ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সাতকানিয়ায় চুরি করতে গিয়ে একচোর গণপিটুনিতে নিহত


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৫-২-২০২৩ দুপুর ৩:৫১
সাতকানিয়ার কান্চনার  ঘোষের বাড়ি এলাকার হিন্দুপাড়ার মৃত গোপাল দত্তের ছেলে প্রদীপ দত্তের বাড়িতে চুরি করতে গেলে দুই চোর পালালেও এক চোরকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা পরে গণপিটুনিতে নিহত হন  ওই ধৃত চোর
 
শুক্রবার(২৫শে ফেব্রুয়ারি) রাত ২টার নাগাদ উপজেলার কান্চনার ৪নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
 
নিহত চোরের পরিচয় পাওয়া যায়নি তবে স্থানীয়রা জানিয়েছেন মৃত্যুর আগে সে কেরানীহাট কেরানীহাট বলে চিৎকার করেছিল।
 
 
এদিকে ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শনে গেলে জানাযায়-শুক্রবার গভীররাত ২টার দিকে কান্চনার ঘোষের বাড়ির নিতান্তই দরিদ্র  প্রদীপ দত্তের বাড়িতে  চুরি করতে যায় ৩জন চোর।
 
চুরিও করে ফেলেন তারা কিন্তু  চলে যাওয়ার সময় বাড়ির মালিক প্রদীপ দত্ত বুঝতে পারেন চুরির ঘটনাটা, পরে প্রদীপদত্ত  চিৎকার করলে চোররা প্রদীপকে রড দিয়ে আঘাত করে এবং প্রদীপের ছেলে শিমুল দত্তকে খুন্তি দিয়ে মাথায় আঘাত করলে তাদের শোর-চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুই চোর পালালেও এক চোর আটকে যায়  স্থানীয়দের হাতে।
 
 পরে হিন্দুবাড়ির লোকজন তাকে গনপিটুনি দিলে এক পর্যায়ে ধৃত চোর ঘটনাস্থলেই মারা যায় বলে নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য  একই এলাকার  একই পাড়ার সন্তোষ দত্ত।
 
 
এদিকে প্রদীপ দত্ত আর প্রদীপ দত্তের ২০বছরের ছেলে  শিমুল দত্তকে  আহত অবস্থায়ও দেখা যায়।
 
সরেজমিনে গেলে তারা আরো জানান-চোরকে নিহত করার আগেই তারা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে চলে এসেছেন তবে কারা চোরকে আটক করেছেন সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তাদের বাড়িতে আটক করা হয়নি মর্মে জানান, তিনি আরো  বলেন তাদের বাড়ির সামনে ঘোষের বাড়ির ষ্টেশনের টেকের লোকজন এগিয়ে এসে গনপিটুনি দিলেই চোর নিহত হন।
 
এদিকে সাতকানিয়া থানা এলাকায় ছদ্মবেশে নিহত চোরের কোন স্বজন আসে কীনা সেই বিষয়ে অনুসন্ধান চালালোও চোরের কোন স্বজনের তথ্য প্রতিবেদকের হাতে আসেনি।
 
অপরদিকে এত বড় ঘটনা ঘটেছে এই বিষয়ে স্থানীয় কেউ শুনেছে কী না তদন্ত করলে স্থানীয় মুসলিম পাড়ার একাধিক বাসিন্দা  এই প্রতিবেদককে জানান এই ঘটনার বিষয়ে তো এই প্রথম শোনলাম।
 
নিহতের বিষয়ে সাতকানিয়া থানার ওসি তদন্ত আবুল কালাম বলেন-নিহতের পরিচয় বের করার চেষ্টা চালাচ্ছি এবং উর্ধতনকর্মকর্তার সাথে আলাপ করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
লাশকে পোস্টমর্টেম করার জন্য  চমেক এ প্রেরণের কাজ প্রক্রিয়াধীন।
 
এদিকে সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমান বলেন-ঘটনায় হত্যা মামলা এবং চুরি মামলা দুটোই হবে তবে চুরির ঘটনাটা সত্য সামনের দরজার তালা কেটে তারা (চোর)ভেতরে ঢুকে গিরস্তকে আর তার ছেলেকে আহত করেই চুরির ঘটনাটা করে, পরে চোরকে স্থানীয়রা ধৃত করে গনপিটুনি দেয়।
আমরা গিয়ে চোরকে হাসপাতালে নিয়ে আসি ডাক্তার চোরকে মৃত ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত