ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

রাণীনগরে আমন ধনের বাম্পার ফলন ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ১:৩৯

নওগাঁর রাণীনগরে  রোপা-আমন ধানের আমদানি বাড়ার সাথে সাথে বাজারে ধানের দাম কুমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে মন প্রতি প্রায় ৮০ থেকে ১০০টাকা পর্যন্ত ধানের দাম কমেছে।  চলতি মৌসুমের রোপা আমন ধান পাকার  আগ মুহূর্তে  হঠাৎ করে বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় আধা পাকা ধান জমিতে নূয়ে পরায় কৃষক হতাশ হয়েছিল । এখন ধানের ফলন ভালো হওয়ায়  কৃষক খুশি হলেও ধানের দর নিয়ে হতাশ। পুরোদমে ধান কাটা শুরু না হলেও হাটে বাজারে প্রচুর পরিমান ধান আমদানির কারনে ধানের দাম কুমতে শুরু করেছে।একদিকে বাম্পার ফলন হলেও অন্য দিকে ধানের দর কমতে থাকায় কৃষকের মুখে হাসি নেই।ধান কর্তনের এবং সার কিটনাশকের দাম  বেশি হওয়ায় ফসল ফলিয়ে  ন্যায্যমূল্য থেকে  বঞ্চিত হচ্ছে কৃষকরা । রাণীনগরে প্রায় ৩০টির মতো হাসকিং চাতাল মিল চালু রয়েছে। মিলাররা বলছে, বাজারে ধানের আমদানি কম এবং বর্তমানে যে দামে ধান কেনাকাটা করা হচ্ছে। ধান থেকে চাল যে পরিমান বেড় হচ্ছে, বর্তমান বাজার মূল্যে বিক্রি করতে হলে লোকসান গুনতে হবে। এখন পর্যন্ত সরকারি ক্রয় কেন্দ্রে ধান এবং চাল কেনা শুরু না করায় এর প্রভাব বাজারে পরতে শুরু করেছে এমনটাই বলছেন ধাান আরৎ মালিকরা । জানা গেছে, উপজেলায় চলতি রোপা-আমন মৌসুমে প্রায় সাড়ে ১৯ হাজার হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে। কাটা-মাড়াই মৌসুমের শুরুতেই রোপা-আমন ধান জাত ভেদে উপজেলার  বৃহত্তর হাট আবাদপুকুর ধানের হাটে প্রতিমন স্বর্ণা-৫ ব্রি -১৭ জাতের ধান বিক্রি হচ্ছে ১১শ’ ৬০ থেকে ১২শ’টাকা দরে ব্রি-৯০ জাতের ধান ২১৬০/২২৫০ টাকা দরে ক্রয় বিক্রয় হচ্ছে। এবং পরাতন জিরা ধান ১৭৫০ টাকা দরে ক্রয় বিক্রয় হচ্ছে।এবার রোপা-আমন  মৌসুমে রাণীনগর উপজেলায় ৫০ টাকা কেজি দরে ৮শ’ ৭৭ মেট্রিকটন চাল এবং ৩৪টাকা কেজি দরে ১৯১ মেট্রিকটন ধান কেনা হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে এই ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হতে পারে। খাদ্য গুদামে  চাল সরবরাহের জন্য উপজেলা খাদ্য বিভাগের তালিকাভুক্ত ৩০ জন মিলারকে চুক্তিবদ্ধ হওয়ার জন্য জানানো হয়েছে। ইতি মধ্যে কয়েকজন মিলার সরকারি ক্রয় কেন্দ্রে চাল দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।আবাদপুকুর বাজারের  মেসার্স শাহজান ট্রেডার্স ধান আরৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ইঞ্জিনিয়ার  মোঃ শাহাজান আলী বলেন ব্রি- ১৭ স্বর্ণা -৫ জাতের ধান ১১৫০/১২০০ টাকা দরে এবং ব্রি- ৯০ ধান  ২১৬০/২২০০ দরে ক্রয় করা হচ্ছে। এবং পুরাতন জিরা ধান ১৭০০/১৭৫০ টাকা দরে কেনা হচ্ছে। তিনি আরও বলেন এই ধানের দর বাজার স্থায়ী  নয় পুরোপুরি ধান হাটে উঠতে শুরু হলে ধানের দাম উঠানামা করতে পারে,আর আতপ (সুগন্ধি)জাতের ধান এখনো ১৫/২০ দিন পর থেকে  হাটে উঠতে পারে।ধান আড়ৎ মালিক সমিতির সহ- সভাপতি রাব্বি ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুস ছামাদ বলেন ব্রি- ১৭ ম্বর্ণা- ৫ ১১৫০/১২০০ টাকা দরে এবং ব্রি- ৯০ ধান  ২১৬০/২২৫০ টাকা দরে ক্রয় করা হচ্ছে। এবং পুরাতন জিরা ধান ১৭০০/১৭৫০ টাকা দরে কেনা হচ্ছে।ফ্রেন্ডস ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ বজলুর  রহমান(বুলু)  বলেন ব্রি- ১৭  স্বর্ণা৫- ১১৫০/১২০০ টাকা  দরে এবং ব্রি - ৯০ ধান  ২১৬০/২২০০ টাকা দরে ক্রয় করা হচ্ছে। এবং পুরাতন জিরা ধান ১৭০০/১৭৫০ টাকা দরে কেনা হচ্ছে। তবে ধানের বাজার দর স্থায়ী  নয় আগামী ৩/৪ দিনের মধ্যে  হাটে আরও বেশি ধান উঠতে শুরু হলে  তখন বোঝা যাবে  ধানের বজার দর স্থায়ী থাকবে কিনা। যাত্রাপুর গ্রামের কৃষক সুভল চন্দ্র সরকার  বলেন আমি ব্রি- ৯০ ধান হাটে নিয়ে এসেছিলাম ২১৬০ টাকা দরে বিক্রয় করলাম আমি দশ বিঘা ধান লাগিয়েছি তার মধ্যে ২ বিঘা ব্রি - ৯০ ধান লাগিয়েছিম। বিঘাই ১৪ মন হারে ধান হয়েছে। ধানের দাম এই রোকম স্থায়ী থাকলে সব খরচ বাদ দিয়ে  বি ৯০ ধনে কিছুটা লাভ হতে পারে তবে হিসাব করে দেখা হয়নি । কালিগ্রাম বড়িয়া পাড়া গ্রামের কৃৃষক ফারুক হোসেন বলেন, আমি ছয় বিঘা বি ১৭ ধান লাগিয়েছি প্রতি বিঘায় ১৭/১৮ মন হারে হয়েছে। ১১৮০ টাকা মন বিক্রি করলাম, তবে বৃষ্টি আর বাতাসে ধান জমিতে নুয়ে না পরলে ধানের ফলন ভালো হতো ধনের কালারও ভালো হতো। দুধীয়া গ্রামের মোঃ কামাল হোসেন বলেন আমি ৪০ বিঘা স্বর্ণা-৫ ধান এবং আতপ( সুগন্ধি) ধান ৩ বিঘা লাগিয়েছি। ধানের বাম্পার ফলন এবার হয়েছে তবে ধানের দর বাজারে আনেক কম এই দরে ধান বিক্রি করলে লসের  সংখ্যা গুনতে হবে। রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবাইদুর রহমান জানান, ইতিমধ্যে রোপা-আমন ধান বাজারে উঠতে শুরু করেছে। আমরাও আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করাবো । 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

আশুলিয়ায় অস্বাভাবিক হারে বেড়েছে ভিক্ষাবৃত্তি

‎কুতুব‌দিয়ায় মা-‌ছে‌লেসহ তিনজন অগ্নীদগ্ধ ৩

রাণীনগরে আমন ধনের বাম্পার ফলন ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা

মধুখালি উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ - ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধ ও আলোচনা সভা

নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি ৩১টি গাছ কেটে নেওয়ার ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

রাঙ্গামাটিতে তিন দিনের ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুমিল্লায় বিআরটিএর মোবাইল কোর্ট অভিযান

ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ নির্বাচিত হলেন শেরপুরের ডিসি তরফদার মাহমুদুর রহমান

তানোরে সার পাচারকালে ৬০ বস্তা সার জব্দ

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে, মোহনগঞ্জে মাদকের আস্তানা উৎখাতে মশাল মিছিল ও বিক্ষোভ

আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ উদ্বোধন ও উৎসাহী খামারীদের মাঝে পুরস্কার বিতরণ