নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি ৩১টি গাছ কেটে নেওয়ার ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
নেত্রকোণার কেন্দুয়ায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাস্তার পাশে থাকা বিভিন্ন প্রজাতির ৩১টি সরকারি গাছ কেটে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। রাস্তাটির নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের প্রতিনিধি ও স্থানীয় মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হাসান ভূইয়া সুমনের (৩৫) নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামী করে গত ২৩ নভেম্বর কেন্দুয়ায় থানায় এ মামলাটি দায়ের করা হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন,ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে চালঞ্চ্যকর এ ঘটনার পরও থামছে না অবৈধভাবে গাছ কাটার ঘটনা। এরইমধ্যে গত ২৪ নভেম্বরও একই রাস্তা থেকে আরো তিনটি গাছ কর্তন করা হয়েছে এবং এসব গাছও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
তবে এলজিইডির এই রাস্তাটিসহ উপজেলার আরো কয়েকটি রাস্তায় একের পর এক অবৈধভাবে গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটলেও এসব বিষয়ে কিছুই জানেন বলে জানান উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার। স্থানীয়দের দাবি,এসব ঘটনায় উপজেলা প্রকৌশলীর সংশ্লিষ্টতা থাকলেও প্রশাসন নীরব না থাকায় বন ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ বিষয়ে প্রকৌশলীর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।
মাসকা ইউনিয়নের দ্বিপাড়া গ্রামের খোকন মিয়াসহ স্থানীয় কয়েকজন বলেন, উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার মাসকা ইউনিয়নের প্রশাসকের দায়িত্বেও রয়েছেন। প্রকৌশলীর সাথে ঠিকাদার সুমনের দহরম মরহম সম্পর্ক। দুইদিন ধরে গাছগুলো কাটা হল- অথচ প্রকৌশলী বলছেন তিনি কিছুই জানেন না। এটা বিশ্বাস যোগ্য নয়। প্রকৌশলীর ইন্ধন ছাড়া গাছগুলো কোনোভাবেই কাটা সম্ভব ছিল না।
এছাড়া গাছ কাটার ঘটনার তদন্ত চলাকালে গাছ কাটার বিরুদ্ধে কথা বলায় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি বকুল মিয়া রেজাউল হাসান সুমনের পক্ষ নিয়ে খোকন মিয়াকে মারধর করতেও উদ্যত হন বলে জানান খোকন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী-আলমপুর কাঁচা রাস্তা। পাঁচ কোটি বিশ লাখ টাকা ব্যয়ে রাস্তাটির সোয়া চার কিলোমিটারের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। দ্রুত রাস্তা নির্মাণের অযুহাতে গত ১৭ ও ১৮ নভেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনোরকম অনুমতি ছাড়াই রাস্তার পাশে থাকা বিভিন্ন প্রজাতির ৩১টি গাছ কেটে ফেলেন ঠিকাদারের প্রতিনিধি বিএনপি নেতা রেজাউল হাসান ভূইয়া সুমন। পরে ১৮ নভেম্বর রাতে কেটে ফেলা গাছগুলো অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করলে প্রশাসন তা জব্দ করে। তবে গাছ কাটার ঘটনায় উপজেলা প্রকৌশলীর ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
ঘটনার পর সহকারী কমিশনার (ভূমি) নাঈম ইসলাম চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। তদন্ত চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এরইমধ্যে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় মাসকা ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা আব্দুল জলিল বাদী হয়ে ঠিকাদারের প্রতিনিধির নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে অনুমতি ছাড়া ৩১ টি গাছ কাটার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে জানিয়ে দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দাখিল করা হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান সহকারী কমিশনার (ভূমি) নাঈম ইসলাম চৌধুরী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন,গাছ কাটার ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটির তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্তে আরো কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
আশুলিয়ায় অস্বাভাবিক হারে বেড়েছে ভিক্ষাবৃত্তি
কুতুবদিয়ায় মা-ছেলেসহ তিনজন অগ্নীদগ্ধ ৩
রাণীনগরে আমন ধনের বাম্পার ফলন ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা
মধুখালি উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত
মনোহরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ - ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধ ও আলোচনা সভা
নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি ৩১টি গাছ কেটে নেওয়ার ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
রাঙ্গামাটিতে তিন দিনের ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুমিল্লায় বিআরটিএর মোবাইল কোর্ট অভিযান
ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ নির্বাচিত হলেন শেরপুরের ডিসি তরফদার মাহমুদুর রহমান
তানোরে সার পাচারকালে ৬০ বস্তা সার জব্দ
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে, মোহনগঞ্জে মাদকের আস্তানা উৎখাতে মশাল মিছিল ও বিক্ষোভ