি তার কর্তব্য সুন্দর মতো পালন করতে পারেন। আল্লাহ আমাদের তৌফীক দান করুন। আমীন!’ গতকাল (২৪ শে ফেব্রুয়ারী) বাদ-ফজর হযরত নেছারাবাদী হুজুরের সমাপনী ভাষণ ও আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হয় এবারের মাহফিল।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

আশুলিয়ায় অস্বাভাবিক হারে বেড়েছে ভিক্ষাবৃত্তি

‎কুতুব‌দিয়ায় মা-‌ছে‌লেসহ তিনজন অগ্নীদগ্ধ ৩

রাণীনগরে আমন ধনের বাম্পার ফলন ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা

মধুখালি উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ - ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধ ও আলোচনা সভা

নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি ৩১টি গাছ কেটে নেওয়ার ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

রাঙ্গামাটিতে তিন দিনের ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুমিল্লায় বিআরটিএর মোবাইল কোর্ট অভিযান

ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ নির্বাচিত হলেন শেরপুরের ডিসি তরফদার মাহমুদুর রহমান

তানোরে সার পাচারকালে ৬০ বস্তা সার জব্দ

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে, মোহনগঞ্জে মাদকের আস্তানা উৎখাতে মশাল মিছিল ও বিক্ষোভ

আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ উদ্বোধন ও উৎসাহী খামারীদের মাঝে পুরস্কার বিতরণ